ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র অধ্যায়-৫ সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
দ্বিতীয় পত্র

অধ্যায়-০৫: হস্তান্তরযোগ্য ঋণের দলিল
জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর

প্রশ্ন ১। হস্তান্তরযোগ্য দলিল কী?
উত্তর : ঋণের যে দলিল অবাধে হস্তান্তরযোগ্য তাকে হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলে।

প্রশ্ন ২। ব্যাংক ড্রাফট কী?
উত্তর : চাহিবামাত্র প্রাপককে অর্থ পরিশোধের জন্য ব্যাংকের এক শাখা কর্তৃক অন্য শাখা বা প্রতিনিধি ব্যাংককে যে লিখিত নির্দেশ দেওয়া হয়, তাকে ব্যাংক ড্রাফট বলে।

প্রশ্ন ৩। বাহক চেক কী?
উত্তর : যে চেক প্রাপকের নামের স্থানের পরে ‘কে অথবা বাহককে’ শব্দগুলো লেখা থাকে তাকে বাহক চেক বলে।

প্রশ্ন ৪। পে-অর্ডার কী?
উত্তর : যে দলিল ইস্যুর মাধ্যমে ব্যাংক দলিলে প্রাপককে চাহিবামাত্র অর্থ পরিশোধের নিশ্চয়নতা প্রদান করে তাকে পে অর্ডার বলে।


একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
দ্বিতীয় পত্র

অধ্যায়-০৫: হস্তান্তরযোগ্য ঋণের দলিল
অনুধবানমূলক প্রশ্ন-উত্তর

প্রশ্ন ১। হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলতে কী বোঝায়?
উত্তর : যথানিয়মে এক হাত থেকে অন্য হাতে হস্তান্তরের মাধ্যমে যে দলিলের হস্তান্তরগ্রহীতা এর বৈধ মালিকানা বা স্বত্ব লাভ করে তাকে হস্তান্তরযোগ্য ঋণের দলিল  বলে।বাংলাদেশে প্রযোজ্য ১৯৮১ সালে হস্তান্তরযোগ্য ঋণের দলিল আইনে বলা হয়েছে- “নির্দিষ্ট কোনো ব্যক্তি অথবা বাহককে দেয় অংগীকারপত্র, বিনিময় বিল এবং চেককে হস্তান্তরযোগ্য দলিল বলা হয়। অংগীকারপত্র, বিনিময় বিল এবং চেক ছাড়াও দেশি হুন্ডি, চালানি রসিদ, লভ্যাংশ পরোয়নান, ব্যাংকের আজ্ঞাপত্র, বাহকের দস্তগত ইত্যাদি মুদ্রাবাজারের নীতি অনুযায়ী হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলে গণ্য।

প্রশ্ন ২। বিনিময় বিল বলতে  কী বোঝায়?
উত্তর : আদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত যে দলিলে উক্ত ব্যক্তি অপর কোনিা ব্যাক্তিকে বা তার আদেশে কোনো ব্যক্তিকে বা দলিলের বাহককে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় পর বা চাহিবামাত্র প্রদানের জন্য অন্যকোন ব্যক্তিকে যে শর্তহীন নির্দেশ দেয় তাকে বিনিময় বিল বলে।

প্রশ্ন ৩। ব্যাংক ড্রাফট বলতে কী বোঝায়?
উত্তর : কোন ব্যাংক শাখা তার অন্য কোন শাখা ব্যাংকে বা তার প্রতিনিধি ব্যাংকে যখন কোন নির্দিষ্ট ব্যক্তি বা তার আদেশানুসাওে কোন ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ চাহিবামাত্র প্রদান করার লিখিত নির্দেশ দেয় তাকে ব্যাংকের আজ্ঞাপত্র বলে।

একস্থান থেকে অন্য স্থানে নিরাপদে কম খরচে যে কোন অঙ্কের অর্থ স্থানান্তরের জন্য ব্যাংকের আজ্ঞাপত্র বা ব্যাংক ড্রাফট ব্যবহৃত হয় এটি ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ ঋণের দলিল। এর সাহায্যে স্বল্প খরচে ও অল্প সময়ে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণ করা যায়।

প্রশ্ন ৪। বড় অঙ্কের লেনদেনের জন্য কোন মাধ্যমটি উত্তম?
উত্তর : বড় অঙ্কের লেনদেনের জন্য পে-অর্ডার উত্তম।

যে দলিল মাধ্যমে ব্যাংক এর প্রাপককে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের নিশ্চয়নতা প্রদান করে তাকে পে অর্ডার বলে। চেক প্রদত্ত হলে তাতে প্রাপকের অর্থ না পাওয়ার নানান কারণ থাকতে পারে। কিন্তু ব্যাংক পে-অর্ডার ইস্যু করলে এরুপ সম্ভাবনা থাকে না। তাই বড় অঙ্কেও লেনদেনের জন্য পে-অর্ডার উত্তম।

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র অধ্যায়-৫ সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড

গ ও ঘ (গুরুত্বপূর্ণ টপিক)
প্রশ্নের ধরণ
✯ চেক সম্পর্কে ধারণা দাও। 
✯ হস্তান্তরযোগ্য দলিলসমূহের পক্ষসমূহ সম্পর্কে বর্ণনা করো। 
✯ সরকারি নোট সম্পর্কে ধারণা দাও। 
✯ ব্যাংক নোট সম্পর্কে ধারণা দাও। 
✯ সরকারি নোট ও ব্যাংক নোটের মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করো। 


একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
দ্বিতীয় পত্র

অধ্যায়-০৫: হস্তান্তরযোগ্য ঋণের দলিল
বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর
 
১। হস্তান্তরযোগ্য দলিল কী?
ক. প্রামান্য দলিল✓  
খ. শর্তযুক্ত দলিল
গ. আদালতের নির্দেশনামা
ঘ. অপরিশোধ্য মাধ্যম

২। হস্তারন্তরযোগ্য দলিল কার প্রতি লিখিত আদেশ?
ক. প্রাপক কর্তৃক পাওনাদারের
খ. প্রাপক কর্তৃক দেনাদরের✓
গ. প্রাপক কর্তৃক ব্যাংকারের
ঘ. প্রাপক কর্তৃক গ্রাহকের

৩। নিচের কোনটির হস্তান্তর অযোগ্য দলিল?
ক. অঙ্গীকারপত্র   
খ. বিনিময় বিল
গ. শেয়ার সার্টিফিকেট✓   
ঘ. ঋণপত্র

৪। বৈদেশিক বাণিজ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হয় কোনটি?
ক. পে-অর্ডার
খ. ব্যাংকের সনদ
গ. বিনিময় বিল✓   
ঘ. চেক

৫। অঙ্গীকারপত্রের অর্থ সংগ্রহের জন্য যুক্তিসঙ্গত সময়ের মধ্যে কার নিকট উপস্থাপন করতে হয়?
ক. প্রতিশ্রæতি দাতা✓   
খ. প্রতিশ্রæতি গ্রহীতা
গ. ব্যাংক   
ঘ. প্রাপক

৬। হস্তান্তরযোগ্য দলিল হিসেবে কোনটি বেশি প্রচলিত?
ক. অঙ্গীকারপত্র   
খ. ডিমান্ড ড্রাফট
গ. ব্যাংক ড্রাফট     
ঘ. চেক✓

৭। মিসেস মালিহা বিদেশে স্বপরিবারে ভ্রমণের লক্ষ্যে মেঘনা ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ দেশীয় মুদ্রা জমা দেয় এবং পরবর্তীতে ব্যাংক তাকে একটি নোট ইস্যু করে। মেঘনা ব্যাংক মিসেস মালিহার জন্য কী ইস্যু করে?
ক. প্রত্যয়পত্র   
খ. ভ্রমণকারির চেক
গ. ভ্রাম্যমান নোট   
ঘ. ভ্রমণকারীর প্রত্যয়পত্র✓

৮। বিনিময় বিলের মাধ্যমে কী হয়?
ক. স্বল্পমেয়াদী অর্থসংস্থান হয়✓
খ. দীর্ঘমেয়াদি অর্থসংস্থান হয়
গ. মধ্যমেয়াদি অর্থসংস্থান হয়
ঘ. সরকারি অর্থসংস্থান হয়

৯। ব্যাংকের আজ্ঞাপত্র প্রস্তুত করে কে?
ক. পাওনাদার 
খ. দেনাদার
গ. ব্যাংক✓    
ঘ. কেন্দ্রীয়

১০। ব্যাংক ড্রাফট ব্যবহার করা হয় কেন?
ক. অর্থের নিরাপত্তা প্রদানের জন্য
খ. প্রাপকের অর্থ প্রাপ্তি নিশ্চিত করার জন্য
গ. পাওনাদারকে অর্থ প্রদানের জন্য
ঘ. অর্থের নিরাপদ স্থানান্তরের জন্য✓

১১। অঙ্গীকারপত্রে কার স্বাক্ষর অবশ্যই থাকতে হয়?
ক. অঙ্গীকারগ্রহীতা   
খ. অঙ্গীকারদাতা
গ. স্বীকৃতিকারী   
ঘ. আদেষ্টা✓

১২। বিনিময় বিলে আইনগত স্বীকৃতির জন্য কী সংযোজন করা বাধ্যতামূলক?
ক. টাকার অঙ্ক
খ. পরিশোধের সময়
গ. বিল প্রস্তুতের তারিখ
ঘ. স্ট্যাম্প✓

১৩। কোনটি বাণিজ্যিক ঋণের দলিল?
ক. ভ্রাম্যমান নোট   
খ. ভ্রাম্যমান চেক
গ. ভ্রমণকারীর প্রত্যয়পত্র   
ঘ. প্রত্যয়পত্র✓

১৪। ব্যাংক কর্তৃক ইস্যুকৃত অবাণিজ্যিক ঋণের দলিল কোনটি?
ক. ভ্রমনকারীর চেক  ✓  
খ. ব্যাংক ড্রাপট
গ. পে-অর্ডার
ঘ. প্রত্যয়পত্র

১৫। যে পত্রের মাধ্যমে কোনো ব্যাক্তি অপর কোনো ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের অঙ্গীকার করে তাকে কী বলে?
ক. ব্যাংকের আজ্ঞাপত্র   
খ. প্রতিজ্ঞাপত্র✓
গ. পে-অর্ডার 
ঘ. প্রত্যয়পত্র

১৬। কোন দলিলে ব্যাংক সাধারণত দাগ কাটে?
ক. হুন্ডি   
খ. প্রত্যয়পত্র
গ. ব্যাংক ড্রাফট   
ঘ. পে-অর্ডার✓

১৭। বিহিত মুদ্রা হ্রাস পেলে কী হয়?
ক. মুদ্রাস্ফীতি হয়
খ. মুদ্রাসংকোচন হয়✓
গ. জিনিসপত্রের দাম বাড়ে
ঘ. বেকার সমস্যার লাঘব হয়

১৮। দুই টাকার নোট কে ইস্যু করেন?
ক. গভর্নর    
খ. অর্থমুন্ত্রী
গ. অর্থ সচিব✓   
ঘ. অর্থ মহাপরিচালক

১৯। কোনটি প্রত্যাখ্যাত হওয়ার কোনো ঝুকি নেই?
ক. চেক   
খ. ব্যাংক ড্রাফট
গ. পে-অর্ডার✓    
ঘ. ক্যাশ কার্ড

২০। হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্য হলো-
i. লিখিত দলিল
ii. হস্তান্তর যোগ্যতা
iii. মালিকানাস্বত্ব হস্তান্তর

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii   (খ) i ও iii   (গ) ii ও iii  (ঘ) i, ii ও iii✓

২১। মি. সাব্বির বৈদেশিক বাণিজ্যের সাথে সম্পর্কিত, হস্তান্তরযোগ্য দলিলের মাধ্যমে তিনি লেনদেন সম্পন্ন করেন।এক্ষেত্রে মূল্য প্রাপ্তির নিশ্চয়তার প্রতীক হলো-
i. প্রত্যয়পত্র
ii. হুন্ডি
iii. বিনিময় বিল

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii   (খ) i ও iii✓  (গ) ii ও iii  (ঘ) i, ii ও iii

২২। বিনিময় বিল ব্যাপকভাবে ব্যবহৃত হয়-
i. বৈদেশিক বাণিজ্যে লেনদেন নিষ্পত্তিতে
ii. মূল্য পরিশোধে
iii. ব্যবসা-বাণিজ্যে

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii   (খ) i ও iii  (গ) ii ও iii  (ঘ) i, ii ও iii✓

২৩। হস্তান্তরযোগ্য দলিলের ক্ষেত্রে প্রযোজ্য হলো-
i. নির্দিষ্ট শাখায় উপস্থাপন
ii. হস্তান্তরযোগ্যতা
iii. বিহিত মুদ্রায় প্রদেয়

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii   (খ) i ও iii  (গ) ii ও iii✓ (ঘ) i, ii ও iii

►নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও।
সমীর বেতন পেয়ে তার স্ত্রীর নিকট দশ হাজার টাকা দিলেন। এ টাকাগুলোর মধ্যে ১ টাকার নোট ছির ৫০টি, ২টাকার নোট ছিল ৪০টি, ৫০ টাকার নোট ছিল ৫০টি এবং ১০০ টাকার নোট ছিল ২০টি।সমীর তার স্ত্রীকে এ টাকা থেকে সরকারী নোট আলাদা করতে বলেন।

২৪। সমীরের টাকার মধ্যে সরকারী নোট ছিল কোনটি?
ক. ২টাকা✓    
খ. ৫০ টাকা
গ. ১০০ টাকা    
ঘ. ১০০০ টাকা

২৫। সমীরের স্ত্রী সরকারী নোট ও ব্যাংক নোট আলাদা করতে পারবে-
i. অর্থ সচিবের স্বাক্ষর দেখে
ii. গভর্নরের স্বাক্ষর দেখে
iii. মুদ্রার মান বিবেচনা করে

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii✓   (খ) i ও iii  (গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

Post a Comment

Previous Post Next Post