ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র অধ্যায়-৮ সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
দ্বিতীয় পত্র

অধ্যায়-০৮: বৈদেশিক বিনিময় ও বৈদেশিক মুদ্রা
জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর

প্রশ্ন ১। বৈদেশিক বিনিময় কী?
উত্তর : এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রায় রূপান্তার ও লেনদেন নিষ্পত্তির কৌশলকে বৈদেশিক বিনিময় বলে।

প্রশ্ন ২। ফ্যাক্টরিং কী?
উত্তর : প্রাপ্য বিল (বিনিময় বিল বা অঙ্গীকারপত্র) মেয়াদপূর্তির পূর্তির পূর্বে কোনো ফ্যাক্টরির নিকট কম দামে বিক্রয় করে অর্থ সংগ্রহ করাকে ফ্যাক্টরিং বলে।

প্রশ্ন ৩। ফোরফেটিং কী?
উত্তর : বৈদেশিক বাণিজ্যে আমদানিকারক ও রপ্তানিকারককে প্রাপ্য বিলের বিপক্ষে স্বল্প ও মধ্যমেয়াদি অর্থায়নের আধুনিক ব্যবস্থাকেই ফোরফেইটিং  বলে।

প্রশ্ন ৪। বৈদেশিক বিনিময় হার কী?
উত্তর : কোনো দেশের এক একক মুদ্রা অন্য আরেকটি দেশের যে পরিমাণ মুদ্রা ক্রয় করতে সক্ষম তাকে বৈদেশিক বিনিময় হার বলে।

প্রশ্ন ৫। ভাসমান মুদ্রা কী?
উত্তর : কোনো দেশের মুদ্রার মান সরকারিভাবে নিয়ন্ত্রণ না করে বৈদেশিক মুদ্রার চাহিদা ও যোগান বা বাজার পরিস্থিতির ওপর ছেড়ে দিলে ঐ মুদ্রাকে ভাসমান মুদ্রা বলে।


একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
দ্বিতীয় পত্র

অধ্যায়-০৮: বৈদেশিক বিনিময় ও বৈদেশিক মুদ্রা
অনুধাবনমূলক প্রশ্ন-উত্তর
প্রশ্ন ১। বৈদেশিক বিনিময় হার নির্ধারণের আধুনিক পদ্ধতি কোনটি এবং কেন?
উত্তর: বৈদেশিক বিনিময় হার নির্ধারণের আধুনিক পদ্ধতি হলো চাহিদা ও যোগান তত্ত¡। এ পদ্ধতির মাধ্যমে দু’দেশের মুদ্রার বিনিময় হার তাদের মুদ্রা পারস্পরিক চাহিদা ও যোগান অনুযায়ী হয়ে থাকে। অধুনিক অর্থনীতিবিদগণ এরুপ তত্ত¡ সমর্থন করার একে বিনিময় হার নির্ধারণের আধুনিক তত্ত¡ও বলা হয়ে থাকে।

প্রশ্ন ২। রেসিটেন্স বলতে কী বোঝায়?
উত্তর : জনশক্তি বিদেশে রপ্তানির পর তারা তাদের উপার্জনকৃত যে অর্থ নিজের দেশে পাঠায় তাকে রেমিটেন্স বলে।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করে। বিশেষ করে বিশ্ব অর্থনৈতিক মনদার প্রেক্ষিতে জনশক্তি রপÍানি থেকে অর্জিত রেমিটেন্স এর ভুমিকা অপরিসীম। দেশে ক্রমবর্ধমা কর্ম সৃজনের পাশাপাশি বেকার সমস্যা হ্রাস, দারিদ্র্য বিমোচন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিসহ দেশের অর্থনৈতিক উন্নয়নে ত্বরান্বতকরণে রেমিটেন্স ব্যাপক ভূমিকা রেখে চলেছে।

প্রশ্ন ৩। ফ্যাক্টরিং বলতে কী বোঝায়?
উত্তর : প্রাপ্য বিল  মেয়াদপূর্তির পূর্তির পূর্বে কোনো ফ্যাক্টরির নিকট কম দামে বিক্রয় করে অর্থ সংগ্রহ করাকে ফ্যাক্টরিং বলে।
কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্টান প্রাপ্য বিল এভাবে কম দামে কিনে মেয়াদপূর্তিতে দেনাদার এর অর্থ সংগ্রহ করে ব্যবসায় করলে তাকে ফ্যাক্টর বলা হয়। প্রাপ্য বিলের বিক্রেতা এবং ফ্যাক্টরের মধ্যে এরুপ ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয়ে শর্ত উল্লেখ করে ফ্যাক্টরিং চুক্তি করা হয়।

প্রশ্ন ৪। ক্রয়ক্ষমতার সমতা তত্ত¡ ব্যাখ্যা কর।
উত্তর : দু’দেশের মুদ্রার ক্রয়ক্ষমতার ভিত্তিতে মুদ্রার বিনিময় হার নির্ধারণ সংক্রান্ত তত্ত্বকেই ক্রয়ক্ষমতা সমতা তত্ত্ব বলে।
ক্রয়ক্ষমতার সমতা তত্ত্ব গুস্তাভ ক্যাসেলের মতে সংশ্লিষ্ট দেশেরে মূল্যস্তরের ওপর বিনিময় হার নির্ভরশীল। এক্ষেত্রে মুদ্রায় অভ্যন্তরীণ ক্রয়ক্ষমতা দ্রব্যমূল্য দ্বারা নির্ণয় করা হয়। উদাহরণ স্বরুপ : মনে করি, ’ঢ’ নামক একটি জিনিস আমরা ৮০ টাকা দিয়ে কিনতে পারি ঠিক একই পরিমাণ জিনিস মার্কিন যুক্তরাষ্ট ১ ডলারে ক্রয় করা যায়। এমতা বস্থায় ডলার ও টাকার বিনিময় হার হবে ১ ডলার = ৮০ টাকা। কারণ ১ ডলারের ক্রয়ক্ষমতা ৮০ টাকার ক্রয়ক্ষমতার সমান। এ তত্ত¡ অনুযায়ী কোনো দেশের মুদ্রার ক্রযক্ষমতা একইভাবে হ্রাস পেলে বিনিময় হার হ্রাস পায়।

প্রশ্ন ৫। বিনিময় হার হ্রাস-বৃদ্ধির কারণ কী কী আলোচনা কর।
উত্তর : আমাদের  মতো দেশে বৈদেশিক বিনিময় হার হ্রাস-বৃদ্ধি পায়। বৈদেশিক বিনিময় হারের হ্রাস-বৃদ্ধির বা পরিবর্তনের হার হ্রাস-বৃদ্ধি পায়। বৈদেশিক বিনিময় হারের হ্রাস-বৃদ্ধির বা পরিবর্তনের কারণ হলো ব্যবসায়িক অবস্থার পরিবর্তন, মূলধনের গতিবিধি, ব্যাংক  নীতি, আমদানি-রপ্তানিতে তারতম্য, সরকারের নীতি, আন্তর্জাতিক ঘটনা প্রবাহ ইত্যাদি। এসব কারণে বৈদেশিক বিনিময় হার হ্রাস-বৃদ্ধি ঘটে।

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র অধ্যায়-৮ সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড

গ ও ঘ (গুরুত্বপূর্ণ টপিক)
প্রশ্নের ধরণ
✯ বৈদেশিক বিনিময় হার সম্পর্কে ধারণা দাও।
✯ বিনিময় হার হ্রাস-বৃদ্ধির কারণ আলোচনা করো। 
✯ বৈদেশিক বিনিময় হার নির্ধারণে ‘চাহিদা ও যোগান তত্ত¡’ পদ্ধতিটি আলোচনা করো। 
✯ প্রত্যয়পত্র সম্পর্কে ধারণা দাও। 
✯ আমদানি-রপ্তানি বাণিজ্যে বৈদেশিক বিনিময় বিলের ব্যবহার আলোচনা করো। 
✯ নির্দিষ্ট প্রত্যয়পত্র সম্পর্কে ধারণা দাও। 
✯ ঘূর্ণায়মান প্রত্যয়পত্র সম্পর্কে বর্ণনা দাও। 
✯ ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্রের সুবিধাসমূহ আলোচনা করো। 
✯ বৈদেশিক বাণিজ্যে প্রত্যয়পত্রের প্রয়োজনীয়তা আলোচনা করো। 
✯ ফোরফেইটিং সম্পর্কে ধারণা দাও। 
✯ অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্সের গুরুত্ব আলোচনা করো। 


একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
দ্বিতীয় পত্র

অধ্যায়-০৮: বৈদেশিক বিনিময় ও বৈদেশিক মুদ্রা
বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর
 
১। অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত থেকে রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদন বৃদ্ধি পেলে বৈদেশিক বিনিময় হারের ক্ষেত্রে কোনটি ঘটবে?
ক. বৈদেশিক মুদ্রার চাহিদা বৃদ্ধি
খ. বৈদেশিক মুদ্রার চাহিদা হ্রাস
গ. দেশীয় মুদ্রার মান বৈদেশিক মুদ্রার বিপরীতে বৃদ্ধি✓
ঘ. বৈদেশিক মুদ্রার যোগান হ্রাস

২। আন্তর্জাতিক বাণিজ্যে পণ্যসামগ্রী আমদানি করলে তার মূল্য আমদানিকারক সাধারণত কোন মুদ্রায় পরিশোধ করে থাকে?
ক. দেশি মুদ্রায়   
খ. নগদ মুদ্রায়
গ. চেকের মাধ্যমে   
ঘ. বিদেশি মুদ্রায়✓

৩। দেশে মূলধনের আগমন ঘটলে কী হয়?
ক. বিনিময় হার বৃদ্ধি পায়
খ. বিনিময় হার হ্রাস পায়✓
গ. শেয়ার বাজারে মন্দাভাব দেখা দেয়
ঘ. দ্রব্যের দাম কমে যায়

৪। বিনিময় হার বৃদ্ধি পায় কোন পরিস্থিতিতে?
ক. চাহিদা ও যোগান অপরিবর্তিত থাকে
খ. চাহিদার তুলনায় যোগন অধিক হয়
গ. চাহিদা ও যোগন ভারসাম্য বিন্দুতে মিলিত হয়
ঘ. চাহিদা তুলনায় যোগান কম হয়✓

৫। বিনিময় হার নির্ধারনের আধুনিক নিয়ম কোনটি?
ক. চাহিদার ভিত্তিতে
খ. যোগানের ভিত্তিতে
গ. চাহিদা ও যোগন উভয়ের ভিত্তিতে✓
ঘ. চাহিদা তুলনায় যোগন কম হয়

৬। বৈদেশিক মুদ্রায় চাহিদা ও যোগন যে পর্যায়ে সমপরিমাণ হয় সেখানে কী নির্ধারণ করা হয়?
ক. বিনিময় মূল্য   
খ. বিনিময় হার✓
গ. বিনিময় চুক্তি   
ঘ. বিনিময় চাহিদা*

৭। নিচের কোন পদ্ধতিতে অর্থ গ্রহনের প্রচলন বর্তমানে নেই বললেই চলে?
ক. ডাকযোগে  
খ. তারযোগে
গ. স্বর্ণের মাধ্যমে✓   
ঘ. ব্যক্তিগত চেকের মাধ্যমে

৮। বৈদেশিক বিনিময়ে ব্যবহারযোগ্য নয় কোন দলিল?
ক. ব্যাংক ড্রাফট   
খ. পে-অর্ডার✓
গ. প্রতিজ্ঞাপত্র    
ঘ. বিনিময় বিল

৯। দেশে স্বল্পমেয়াদি মূলধনের গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে।এ অবস্থার পরিপ্রেক্ষিতে দেশের মুদ্রার মানের ওপর কী প্রভাব পড়বে?
ক. মুদ্রার মান বাড়বে✓   
খ. মুদ্রার মান কমবে
গ. মুদ্রার মান অপরিবর্তিত থাকবে
ঘ. ঝুঁকি দেখা দিবে

১০। বৈদেশিক বাণিজ্য ব্যবহৃত কোন দলিলের ফ্যাক্টরিং করা হয়?
ক. প্রদেয় বিল   
খ. প্রাপ্য বিল✓
গ. ঋণের দলিল   
ঘ. সম্পদের দলিল

১১। দেনা ফেরত পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় কোনটির মাধ্যমে?
ক. ফ্যাক্টরিং✓    
খ. ফ্যাক্টর
গ. ফ্যাক্টরি   
ঘ. ফ্যাক্টাবর

১২। প্রাপ্য বিল ভাঙানোর মাধ্যমে অর্থায়নের পদ্ধতিতে কী বলে?
ক. লোডিং    
খ. ফ্যাক্টরিং✓
গ. ফোরফেটিং   
ঘ. বিনিময় বিল

১৩। ফোরফেটার কার প্রাপ্য বিলের পরিমাণ এ একটি ঋণ সহায়তা প্রদান করে?
ক. রপ্তানিকারকের✓   
খ. আমদানিকারকের
গ. ব্যাংকের      
ঘ. জামানতদাতার

১৪। বাংলাদেশের মুদ্রাকে কোন ধরনের মুদ্রা হিসেবে ঘোষণা করা হয়েছে?
ক. আন্তর্জাতিক    
খ. ভাসমান✓
গ. লাগামহীন     
ঘ. নিয়ন্ত্রিত

১৫। L.C এর পূর্ণ রূপ কী?
ক. Line of Control
খ. Line of Credit
গ. Letter of Credit✓
ঘ. Line of Contract

১৬। কোনটি অগ্রিম প্রত্যয়পত্র?
ক. লাল দফা✓    
খ. ব্যাক-টু-ব্যাক
গ. ঘুর্ণায়নমান    
ঘ. নিশ্চিত

১৭। লেনদেন ব্যয় হ্রাস করে কোন ধরনের প্রত্যয়পত্র?
ক. ঘুর্ণায়নমান✓    
খ. অগ্রিম
গ. নির্দিষ্ট    
ঘ. ব্যাক-টু-ব্যাক

১৮। বৈদেশিক বিনিময় বলতে বোঝায়?
i. বিদেশে অর্থ প্রেরণ
ii. মুদ্রাকে বৈদেশিক মুদ্রায় রুপান্তর
iii. বৈদেশিক মুদ্রা সংগ্রহ

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii✓   (খ) i ও iii  (গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

১৯। বৈদেশিক বিনিময়ের নিয়ন্ত্রক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক-
i. বৈদেশিক মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রন করে
ii. বাণিজ্যিক ব্যাংকসমুহকে ঋণ প্রদান করে
iii. রিজার্ভ সংরক্ষণ করে

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii   (খ) i ও iii✓  (গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

২০। কাগজি মুদ্রামান ব্যবস্থায় বিনিময় হার নির্ধারিত হয়-
i. স্বর্ণমান পদ্ধতিতে
ii. ক্রয়ক্ষমতার সমতা তত্তে¡র ভিত্তিতে
iii. চাহিদা ও যোগন তত্তে¡র ভিত্তিতে

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii   (খ) i ও iii  (গ) ii ও iii✓   (ঘ) i, ii ও iii

২১। ক্রয় ক্ষমতার সমতা তত্ত¡ানুযায়ী-
i. দুটি দেশের পণ্যদ্রব্যের তুলনা করা হয়
ii. একটি ভিত্তি বছর নির্ধারিত হয়
iii. ভিত্তি বছরে পণ্যের চাহিদা ও যোগন

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii   (খ) i ও iii  (গ) ii ও iii✓   (ঘ) i, ii ও iii

২২। ফ্যাক্টরিং-এর মাধ্যমে-
i. রপ্তানিকারক অর্থাযন গ্রহণ করেন
ii. ফ্যাক্টর প্রাপ্য বিলের ব্যবস্থাপনা সংক্রান্ত দায়িত্ব গ্রহণ করে
iii. সকল প্রকার ঝুঁকি ফ্যাক্টরের নিকট হস্তান্তরিত হয়

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii   (খ) i ও iii  (গ) ii ও iii   (ঘ) i, ii ও iii✓

২৩। প্রত্যয়পত্রের বৈশিষ্ট্য হলো-
i. এরুপ দলিল ব্যাংক কর্তৃক ইস্যু করা হয়
ii. এতে ৩টি পক্ষ থাকে-আমদানিকারক,রপ্তানিকারক ও ব্যাংক
iii. এটি একটি অবাণিজ্যিক ঋণের দলিল

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii✓   (খ) i ও iii  (গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

►নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও।
বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী জনাব সাব্বির সাহেব যুক্তরাষ্ট্রে উন্নতমানের তৈরি পোশাক রপ্তানি করে আমদানিকরকের নিকট থেকে ১ কোটি টাকার একটি বিল পেয়েছেন এবং বিলটি আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে বাট্টা করেছেন।

২৪। উদ্দীপকে বর্ণিত জনাব সাব্বির সাহেব কিসের মাধ্যমে রপ্তানিকৃত পণ্যের পাওনা গ্রহণ করেছেন?
ক. বিনিময় বিল✓  
খ. চেক
গ. হুন্ডি   
ঘ. পে-অর্ডার

২৫। উদ্দীপকে বর্ণিত সাব্বির সাহেব তৈরি পোশাক রপ্তানি করে দেশের জন্য যা করেছেন তা হলো-
i. বৈদেশিক মুদ্রার রিজার্ব বৃদ্ধি
ii. রপ্তানি উদ্বুদ্ধকরণ
iii. দেশের অর্থনৈতিক উন্নয়ন

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii   (খ) i ও iii  (গ) ii ও iii   (ঘ) i, ii ও iii✓
 

Post a Comment

Previous Post Next Post