ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র অধ্যায়-২ সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
প্রথম পত্র

অধ্যায়-০২: আর্থিক বাজারের আইনগত দিকসমূহ
বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর

১। শেয়ারবাজারে সার্কিট ব্রেকার চালু হয় কত সালে?
ক. ১৯৫০ সালে    
খ. ১৯৬০ সালে
গ. ১৯৯০ সালে   
ঘ. ১৯৯৬ সালে✓

২। অর্থায়নের কোন উদ্দেশ্যটি শেয়ারের বাজার দর রক্ষা করে?
ক. মুনাফা সর্বোচ্চকরণ   
খ. আয় বৃদ্ধি
গ. ব্যয়-হ্রাস     
ঘ. সম্পদ সর্বোচ্চকরণ

৩। IPO কোন বাজারের সাথে জড়িত?
ক. মুদ্রাবাজার    
খ. বন্ড বাজার
গ. প্রাথমিক বাজার   
ঘ. মাধ্যমিক বাজার

৪। BSEC এর পূর্ণরূপ কী?
ক. Bangladesh Securities and Export commission
খ. Bangladesh Security and Export commission
গ. Bangladesh Security and Exchange commission
ঘ.  Bangladesh Securities and Exchange commission✓

৫। বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য কী?
ক. মুনাফা অর্জন   
খ. বাণিজ্যিকভাবে ঋণ প্রদান
গ. নোট ও মুদ্রা সরবরাহ✓   
ঘ. ক ও খ

৬। BSEC কোন বাজার নিয়ন্ত্রন করে?
ক. প্রাথমিক বাজার   
খ. মাধ্যমিক বাজার
গ. মুদ্রাবাজার    
ঘ. শেয়ার বাজার✓

৭। কোনটি মুদ্রাবাজারের উপাদান বহির্ভূত?
ক. বাণিজ্যিক পত্র
খ. ব্যাংকের স্বীকৃতিপত্র
গ. ট্রেজারি চালান
ঘ. ডিবেঞ্চার✓

৮। মূলধন বাজারে নিচের কোনটি ক্রয়-বিক্রয় হয়ে থাকে?
ক. বৈদেশিক মুদ্রা   
খ. বিনিময় বিল
গ. স্থায়ী সম্পত্তি   
ঘ. ডিবেঞ্চার✓

৯। Big Board বলা হয় নি¤েœর কোন স্টক এক্সচেঞ্জ কে?
ক. নিউয়র্ক স্ট এক্সচেঞ্জ✓
খ. টোকিও স্টক এক্সচেঞ্জ
গ. ঢাকা স্টক এক্সচেঞ্জ
ঘ. চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

১০। কোনটি সরকারি নোট?
ক. ২ টাকা✓   
খ. ৫০ টাকা
গ. ১০০ টাকা   
ঘ. ১,০০০ টাকা

১১। ট্রেজারি বিল কোন ধরনের ঝুঁকিবহির্ভূত?
ক. খেলাপি ঝুঁকি✓    
খ. বাজার ঝুকি
গ. সুদের হার ঝুঁকি   
ঘ. মুদ্রাস্ফীতি ঝুঁকি

১২। বাণিজ্যিক পত্র কোন বাজারে লেনদেন করা হয়?
ক. পুঁজিবাজারে   
খ. মুদ্রাবাজারে✓
গ. ইক্যুইটি বাজারে   
ঘ. বন্ড বাজারে

১৩। নতুন কোম্পানিকে শেয়ার বাজারে ছাড়তে হলে কোন সংস্থার অনুমোদন প্রয়োজন?
ক. SEC✓ 
খ. MRA
গ. IDRA 
ঘ. DSE

১৪। কোন সংস্থাটির অনুমতি ছাড়া দেশে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করা যায় না?
ক. ডিএসসি   
খ. সিএসসি
গ. বিএসইসি✓   
ঘ. ইনভেস্টমেন্ট কর্পোরেশন

১৫। অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি কোনটি?
ক. শরিকানা  
খ. চুক্তি✓
গ. অর্থ   
ঘ. সদ্বিশ্বাসের সম্পর্ক

১৬। প্রতিটি যৌথ মূলধনী কোম্পানির মূলধনএর প্রধান উৎস কোনটি?
ক. ক. ঋণপত্র ইস্যু   
খ. অগ্রাধিকার শেয়ার ইস্যু
গ. রাইট শেয়ার ইস্যু   
ঘ. সাধারণ শেয়ার ইস্যু

১৭। কোন ব্যবসায়ের ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক?
ক. অংশীদারি   
খ. একমালিকানা
গ. যৌথ মূলধনী✓   
ঘ. ব্যবসায় জোট

১৮। কোম্পানির আয় সম্পদের ওপর কার দাবি সবার আগে?
ক. সাধারণ শেয়ারহোল্ডারের
খ. অগ্রাধিকার শেয়ার হোল্ডারের
গ. বন্ড হোল্ডারের✓
ঘ. ব্যবস্থাপকদের

১৯। বাংলাদেশে লিজিং কোম্পানি পরিচালনার জন্য কোন আইনটি প্রযোজ্য?
ক. বিমা আইন ২০১০
খ. কোম্পানি আইন ১৯৯৪
গ. আর্থিক প্রতিষ্টান আইন ১৯৯৩✓
ঘ. ব্যাংকিং কোম্পানি আইন ১৯৯১

২০। মি. সুমন একজন ব্যবসায়ী। তিনি ক্রেতাদের নিকট থেকে পণ্যর মূল্য বাবদ চেক, বিনিময় বিল ইত্যাদি পেয়ে থাকেন। মি. সুমনের প্রাপ্ত দলিলের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
ক. ব্যাংক কোম্পানি আইন ১৯৯১
খ. কোম্পানি আইন ১৯৯৪
গ. বিমা আইন ২০১০
ঘ. হস্তান্তরযোগ্য দলিল আইন ১৮৮১✓

২১। সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন প্রতিষ্ঠিত হয়-
i. বিনিয়োগকারীর স্বার্থ রক্ষার জন্য
ii. পুজিঁবাজার নিয়ন্ত্রণের জন্য
iii. ব্যবসায় উন্নয়নের জন্য

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii   (খ) i ও iii✓   (গ) ii ও iii  (ঘ) i, ii ও iii

২২। বাংলাদেশ ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ গঠনের ফলাফল হলো-
i. ক্ষুদ্র অর্থায়নে গতিশীলতা
ii. ক্ষুদ্র অর্থায়নে উন্নযন
iii. ক্ষুদ্র ঋণ হ্রাস

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii✓   (খ) i ও iii   (গ) ii ও iii  (ঘ) i, ii ও iii

২৩। মূলধন বাজার বৃদ্ধির সাথে সাথে ঘটাবে-
i. অত্যাধিক বিনিয়োগ
ii. অর্থনৈতিক উন্নতি
iii. কর্মসংস্থান বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii   (গ) ii ও iii  (ঘ) i, ii ও iii✓

২৪।  অংশীদারী ব্যবসায়ের বিলোপসাধন হতে পারে-
i. সম্মতিক্রমে
ii. বাধ্যতামূলকভাবে
iii. বিজ্ঞপ্তির মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii   (খ) i ও iii   (গ) ii ও iii  (ঘ) i, ii ও iii✓

২৫। কোম্পানির বিলোপসাধন হয়-
i. আদালতের নির্দেশে
ii. সকলের সম্মতিক্রমে
iii. বাধ্যতামূলকবাবে

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii(খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii✓

২৬। মানি লন্ডারিং আইনে স্পেশাল জজ-এর বিশেষ এখতিয়ার হলো-
i. অধিকতর তদন্ত
ii. ক্রোক
iii. সম্পত্তি বাজেয়াপ্তকরণ আদেশ

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii   (খ) i ও iii   (গ) ii ও iii  (ঘ) i, ii ও iii✓

►নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও।
সাজ্জাদের কাছে ১০,০০০ টাকা মূল্যের শেয়ার ছিল। বর্তমানে আর্থিক সংকটের কারণে সে এই শেয়ার বিক্রয় করতে চাচ্ছে।সে এই শেয়ার তার বন্ধু রাশেদের কাছে বিক্রি করে দিল।

২৭। সাজ্জাদের পুঁজি বাজারের নিয়ন্ত্রনকারী সংস্থা কোনটি?
ক. বাংলাদেশ ব্যাংক   
খ. বিএসইসি✓
গ. বাণিজ্যিক ব্যাংক   
ঘ. সরকার

২৮। রাশেদ কোন বাজার থেকে তার বন্ধুর শেয়ার কিনল?
ক.  প্রাথমিক বাজার   
খ. সরকারী বাজার
গ. মাধ্যমিক বাজার✓   
ঘ. কাঁচা বাজার

►নিচের উদ্দীপকটি পড়ে ২৯-৩১ নং প্রশ্নের উত্তর দাও।
মাসুমের বাবা বিভিন্ন দেশের মুদ্রা ক্রয়-বিক্রয় করে। সে এই ব্যবসায় পরিচালনার জন্য একটি লাইসেন্স সংগ্রহ করেছে। তিনি একটি নির্ধারিত বিনিময় হার ব্যতীত বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় করতে পারেন না।

২৯। মাসুমের বাবা বৈদেশিক মুদ্রার কী?
ক. সংগ্রহকারী    
খ. ব্রোকার
গ. অনুমোদিত ডিলার✓  
ঘ. সাধারণ লেনদেনকারী

৩০। কোন প্রতিষ্টান থেকে তিনি ব্যবসায় পরিচালনার লাইসেন্স সংগ্রহ করেছেন?
ক. বাংলাদেশ ব্যাংক✓   
খ. সিটি কর্পোরেশন
গ. পৌরসভা   
ঘ. উপজেলা

৩১। তিনি কোন প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত বিনিময় হারে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় করেন?
ক. BSEC
খ. বাংলাদেশ ব্যাংক✓
গ. DSE 
ঘ. CSE

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
প্রথম পত্র

অধ্যায়-০২: আর্থিক বাজারের আইনগত দিকসমূহ
জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর

প্রশ্ন ১। আমাদের দেশে মুদ্রাবাজার নিয়ন্ত্রণকারী সংস্থার নাম কী? [ঢা. বো. ১৮, রা. বো. ১৮, য. বো. ১৮, সি. বো. ১৮, দি. বো. ১৮]
উত্তর : আমাদের দেশে মুদ্রাবাজার নিয়ন্ত্রণকারী সংস্থার নাম হলো বাংলাদেশ ব্যংক।

প্রশ্ন ২। বাণিজ্যিক কাগজ কী? [কু. বো. ১৮, ব. বো. ১৮, চ. বো. ১৮]
উত্তর : বাণিজ্যিকপত্র/বাণিজ্যিক কাগজ হলো একটি জামানতবিহীন ঋণপত্র, যা সুনামের ভিত্তিতে মুদ্রাবাজারে বিক্রয়পূর্বক প্রতিষ্ঠান সল্পমেয়াদি অর্থসংস্থান করে থাকে। 

প্রশ্ন ৩। আর্থিক বাজার কী? [চ. বো. ১৬, ব. বো. ১৭]
উত্তর : যে বাজারে স্বল্প ও দীর্ঘমেয়াদি আর্থিক সম্পত্তিসমূহ ক্রয়-বিক্রয় করা হয় তাকে আর্থিক বাজার বলে।

প্রশ্ন ৪। BSEC কী? [ঢা. বো. ১৭, কু. বো. ১৬]
উত্তর : BSEC Bangladesh Securities and Exchange Commission যা বাংলাদেশের শেয়ারবাজারের নিয়ন্ত্রণকারী সংস্থা।

প্রশ্ন ৫। বন্ড কী? [রা. বো. ১৬]
উত্তর : বন্ড হলো দীর্ঘমেয়াদি ঋণের দলিল যা বিক্্ির করে কোম্পানি তহবিল সংগ্রহ করে।

প্রশ্ন ৬। IPO কী? [ব. বো. ১৬]
উত্তর : যৌথমূলধনী কোম্পানী প্রথমবার জনসাধারণের নিকট শেয়ার বিক্রির প্রস্তাব করলে. তাকে প্রাথমিক গণপ্রস্তাব বা Initial Public offering (IPO) বলে।

প্রশ্ন ৭। মুদ্রাবাজার কী? [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা]
উত্তর : যে বাজারে এক বছর বা তার চেয়ে কম সময়ের জন্য লেনদেন হয়. তাকে মুদ্রাবাজার বলে। 

প্রশ্ন ৮। বিনিয়োগ সিদ্ধান্ত কী? [সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া]
উত্তর : প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করে কোন প্রকল্পে কী পরিমাণ টাকা বিনিয়োগ করা হবে তা যাচাই করাই বিনিয়োগের সিদ্ধান্ত।

প্রশ্ন ৯। IDRA-এর পূর্ণরূপ লিখ। [সোনার বাংলা কলেজ, বুড়িচং, কুমিল্লা]
উত্তর : IDRA-এর পূর্ণরূপ হলো Insurance Development and Regulatory Authority.


একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
প্রথম পত্র

অধ্যায়-০২: আর্থিক বাজারের আইনগত দিকসমূহ
অনুধবানমূলক প্রশ্ন-উত্তর

প্রশ্ন ১। প্রাথমিক শেয়ারবাজার এবং মাধ্যমিক শেয়ারবাজারের মধ্যে পার্থক্য দেখাও। [ঢা. বো. ১৮, রা. বো. ১৮, য. বো. ১৮,১৬, সি. বো. ১৮,১৭, দি. বো. ১৭]
উত্তর : যে বাজারে কোনো কোম্পানি প্রথম শেয়ার বিক্রির প্রস্তাব করে তাকে প্রাথমিক শেয়ার বাজার বলে। আবার যে বাজারে প্রথমিক বাজারের ইস্যুকৃত শেয়ার ক্রয়-বিক্রয় করা হয় তাকে মাধ্যমিক বাজার বলে।
প্রাথমিক বাজার এবং মাধ্যমিক বাজারের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। কারণ প্রাথমিক বাজারে ঝুঁঁকি কম কিন্তু মাধ্যমিক বাজার এ ঝুঁকি বেশি। আবার প্রাথমিক বাজারে প্রত্যেকটি শেয়ারের মূল্য নির্দিষ্ট থাকে কিন্তু মাধমিক বাাজারে  নির্দিষ্ট থাকে না। এছাড়া প্রাথমিক বাজারে কোম্পানির সাথে বিনিয়োগকারীর লেনদেন হয় কিন্তু মাধ্যমিক বাজারে বিনিয়োগকারীর সাথে বিনিয়োগকারীর লেনদেন হয়।

প্রশ্ন ২। “মানি লন্ডারিং অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করে” ব্যাখ্যা কর। [কু. বো. ১৮; চ. বো. ১৮; ব. বো. ১৮; রা. বো. ১৬ ]
উত্তর : অবৈধভাবে অর্থ উপার্জন এবং এর স্থানান্তরকে বা তা বৈধ করার বিভিন্ন পন্থাকে মানিলন্ডারিং বলে।
মানিলন্ডারিং দেশের অর্থনৈতিক অবস্থা দূর্বল করে উন্নয়নে বাধা সৃষ্টি করে। মানিলন্ডারিং-এর ফলে বিপুল পরিমাণ অর্থ দেশের বাহিরে চলে যায়। যার কারণে অর্থনৈতিক উন্নয়ন বেগবান করা যায় না। এছাড়া এর ফলে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায় এবং সন্ত্রাসী, অবৈধ ব্যবসায়ী ও রাষ্ট্রের দুর্নীতিপরায়ন কর্মকর্তাসহ অনেকেই অবৈধ অর্থ লোকানোর চেষ্টা করে। তাই বলা যায়, মানিলন্ডারিং অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করে।

প্রশ্ন ৩। অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বলতে কী বোঝায়? [কু. বো. ১৬, ১৭]
উত্তর : ব্যাংক বহির্ভুত যেসব প্রতিষ্ঠান অর্থ ব্যবসায়ের সাথে জড়িত তাদের অ-ব্যাংকিং প্রতিষ্ঠান বলে। 
ব্যাংক ছাড়াও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো অর্থ বিনিময় ও ঋণদানের সাথে জড়িত। ব্যাংক বহির্ভুত এসব আর্থিক প্রতিষ্ঠান অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। বিমা কোম্পানি, ইজারা কোম্পানি এ সকল প্রতিষ্ঠান সমূহ অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। এ সকল প্রতিষ্ঠান ১৯৯৩ সালের আর্থিক প্রতিষ্ঠান আইনের দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।

প্রশ্ন ৪। প্রাথমিক বাজার বলতে কী বোঝ? [য. বো. ১৭]
উত্তর : প্রাথমিক বাাজার বলতে কোম্পানি যে বাজারে শেয়ার, বন্ড ইত্যাদি বিক্রির প্রথম প্রস্তাব পেশ করে সে বাজারকে বোঝায়।
সাধারণত যৌথ মূলধনী কোম্পানি তাদের দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য মাধ্যমিক বাজারে প্রবেশের আগে জনগণের নিকট শেয়র ইস্যু করে। জনগণের নিকট যে বাজারে শেয়ার ইস্যু করে সে বাজারই হলো প্রাথমিক বাজার। এ বাজারকে আইপিও (IPO : ওInitial Public Offering বাজারও বলা হয়ে থাকে।

প্রশ্ন ৫। “মানি লন্ডারিং অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করে” ব্যাখ্যা কর। [রা. বো. ১৬]
উত্তর : অবৈধভাবে অর্থ উপার্জন এবং এর স্থানান্তরকে বা তা বৈধ করার বিভিন্ন পন্থাকে মানিলন্ডারিং বলে।
মানিলন্ডারিং দেশের অর্থনৈতিক অবস্থা দূর্বল করে উন্নয়নে বাধা সৃষ্টি করে। মানিলন্ডারিং-এর ফলে বিপুল পরিমাণ অর্থ দেশের বাহিরে চলে যায়। যার কারণে অর্থনৈতিক উন্নয়ন বেগবান করা যায় না। তাই বলা যায়, মানিলন্ডারিং অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করে।

প্রশ্ন ৬। ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ কী ধরনের প্রতিষ্ঠান? ব্যাখ্যা কর। [চ. বো. ১৬]
উত্তর : ক্ষুদ্র ঋণ কার্যক্রম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গঠিত কর্তৃপক্ষকে ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ বলে। 
বাংলাদেশে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রমের দক্ষতা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ২০০৬ সালে ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়। ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ দেশের জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও তাদের সার্বিক কল্যানের লক্ষে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সনদ প্রদান ও প্রয়োজনে সনদ বাতিল করে থাকে।

প্রশ্ন ৭। মাধ্যমিক শেয়ার বাজার বলতে কী বুঝায়? [য. বো. ১৬]
উত্তর : প্রাথমিক বাজারে বিক্রয়কৃত শেয়ার পরবর্তীতে যে বাজারে ক্রয়-বিক্রয় করা হয় তাকে মাধ্যমিক বাজার বলে।
সিকিউরিটিজ ক্রয়-বিক্রয়ের সুবিধা প্রদান করা মাধ্যমিক বাজারের উদ্দেশ্য। মাধ্যমিক বাজারে সিকিউরিটিজের তারল্য বজায় রাখা যায়।
আমাদের দেশে দুটি মাধ্যমিক শেয়ারবাজার হচ্ছে (১) ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড ও (২) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড

প্রশ্ন ৮। মানি লন্ডারিং কী? বুঝিয়ে লেখ। [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা]
উত্তর : অবৈধভাবে অর্থ উপার্জন করে অবৈধভাবে স্থানান্তর করাকে মানি লন্ডরিং বলে। 
অবৈধভঅবে উপার্জিত অর্থ মানুষ গোপন করার উদ্দেশ্যে বিভিন্ন কৌশল ব্যবহার করে। যাতে তদন্তকারী কর্তৃপক্ষ সহজে অবৈধ উপার্জন সম্পর্কে জানতে না পারে। প্রথমে অবৈধ উপার্জন ব্যাংকে জমা করে পরিচিতজনদের হিসাবে স্থানান্তর করে। পরিচিতজনদের হিসাব হতে উক্ত অর্থ উত্তোলন করে বৈধ কাজে ব্যবহার করা হয় তাতে লোকজন অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন তুলতে না পারে। অবৈধ অর্থের অবৈধ স্থানান্তরই মানি লন্ডারিং।

প্রশ্ন ৯। ব্রোকারেজ হাউজ কেন প্রয়োজন? [সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া]
উত্তর : ব্রোকারেজ হাউজ বলতে বোঝায় এমন একটি প্রতিষ্ঠান যা অন্য কারো পক্ষে সিকিউরিটিজ ক্রয় ও বিক্রয় করেন।
ব্রোকারেজ হাইজের প্রয়োজনীতা ব্যাপক। ব্রোকারেজ হাউজের মাধ্যমে যে কেউ খুব সহজেই সিকিউরিটিজ ক্রম-বিক্রয় করতে পারেন। এছাড়া কোনো বিনিয়োগকারী যদি অনুমান করতে পারেন যে কোনো সিকিউরিটির মূল্য ভবিষ্যতে কমে যাবে তখন সে ব্রোকারেজ হাউজ থেকে সিকিউরিটি ধার করবে এবং তা বিক্রয় করবে। পরববর্তীতে যখন শেয়ারের মূল্য কমে যাবে তখন সে সিকিউরিটি কমমূল্যে ক্রয় করে তা ব্রোকারেজ হাউজে ফেরত দিবে।

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র অধ্যায়-২ সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড

বিগত বোর্ড প্রশ্ন:
১. মি. হাসিব ও মি. ইাসিম দুইজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলেন যে তারা আর্থিক বাজারে বিনিয়োগ করবেন। মি. হাসিব তার মোট মূলধন দিয়ে বাণিজ্যিক কাগজ এবং ট্রেজারি বিল ক্রয় করলেন? অন্যদিকে মি. নাসির তার মোট মূলধন দিয়ে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার এবং বন্ড ক্রয় করলেন। 
 [ঢা.বো. রা.বো. দি.বো. সি.বো. য.বো. ১৮] 
গ) উদ্দীপকের আলোকে মি. হাসিব কোন ধরনের বাজারে বিনিয়োগ করেছেন? ব্যাখ্যা কর।
ঘ) দীর্ঘ সময় ধরে মুনাফা অর্জণ করতে চাইলে দুইজন বন্ধুর মধ্যে কার বিনিয়োগ সিদ্ধান্তটি যৌক্তিক? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর। 

২. সততা কোম্পানি বিগত কয়েক বছর ধরে উচ্চ হারে মুনাফা অর্জন করে আসছে। সম্প্রতি কর্মচারীদের বেতন পরিশোধ করতে গিয়ে আর্থিক সংকটে পড়ে। বাণিজ্যিক কাগজ ইস্যুর মাধ্যমে আর্থিক বাজার থেকে অর্থ সংগ্রহ করে তা মোকাবিলা করতে পেরেছিল। পরবর্তীতে ব্যবসায় সম্প্রসারণের জন্য ৫০ কোটি টাকা প্রয়োজন পড়ে। এ অর্থ তারা আগের ন্যায় বাণিজ্যিক কাগজ ইস্যু না করে অগ্রাধিকার শেয়ার ইস্যুর মাধ্যমে সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করে। 
[কু.বো. চ.বো. ব.বো. ১৮]
গ) সততা কোম্পানি প্রথম পর্যায়ে কোনধরনের বাজার থেকে অর্থ সংগ্রহ করেছিল তা ব্যাখ্যা কর। 
ঘ) সততা কোম্পানির দ্বিতীয় পর্যায়ে অর্থ সংগ্রহের সিদ্ধান্তটির যেীক্তিতা বিশ্লেষণ কর। 

৩. রফিক ও ফারুক দুই বন্ধু। তাা দু’জনই বাংলাদেশের নাগরিক। দীর্ঘদিন পর সম্প্রতি তারা দু’জনই বিদেশ থেকে দেশে ফিরেছেন। রফিক তার অর্জিত অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করতে আগ্রহী। অন্যদিকে বৈদেশিক মুদ্রা কেনা-বেচায় যুক্ত হয়েছেন। কিন্তু তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি গ্রহণ করনেনি। এই কারণে আইন প্রয়োগকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে।           [ঢা.বো. ১৭]
গ) উদ্দীপকে জনাব রফিকের বিনিয়োগের জন্য কোন ধরনের আর্থিক বাজর প্রয়োজন? ব্যাখ্যা কর।
ঘ) তুমি কি মনে কর উদ্দীপকে আইন প্রয়োগকারী বাহিনী সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন? তোমার মতামত দাও। 

৪. উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে ক্ষুদ্র অর্থায়ন ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। প্রয়োজনের তাগিদেই এদেশে ক্ষুদ্র অর্থায়ন ব্যবস্থার ভ্যাপক প্রসার ও বিকাশ ঘটেছে। সরকার নিজ উদ্দ্যোগেই এ খাতের শৃঙ্খলা রক্ষা ও গ্রহনযোগ্য প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে আইন প্রণয়ন ও আইন প্রয়োগকারী সংস্থা গঠন করেছে।[ঢা.বো. ১৬] 
গ) উদ্দীপকে যে ধরনের অর্থায়ন ব্যবস্থা কথা বলা হয়েছে, তা নিয়ন্ত্রণে সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তা বর্ণনা কর। 
ঘ) উদ্দীপকে বর্ণিত শৃঙ্খলা রক্ষায় গঠিত প্রতিষ্ঠানের ভূমিকা বিশ্লেষণ কর। 

৫. হক এন্ড সন্স এবং রায় এন্ড ব্রাদার্স উভয়ই আমদানিকারক প্রতিষ্ঠান। হক এন্ড সন্স এর আমদানিকৃত পণ্য চট্টগ্রাম বন্দরে খালাসের জন্য ১০ লক্ষ টাকার প্রয়োজন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ব্যাংক ঋণ নিয়ে তার আর্থিক সমস্যার সমাধান করেন। কিন্তু রায় এন্ড ব্রাদার্স এর ব্যবস্থাপক বিভিন্ন সময় বন্দরে মালামাল খালাসের জন্য বাণিজ্যিক কাগজ ইস্যু করে আর্থিক সংকটের সমাধান করেন।            [রা.বো. ১৭]
গ) উদ্দীপকে রায় এন্ড ব্রাদার্স কোং লি. এর গৃহিত পদক্ষেপের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
ঘ) উদ্দীপকের দুটি কোম্পানির আর্থিক সংকট মোকাবিলার গৃহিত পদক্ষেপ তুলনামূলক যৌক্তিকতা ব্যাখ্যা কর। 

৬. যমুনা কোম্পানি কর্মচারীদের তেবন পরিশোধ করতে গিয়ে আর্থিক সমস্যায় পড়ে। এজন্য কোম্পানিটি ব্যাংক থেকে জমাতিরিক্ত ঋণ নেয়। অপরদিকে সোনালী কোম্পানি তার ব্যবসায় সম্প্রসারণের জন্য বাজারে শেয়ার ইস্যু করার মাধ্যমে প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করে। যদিও কোম্পানিটির ব্যাংক থেকে স্বল্পমেয়াদি ঋণ নেওয়ার মাধ্যমে মুলধন সংগ্রহের সুযোগ ছিল।           [রা.বো. ১৬]
গ) উদ্দীপকের যমুনা কোম্পানি কোন ধরের আর্থিক বাজার থেকে মূলধন সংগ্রহ করেছে? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের বর্ণিত সোনালী কোম্পানির আর্থিক বাজারের ধরণ নির্বাচনের যৌক্তিুতা  বি¤েøষণ কর। 

৭. মি. ফাহমিদ একজন সাধারণ বিনিয়োগকারী। তিনি দেখলেন বাজারে LB কোম্পানির স্থির আয় ও জামানতযুক্ত মেয়াদি সিকিউরিটি আছে, যা ক্রয় কলে আয় প্রাপ্তির ক্সেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে কিন্তু কোম্পানির সিদ্ধান্ত গহণে অংশগ্রহণ করা যাবে না। অন্যদিকে, একই রকম আয় ও মেয়াদযুক্ত সরকারি সিকিউরিটি বাজারে বিক্রি হয়, যার ঋণ জামানত নেই। মি. ফাহমিদ জামানত না থাকার কারণে সরকারি সিকিউরিটিতে বিনিয়োগ না করে LB কোম্পানির সিকিউরিটিতে বিনিয়োগ করেন।           [সি.বো. ১৭]
গ) উদ্দীপকের উল্লিখিত LB কোম্পানিটি কোন ধরনের সিকিউরিটি কিত্রি করছে তা ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে উল্লিখিত মি. ফাহমিদের বিনিয়োগ সিদ্ধান্তের যথার্থতা মূল্যায়ন কর।  

৮. ফারহান ও করিম দুই বন্ধু। তারা আর্থিক বাজারে বিনিয়োগ করতে আগ্রহী। করিমের সঞ্চিত অর্থ অল্প থাকায় সে এক বছরের কম সময়ের জন্য বিনিয়োগ করাকেই শ্রেয় মনে করছেন। অন্যদিকে, ফারহানের বাবা ফারহানকে এমন একটি ক্ষেত্রে বিনিয়োগ করতে পরামর্শ দিলেন, সেখানে ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে। কার তিনি যেক্ষেত্রে বিনিয়োগ করেছেন তা তাকে বিগত তিন বছর কোন মুনাফা প্রদান করেনি। পাশাপাশি নিয়ন্ত্রিণকারী সংস্থাও বাজারটিকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রিত করতে পারছে না বলে তিনি এই বাজারের প্রতি আস্থা হারাচ্ছেন।           [কু.বো. ১৭]
গ) করিম কোন বাজারে বিনিয়োগের চিন্তা করছেন? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে ফারহানের বাবার আস্থা ফিরিয়ে আনতে নিয়ন্ত্রণকারী সংস্থার ভূমিকা বিশ্লেষণ কর। 

৯. রবিন ও নোমান দুই বন্ধু কিছুদিন আগে যুক্তরাষ্ট্র থেকে বেশকিছু টাকা নিয়ে বাংলাদেশে স্থায়ীবাবে বসবাস করার উদ্দেশ্যে আসেন। রবিন তার অর্জিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করতে চাচ্ছেন। অন্যদিকে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তার এলাকায় বসবাসরত প্রবাসীদের আনীত বৈদেশিক মুদ্রাকে বাংলাদেশি টাকায় রূপান্তর করেন। তার এ ধরনের ব্যবসায়ের কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রবিন ও নোমান বাংলাদেশি নাগরিক।            [কু.বো. ১৬]
গ) উদ্দীপকের আলোকে রবিনকে তার সঞ্চিত অর্থ বিনিয়োগের জন্য আর্থিক বাজারের কোন অংশে যেতে হবে? ব্যাখ্যা কর। 
ঘ) ‘নোমানের ব্যবসায়টি আইনগতভাবে অবৈধ’ - এর যৌক্তিকতা বিশ্লেষণ কর। 


১০. সুলতান সাহেব শেয়ারে বিনিয়োগ করেন। তিনি বিভিন্ন ব্যাংক, বিমা ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের শেয়ার কিনে পরবর্তীতে বাড়তি দামে বিক্রি করে লাভ করার চেষ্টা করেন। মাঝে মাঝে তিনি তেও আবেদন করেন। শেয়ারের দাম প্রতিনিয়ত ওঠামানা করে। তিনি প্রায়ই লক্ষ্য করেন যে, শেয়ারের মূল্য অথিমূল্যায়িত হয় আবার অবমূল্যায়িত হয়।            [চ.বো. ১৭]
গ) সুলতান সাহেব কোন ধরনের বাজারে বিনিয়োগ করেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর। 
ঘ) ঝুঁকিমুক্ত বিনিয়োগের ক্ষেত্রে কোন পদ্ধতিটি প্রযোজ্য? উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর। 

১১. জনাব ফাহি খুলনার মংলা বন্দরের একজন কর্মকর্তা। অন্য কর্মকর্মারা সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলেও তিনি পণ্য খালাসের সময় অসদুপায়ে অর্জিত বিপুল পরিমাণ অর্থ সিঙ্গাপুওে শাপলা নামক একটি ব্যাংকে জমা করেন। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে তার এ কাজটি ধরা পড়ে এবং আইনানুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়।            [চ.বো. ১৬]
গ) জনাব ফাহিমের শাপলা ব্যাংকে টাকা জমা রাখা কোন ধরনের কার্যক্রম? বর্ণনা কর।
ঘ) উদ্দীপকে বর্ণিত জনাব ফাহিমের শাপলা ব্যাংকে অর্থ স্থানান্তরের শাস্তি কী হতে পারে? মতামত দাও। 

১২. এাহিন সাহেবের একটি ব্যবসায় প্রতিষ্ঠান আছে। তিনি আমদানি-রপ্তানি ব্যবসায় করেন। পণ্য কেনার জন্য ১০ কোটি টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে পাঠান। বিষয়টি দুর্নীতি দমন কমিশনের দৃষ্টিগোচর হলে তদন্ত করার সিদ্ধান্ত নেয়। তদন্তে প্রতিষ্ঠানটি দোষী বাব্যস্ত হলে শাস্তির সুপারিশ করা হয়।           [সি.বো. ১৭]
গ) উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন আইন লঙ্ঘন করেছে? ব্যাখ্যা কর।
ঘ) বর্তমান প্রচলিত আইনে প্রতিষ্ঠানটি কি শাস্তির আওতায় পড়বে? বিশ্লেষণ কর। 

১৩. সৃজনী লি. নবগঠিত আদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিদেশে তৈরি পোশাক রপ্তানি করতে চায়। তাই মূলধনের প্রয়োজনে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এস.ই.সি এর অনুমতি নিয়ে বন্ড ও শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করে ব্যবসায় শুরু করে। অল্পদিনের মধ্যে প্রতিষ্ঠানটি সফল হয় এবং বিদেশে পণ্য রপ্তানি করে। তবে রপ্তানিকৃত আয়ের কিছু অংশ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এবং অবশিষ্ট অংশ হুন্ডির মাধ্যমে সংগ্রহ করে। কিছুদিন অকিবাহিত না হতেই আইন প্রয়োগকারী সংস্থা প্রতিষ্ঠানটিতে দোষী সাব্যস্ত করে।           [সি.বো. ১৬]
গ) উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে সৃজনী লি. কোন আর্থিক বাজারে বন্ড ও শেয়ার বিক্রি করেছিল? ব্যাখ্যা কর। 
ঘ) উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি আইনের দৃষ্টিতে দোষী সাবস্ত্য হওয়ার কারণটি বিশ্লেষণ কর। 

১৪. বাংলাদেশের শেয়ার বাজার অর্থনীতিতে ভূমিকা পালন করছে। দেশে দুটি শেয়ার বাজার রয়েছে। এখানে প্রতিদিনের লেনদেনের পরিমাণও বেশি। দুটি শেয়ার বাজারকে একটি সরকারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রিণ করে। দেশের ব্যবসা বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়াতে প্রতিষ্ঠানটি কাজ করছে।            [য.বো. ১৭]
গ) উদ্দীপকে কোন দুটি শেয়ার বাজারের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে যে সরকারি প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে তার ভূমিকা বর্ণনা কর। 

১৫. ময়না কোম্পানি লি. একটি বৃহৎ প্রতিষ্ঠান। কোম্পানিটি স্বল্পমেয়াদি অর্থায়নের প্রয়োজন হওয়ার ৯০ দিন মেয়াদি বাণিজ্যিক পত্র বিক্রি করে। কোম্পানিটি লিখিত মূল্যের চেয়ে কমমূল্যে বাণিজ্যিক পত্র বিক্রি করে।            [য.বো. ১৭]
গ) ময়না কোম্পানি কোন বাজারে বাণিজ্যিকপত্র বিক্রি করেছে? ব্যাখ্যা কর। 
ঘ) উদ্দীপকে ময়না কোম্পানি লি. এর বাজারে কমমূল্যে বাণিজ্যিকপত্র বিক্রি করার কারণ কী? বিশ্লেষণ কর। 

১৬. ডিংডং কোম্পানি একটি খেলনা প্রস্তুতকারী প্রতিষ্ঠান। কোমআপানিটি সম্প্রসারণের জন্য অতির্কিত মূলধনের প্রয়োজন হওয়ায় কোম্পানির ব্যবস্থাপক শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নেন। অপরপক্ষে, মার্সেল গ্রæপ একটি ভোগ্যপণ উৎপাদনকারী প্রতিষ্ঠান। মার্সেল গ্রæপ এর ব্যবস্থাপক শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিলে আইনগত জটিলতায় পড়ে এবং জানতে পারে যে, মার্সেল গ্রæপ এর শেয়ার বিক্রির কোন ক্ষমতা নেই।         [য.বো. ১৬]
গ) উদ্দীপকের ডিংডং কোম্পানি কোন ধরনের কোম্পানি? ব্যাখ্যা কর। 
ঘ) উদ্দীপকে মার্সেল গ্রæপ কেন শেয়ার বিক্রির ক্ষমতা রাখে না? শেয়ার বিক্রি করা ছাড়া কোম্পানিটি কীভাবে মূলধন সংগ্রহ করতে পারে তা বিশ্লেষণ কর। 

১৭. Tata Food Company সম্প্রতি বাজারে নতুন শেয়ার ছেড়েছে। মি. উজ্জ্বল আবেদন করলে লটারির মাধ্যমে ১০০টি শেয়ার পান। অন্যদিকে তৃষ্ণা লি. নতুন একটি কোমল পাণীয় বাজারে আনার পরিকল্পনা করছে, যার জন্য বড় অঙ্কের মুলধন প্রয়োজন। কোম্পানি শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহের জন্য জন্য পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা BSEC এর কাছে আবেদন করলে সংস্থাটি তা নাকচ করে দেয়। তাছাড়া কোম্পানির যথেষ্ট পরিমাণ নগদ অর্থ নেই, যার মাধ্যমে এটি নতুন প্রকল্প শুরু করতে পারে।            [ব.বো. ১৭]
গ) মি. উজ্জ্বলের বিনিয়োগটি কোন বাজার সম্পর্কিত? বর্ণনা কর।
ঘ) তৃষ্ণা লি. বিকল্প বাজার থেকে মূলধন সংগ্রহ করতে পারবে? যুক্তি দাও। 

১৮. জনাব কামাল পাথর সরবরাহকারী। সম্প্রতি তিনি স্বপ্নের পদ্মা সেতুতে পাথর সরবরাহের কাজ পেয়েছেন। তিনি তার বন্ধুর পরামর্শে IPO তে আবেদন করে বেশকিছু শেয়ার বরাদ্দ পান। তিন্তু জনাব কামালের শেয়ারবাজার সম্পর্কে যথেষ্ট জ্ঞান নেই। 
গ) জনাব কামাল শেয়ার বাজারে কেন বিনিয়োগ করলেন? ব্যাখ্যা কর।
ঘ) জনাব কামাল শেয়ার বাজারে বিনিয়োগ যথার্থ কি না- তোমার মতামত দাও। 

১৯. বেক্সিমকো লি. এর স্বল্পমেয়াদি অর্থায়নের প্রয়োজন হওয়ার লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে ৯০ দিন মেয়াদি বাণিজ্যিকপত্র ইস্যু করেছে। অপরদিকে বেক্সিমকো লি. এর নতুন ইস্যুকৃত শেয়ারের জন্য জনাব রবিন IPO তে আবেদন করেছেন। এছাড়া জনাব রবিন বিভিন্ন কোম্পানির শেয়ার কিনে পরবর্তীতে তা অতিরিক্ত দামে বিক্রি করেন। 
গ) উদ্দীপকে বেক্সিমকো লি. প্রথম পর্যায়ে কোন বাজারে সিকিউরিটিজ ইস্যু করেছে? ব্যাখ্যা কর। 
ঘ) ঝুঁকিমুক্ত বিনিয়োগের জন্য জনাব রবিনর ক্ষেত্রে কোন পদ্ধতিটি প্রযোজ্য? ব্যাখ্যা কর। 

২০. মি. ইউনুস এবং তার ১০ বন্ধু মিলে আইনগত সত্ত¡া বিশিষ্ট একটি প্রতিষ্ঠান গঠন করেছে। প্রতিষ্ঠানটি কাগজ ও কাগজের তৈরি শোপিস উৎপাদন করে থাকে। খুবই অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি অনেক মুনাফা অর্জন করে। প্রতিষ্ঠানটি সরকারের অনুমোদন ছাড়াও ৪ লক্ষ টাকা আমেরিকায় প্রেরণ করে। বিষয়টি দুদকের নজরে এলে কমিশন বিষয়টি তদন্ত করে প্রতিষ্ঠানটিকে ৮ লক্ষ টাকা জরিমানা করে। 
গ) উদ্দীপকের গঠিত প্রতিষ্ঠানটি কোন ধরনের কোম্পানি সংগঠন? ব্যাখ্যা কর।
ঘ) দুদক কর্তৃক প্রতিষ্ঠানটিকে ৮ লক্ষ টাকা জরিমানা করার যৌক্তিকতা আইনের আলোকে বিশ্লেষণ কর। 

Post a Comment

Previous Post Next Post