একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
দ্বিতীয় পত্র
অধ্যায়-০৬: চেক, বিল অব এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট
জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর
প্রশ্ন ১। দাগকাটা চেক কী?
উত্তর : বাহক বা হুকুম চেকের বামকোণে দু’টো সমান্তারাল রেখা একে যে চেক প্রস্তুত করা হয় তাকে দাগকাটা চেক বলে।
প্রশ্ন ২। চেক কী?
উত্তর : চেক এমন একটি বিনিময় বিল যা চাহিবামাত্র অর্থ পরিশোধের জন্য ব্যাংকের ্ওপর প্রস্তুুত হয়।
প্রশ্ন ৩। হুকুম চেক কী?
উত্তর : যে চেক প্রাপকের নামের পরে অথবা আদেশ অনুসারে (ঙৎ ঙৎফবৎ) কথাটি লিখিত থাকে তাকে আদেশ বা হুকুম চেক বলে।
প্রশ্ন ৪। প্রত্যয়পত্র কী?
উত্তর : যে পত্রের মাধ্যমে ব্যাংক আদানিকারকের পক্ষে এবং রপ্তানিকারকের অনুক‚লে এ মর্মে প্রতিশ্রæতি দেয় যে, আমদানিকারক পণ্যমূল্য পরিশোধ না করলে ব্যাংক তা নিজে পরিশোধ করবে তাকে প্রত্যয়পত্র বলে।
প্রশ্ন ৫। আদেষ্টা কে?
উত্তর : যে ব্যক্তি চেকে স্বারক্ষর প্রদানের মাধ্যমে কোনো ব্যক্তিকে বা নিজেকে অর্থ প্রদানের শর্তহীন নির্দেশ প্রদান করে তাকে আদেষ্টা বলে।
প্রশ্ন ৬। বাহক কে?
উত্তর : যে চেকে প্রাপকের নামের স্থানের পরে ‘কে অথবা বাহককে’ শব্দগুলো লেখা থাকে, তাকে বাহক চেক বলে।
একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
দ্বিতীয় পত্র
অধ্যায়-০৬: চেক, বিল অব এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট
অনুধাবনমূলক প্রশ্ন-উত্তর
প্রশ্ন ১। চেকের আদেষ্টা কে? বুঝিয়ে লেখ।
উত্তর : চেকের আদেষ্ট হলো ব্যাংক হিসাবের গ্রাহক বা আমানতকারী, যিনি চেকে স্বাক্ষর প্রদানের মাধ্যমে কোনো ব্যক্তিকে বা নিজেকে অর্থ প্রদানের শর্তহীন আদেশ প্রদান করেন।
হস্তান্তরযোগ্য দলিল আইনের ৭ ধারার ১ম অনুচ্ছেদে বলা হয়েছে যে, চেকের প্রস্তুতকারীকে আদেষ্টা বলে। চেকের আদেস্টা আমানতকারী বা তার অনুমোদিত প্রতিনিধি হতে পারে। সাধারণত চলতি ও সঞ্চয়ী হিসাবের গ্রাহককে ব্যাংক অর্থ উত্তোলনের জন্য চেক বই সরবরাহ করে।এতে যথানিয়মে চেক প্রস্তুত করে এর গ্রাহক ব্যাংককে অর্থ প্রদানের নির্দেশ দেয়। সবকিছু ছিক থাকলে যার অর্থ ব্যাংক চাহিবামাত্র পরিশোধ করে। এ দৃষ্টিতে চেকের প্রস্তুতকারক বা গ্রাহক হলো চেকের আদেষ্টা।
প্রশ্ন ২। চেকের অনুমোদন বলতে কী বোঝায়?
উত্তর : কারো নিকট হস্তান্তরের উদ্দেশ্যে চেকের পিঠে স্বাক্ষর করাকে সাধারণত চেকের অনুমোদন বলে। অর্থাৎ হস্তান্তরযোগ্য দলিল আইন অনুযায়ী চেক এক ধরনের স্তান্তরযোগ্য ঋণের দলিল। যা বৈধ অনুমোদনের দ্বারা একজননের নিকট হতে অন্যজনের নিকট হস্তান্তর করা যায়। প্রাপক বা প্রাপকের পক্ষে তাদের আইনানুগ ক্ষমাতাপ্রাপ্ত প্রতিনিধিও স্বাক্ষর করে অনুমোদন করতে পারে।
প্রশ্ন ৩। বাহক চেক হুকুম চেক অপেক্ষা কম নিরাপদ কেন?
উত্তর : যে চেকে প্রাপকের নামের শেষে ‘অথবা বাহককে’ শব্দদ্বয় লেখা থাকে এবং চেকের বাহক ব্যাংকে চেক উপস্থাপন করে এর অর্থ সংগ্রহ করে তাকে বাহক চেক বলে।
এরুপ চেক শুধু অর্পনের দ্বারাই হস্তান্তারযোগ্য। কিন্তু হুকুম চেকের প্রাপক কাউকে চেক হস্তান্তর করলে সেখানে যথাযথ অনুমোদন থাকতে হয়। প্রাপক বা অনুমোদনবলে প্রাপকের যথার্থতা যাচাই করে ব্যাংক অর্থ প্রদান করে। বাহক চেকে সেই সুযোগ থাকে না বিধায় তা কম নিরাপদ।
প্রশ্ন ৪। লভ্যাংশ ওযারেন্ট বলতে কী বোঝায়?
উত্তর : পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ারের পূর্ণমূল্য এর গ্রহীতা কর্তৃক পরিশোধ করা হলে, প্রমাণ হিসেবে কোম্পানি শেয়ারগ্রহীতাকে যে প্রামাণ্য দলিল প্রদান করে তাকে শেয়ার ওয়ারেন্ট বলে।
এতে শেয়ারের মালিকের নামলেখা থাকে না। শুধুমাত্র শেয়ারের নামিক মূল্য ও শেয়ারের ক্রমিক নম্বরের উল্লেখ থাকে। এটি শুধুমাত্র অর্পনের দ্বারা হস্তান্তর করা যায় এবং এর বাহকেই সংশ্লিস্ট শেয়ারের মালিক হিসেবি গণ্য হয়।
গ ও ঘ (গুরুত্বপূর্ণ টপিক)
প্রশ্নের ধরণ
✯ বাহক চেক সম্পর্কে ধারণা দাও।
✯ দাগকাটা চেক সম্পর্কে ধারণা দাও।
✯ সাধারণভাবে দাগকাটা চেক সম্পর্কে ধারণা দাও।
✯ সাধারণভাবে দাগকাটা চেকের সুবিধাসমূহ আলোচনা করো।
✯ দাগকাটা চেকের সুবিধাসমূহ আলোচনা করো।
✯ বিশেষভাবে দাগকাটা চেক সম্পর্কে ধারণা দাও।
✯ দাগকাটা চেকের মাধ্যমে ঋণ আমানত সৃষ্টির প্রক্রিয়া আলোচনা করো।
✯ চেকের নিরাপত্তা বিধানে করণীয়সমূহ আলোচনা করো।
✯ চেক অমর্যাদার কারণসমূহ আলোচনা করো।
একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
দ্বিতীয় পত্র
অধ্যায়-০৬: চেক, বিল অব এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট
বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর
১। বাংলাদেশ চেকের বাধ্যতামূলক ব্যবহার শুরু হয় কত সাল হতে?
ক. ১৯৭২
খ. ১৯৮৩✓
গ. ১৯৮৭
ঘ. ১৯৯১
২। ব্যবসায় জগতে নগদ অর্থের মতো ব্যবহৃত হয় কোনটি?
ক. টাকা
খ. বিনিময় বিল
গ. চেক✓
ঘ. অঙ্গীকারপত্র
৩। বাংলাদেশ চেকের বাধ্যতামূলক ব্যবহার কত সাল থেকে শুরু হয়?
ক. ১৯৭২
খ. ১৯৮৩✓
গ. ১৯৮৭
ঘ. ১৯৯১
৪। অতীতে চেক কী নামে পরিচিত ছিল?
ক. উত্তোলন চিটা✓
খ. জমা রসিদ
গ. আমানত গ্রহণ
ঘ. দেনা চিটা
৫। নগদ অর্থ বহনের ঝুঁকি হ্রাস পায় কিসের মাধ্যমে?
ক. ব্যাংকের মাধ্যমে
খ. চেকের মাধ্যমে✓
গ. ব্যাংক হিসাবের মাধ্যমে
ঘ. পাস বইয়ের মাধ্যমে
৬। সবচেয়ে কম নিরাপদ চেক কোনটি?
ক. হুকুম চেক
খ. ভ্রমন চেক
গ. দাগকাটা চেক
ঘ. বাহক চেক✓
৭। কোন ধরনের চেক তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ?
ক.হুকুম চেক
খ. ভ্রমণ চেক
গ. বাহক চেক✓
ঘ. বিশেষ চেক
৮। দাগকাটা চেককে কতভাগে ভাগ করা যায়?
ক. ২ভাগে✓
খ. ৩ভাগে
গ. ৪ভাগে
ঘ. ৫ভাগে
৯। কোন চেক ভাঙাতে প্রাপকের ব্যাংক হিসাবে তা জমা দিতে হয়?
ক. অনুমোদনপ্রাপ্ত চেক
খ. ফাঁকা চেক
গ. হুকুম চেক
ঘ. দাগকাটা চেক✓
১০। জনাব রফিক নিজ নামে লিখা একটি বাহক চেক তার পিয়নকে দিলেন।পিয়ন চেকটি নিয়ে টাকা উত্তোলন করতে ব্যাংকে গেল। পিয়ন চেকের কোন পক্ষ?
ক. ধারক
খ. আদিষ্ট✓
গ. আদেষ্টা
ঘ. অনুমোদনকারী
১১। যে ব্যাংকের উপর চেক কাটা হয় সে ব্যাংককে কী বলে?
ক. ধারক
খ. আদিষ্ট✓
গ. আদেষ্টা
ঘ. অদেষ্টা
১২। প্রয়োজনানুযায়ী কোন ধরনের চেককে দাগকাটা চেকে রুপান্তর করা যায়?
ক. হুকুম✓
খ. দাগকাটা
গ. বিশেষ
ঘ. বাসি
১৩। MICR এর পূর্ণরূপ কী?
ক. Magnetic Ink Cheque Resolution
খ. Magnetic Ink Cheque Recognition✓
গ. Magnetic Ink Cheque Registration
ঘ. Magnetic Ink Charecter Resolution
১৪। জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে ব্যাংকের রক্ষাকবচ কোনটি?
ক. আদেষ্টার নমুনা স্বাক্ষর✓
খ. অনুমোদনপ্রাপ্ত চেক
গ. চেকে দাগকাটা
ঘ. কোনোটাই না
১৫। শর্তসাপেক্ষে অনুমোদনের ক্ষেত্রে চেকের অর্থ সংগ্রহ করা যায় কখন?
ক. চেক প্রস্তুতের পর
খ. চেকে উল্লেখিত তারিখে✓
গ. চেকে উল্লিখিত তারিখে
ঘ. অনুমোদনকারীর উল্লিখিত তারিখে
১৬। কোন ধরনের চেকে প্রাপকের নাম না থাকার কারণে চেক প্রত্যাখ্যাত হয়?
ক. দাগকাটা চেকে
খ. ফাঁকা চেকে
গ. বাহক চেকে✓
ঘ. হুকুম চেকে
১৭। মি. রহিম বিপুলকে একটি চেক প্রদান করে।পরবর্তীতে বিপুল চেকটি ব্যাংকে জমাদান করে।এক্ষেত্রে অনুমোদনকারী কে?
ক. মি.রহিম✓
খ. বিপুল
গ. ব্যাংক
ঘ. ব্যাংক ক্যাশিয়ার
১৮। আধুনিক ব্যবসায় জগতে ধারে পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি?
ক. বিনিময় বিল✓
খ. ট্রেজারি বিল
গ. প্রমিসরি নোট
ঘ. ব্যাংক নোট
১৯। চেকের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো-
i. দাগকাটার সুযোগ
ii. দাগের ভিতরে কিচু লিখা বা না লিখা
iii. তারিখের উল্লেক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii✓ (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২০। চেকের গুরুত্বপূর্ণ অংশ হলো-
i. নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ
ii. নির্দিষ্ট তারিখের উল্লেখ
iii. আমানতকারীর স্বাক্ষর
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii*
২১। দাগকাটা চেকে লেখা থাকতে পারে-
i. প্রাপকের হিসাবে প্রদেয়
ii. ব্যাংকের নাম ও ব্যক্তির নাম
iii. এন্ড কোং বা হস্তান্তরযোগ্য নয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii✓ (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২২। হুকুম চেকের টাকা উত্তোলন করতে পারে-
i. বাহক
ii. অনুমোদন বলে প্রাপক
iii. প্রাপক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii✓ (ঘ) i, ii ও iii
২৩। বাহক চেকের ব্যবহার বেশি। এর কারণ-
i. এর নিরাপত্তা বেশি
ii. এতে প্রয়োজনীয় দাগকাটা যায়
iii. ভাঙাতে অনুমোদনের প্রয়োজন হয় না
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii✓ (ঘ) i, ii ও iii
►নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও।
মিস রিয়া ঢাকায় একটি বুটিক হাউজের ব্যবসা করেন।তিনি চেকের মাধ্যমে সব ধরনের লেনদেন সম্পাদন করেন।কিন্তু একদিন তিনি টাকা উত্তোলনের জন্য বইটি খুজতে গিয়ে দেখলেন তার লিখিত একটি চেক নেই।চেকটি যথাযথভাবে প্রস্তুত করা হয়েছিল এবং তার হিসাবে পর্যাপ্ত টাকাও ছিল।এ চিন্তা করে তিনি উদ্বিগ্ন হলেন।
২৪। উক্ত পরিস্থিতিতে মিস রিয়া প্রথমে কোন কাজটি করবেন?
ক. এলাকার নিকটস্থ থানায় জানাবেন
খ. তার সাথে লেনদেনকারী সকল কে জানাবেন
গ. তার পরিবারকে জানাবেন
ঘ. তার ব্যাংকে জানাবেন✓
২৫। মিস রিয়া কেন উদ্বিগ্ন হলেন?
ক. চেকটি যথাযথভাবে পূরণ করা ছিল বলে
খ. তার হিসাবে পর্যাপ্ত অর্থ ছিল বলে
গ. চেকের মাধ্যমে সব লেনদেন সম্পন্ন করতে বলে
ঘ. যে কেউ চেকের টাকা উঠাতে পারবে বলে✓