ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র অধ্যায়-১৪ সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
দ্বিতীয় পত্র

অধ্যায়-১৪: বিবিধ বিমা
জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর

প্রশ্ন ১। দায় বিমা কী?
উত্তর : কোনো ব্যক্তি বা সম্পত্তিহানিতে অন্যকোনো ব্যক্তি দায়ের সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে দায়ী ব্যক্তি তার দায় বিমা কোম্পানির ওপর বর্তানোর উদ্দেশ্যে যে বিমাপত্র সংগ্রহ করে, তাকে দায় বিমা বলে।

প্রশ্ন ২। শস্য বিমা কী?
উত্তর : কৃুষকাজ প্রাকৃতিক ও অপ্রাকৃতিক নানান বিপদের হাত থেকে কৃষকদের আর্থিকভাবে সুরক্ষার জন্য যে বিমার প্রচলন ঘটেছে তাকেই শস্য বিমা বলে।

প্রশ্ন ৩। দুর্ঘটনা বিমা কী?
উত্তর : অপ্রত্যাশিত এবং আকস্মিক বিপদ বা ঝুঁকির মোকাবিলায় গৃহীত প্রতিরক্ষা ব্যবস্থাই হলো দুর্ঘটনা বিমা।

প্রশ্ন ৪। বিমাযোগ্য স্বার্থ কী?
উত্তর : বিমাযোগ্য স্বার্থ বলতে আর্থিক স্বার্থ থাকাকে বোঝায়। বিমাচুক্তিতে বিমাযোগ্য স্বার্থ ব্যতীত বিমাচুক্তি করা যায় না। আর এরুপ স্বার্থরক্ষা করাই বিমাচুক্তির উদ্দেশ্য।

প্রশ্ন ৫। যানবাহন বিমা কী?
উত্তর : যে বিমাচুক্তি দ্বারা মোটরযানের সংঘটিত ক্ষতি বা অপচয়  এবং আইগতভাবে অন্য লোকের সম্পদের ক্ষতিজনিত দায় মোকাবিলা করা হয়, তাকে মোটরযান বিমা বলে।

প্রশ্ন ৬। বিমাচুক্তি বলতে কী বোঝ?
উত্তর : মানুষের জীবন ও সম্পত্তির ঝুঁকির বিপক্ষে আর্থিক প্রতিরক্ষাসংবলিত চুক্তিই  হলো বিমাচুক্তি।


একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
দ্বিতীয় পত্র

অধ্যায়-১৪: বিবিধ বিমা
অনুধাবনমূলক প্রশ্ন-উত্তর

প্রশ্ন ১। গাবদিপশু বিমা কেন করা হয়?
উত্তর : গবাদি পশুর মৃত্যুজনিত ক্ষতিতে বিমাগ্রহীতার আর্থিক ক্ষতিপূরণের জন্য গাবাদিপশু বিমা করা হয়।

গবাদিপশু বলতে গরু, মহিষ, ছাগল, ভেড়া, ঘোড়া প্রভুতিগৃহপালিত পশুকে বোঝায়। এসব গৃহপালিত পশু বিভিন্ন রোগ , বন্যা, ঘুর্ণিঝড়, টর্নেডো, চুরি, শত্রæতা, দুর্ঘটনা প্রভুতিতে আক্রান্ত হয়ে মারা গেলে মালিকপক্ষ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন।অর্থাৎ এসব প্রাকৃুতিক ও অপ্রাকৃতিক বিপদ দ্বারা সৃষ্ট ঝুকিকে আর্থিকভাবে মোকাবিলার জন্য গবাদি পশু বিমা করা হয়। এরুপ বিমা করা থাকলে পশু ক্ষতিগ্রস্ত হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করে।

প্রশ্ন ২। বন্যা খরায় ফসলহানির জন্য কী ধরনের বিমা করা হয়? ব্যাখ্যা কর।
উত্তর : বন্যা খরায় ফসল হানির জন্য শস্য বিমা করা হয়।

প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিভিন্ন বিপদে শস্যহানি হলে তার ক্ষতির হাত থেকে কৃষকদেরকে আর্থিকভাবে সুরক্ষার জন্য যে বিমার উদ্ভব ঘটেছে তাকে শস্য বিমা বলে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ : যেমন- খারাপ আবহাওয়া, বন্যা, খরা, শিলাবৃষ্টি, বিভিন্ন রোগ ও পোকা-মাকড়ের উপদ্রব এবং সেই সাথে মানবসৃষ্ট বিপড় বা অনিশ্চয়ত্ইা হলো শস্য বিমার মূল প্রতিপাদ্য বিষয়।

প্রশ্ন ৩। ‘নৈতিক ঝুঁকি’ কীভাবে বিমা পলিসিতে প্রভাব ফেলে?
উত্তর : বিমাগ্রহীতর সততা ব অসততার ওপর ভিত্তি করে ‘নৈতিক ঝুঁকি’ বিমা পলিসিতে প্রভাব ফেলে।

বিমাগ্রহীতার চরিত্র বা পার্শ্ববর্তী লোকজনের কার্যকলাপ থেকে সৃষ্ট ঝুঁকিকেই নৈতিক ঝুঁকি বলে। নৈতিক ঝুঁকি সেই ধরনের সম্ভাব্য বিপদ নির্দেশ করে যা বিমাগ্রহীতার চরিত্রে, সতাতা এবং মনোভাবের সাথে সম্পৃক্ত। নৈতিক ঝুকি অদৃশ্যমান এবং তা মানুষের ওপর নির্ভরশীল । কিন্তু নৈতিক ঝুকি যেহেতু মানুষের অসাধুতার ওপর নির্ভরশীল , তাই বিমাকারীর পক্ষে তা অনুমান করা সহজ নয়্। তাই বলা যায়, ‘নৈতিক ঝুঁকি’ বিমা পলিসিতে প্রভাব ফেলে।

প্রশ্ন ৪। নিয়ন্ত্রণ অযোগ্য ঝুঁকি বলতে কী বোঝায়?
উত্তর : যে ঝুকি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণঅযোগ্য কোনো কারণে উদ্ভ‚ত হয় এবং এর ফলাফল সবাইকে সাধারণভাবে ক্ষতিগ্রস্ত কওে, তাকে মৌলিক ঝুকি বা নিয়ন্ত্রণে অযোগ্য ঝুঁকি বলে।

নিয়ন্ত্রণ অযোগ্য ঝুকি প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উভয়বিধ কারণেই সৃষ্টি হতে পারে। ভুমকিম্প, বন্যা, অগ্নুৎপাত, দুর্ভিক্ষ, মহামারী ইত্যাদি প্রকৃতিক দুর্য়োগ এবং রাজনৈতিক অস্থিতিশীলতা, যুদ্ধ, মন্দাবস্থা ইত্যাদি অপ্রাকৃতিক কারণে  এ ধরণের ঝুঁকি উদ্ভুত হয়। এ ধরণের ক্ষতি সাধারণভাবে বিমাযোগ্য নয়। 
 
গ ও ঘ (গুরুত্বপূর্ণ টপিক)
প্রশ্নের ধরণ
✯ সার্বিক যানবাহন বিমাপত্রের সুবিধা আলোচনা করো। 
✯ সার্বিক ঝুঁকির মোটর বিমাপত্র সম্পর্কে ধারণা দাও। 
✯ আইন বিমাপত্র সম্পর্কে ধারণা দাও। 
✯ দুর্ঘটনা বিমা সম্পর্কে ধারণা দাও। 
✯ ব্যক্তিগত দুর্ঘটনা বিমাপত্র সম্পর্কে ধারণা দাও।
✯ নিয়োগকারীর দায় বিমা সম্পর্কে ধারণা দাও। 
✯ মোটরগাড়ি বিমাপত্র ও ব্যক্তিগত দুর্ঘটনা বিমাপত্রের মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করো।  
✯ গবাদি পশু বিমা সম্পর্কে ধারণা দাও। 
✯ কৃষিখাতের উন্নয়নে গবাদি পশু বিমাপত্রটির ভূমিকা আলোচনা করো। 
✯ শস্য বিমা সম্পর্কে ধারণা দাও। 
✯ কৃষিখাতের উন্নয়নে শস্য বিমার ভূমিকা আলোচনা করো। 

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র অধ্যায়-১ সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
দ্বিতীয় পত্র

অধ্যায়-১৪: বিবিধ বিমা
বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর

১। কোন ধরনের মোটরগাড়ির বিমার প্রিমিয়াম সর্বাধিক ?
ক. সার্বিক✓   
খ. দায়
গ. তৃতীয়পক্ষ   
ঘ. আইন

২। মোটরসাইকেল বিমা কোন ধরনের বিমার অনুরুপ ?
ক. বিমান   
খ. জনদায়
গ. চৌর্য   
ঘ. মোটরগাড়ি✓

৩। একটি বিমাপত্রের অধীনে অনেকগুলো মোটর ঝুঁকি অন্তর্ভূক্ত করে কোন ধরনের বিমাপত্র গ্রহণ করা হয় ?
ক. তৃতীয় পক্ষ   
খ. সার্বিক মোটর✓
গ. আইন   
ঘ. জনদায়িত্ব

৪। দুর্ঘটনা বিমার আওতা বেড়েছে কেন ?
ক. শিল্পের ও যন্ত্রের ব্যাপক উন্নতির ফলে✓
খ. মানুষের কর্মক্ষমতা বৃদ্ধির ফলে
গ. মানুষের জীবনযাত্রার মানের উন্নতির কারণে
ঘ. সম্পত্তির আয়ুষ্কাল কমে যাওয়ার কারণে

৫। ব্যক্তিগত দুঘর্টনা বিমার শ্রেণিবিভাগের মধ্যে পড়ে কোনটি ?
ক. চৌর্য বিমা   
খ. পেশাগত ক্ষতিপূরন বিমা
গ. চিকিৎসা খরচ বিমা✓   
ঘ. পণ্য দায় বিমা

৬। দুর্ঘটনা বিমার ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয় কিসের ওপর ভিত্তি করে ?
ক. তখনকার বাজামূল্যের 
খ. ক্রয়মূল্যের
গ. সম্পত্তির বিক্রয়মূল্যের
ঘ. বিমাপত্রের উল্লিখিত মূল্যের

৭। কোন বিমা সম্পত্তি বিমার অন্তর্ভূক্ত ?
ক. ডাকাতি✓   
খ. ব্যক্তিগত দুর্ঘটনা
গ. কর্মচারী   
ঘ. স্বাস্থ্য

৮। শস্য বিমা কী ধরনের ঝুঁকি বহন করে ?
ক. প্রাকৃতিক   
খ. সামাজিক
গ. নৈতিক   
ঘ. সব ধরনের

৯। শস্য বিমা প্রথম চালু হয় কোন দেশে ?
ক. যুক্তরাজ্যে   
খ. জার্মানিতে✓
গ. যুক্তরাষ্ট্রে    
ঘ. বাংলাদেশে

১০। বাংলাদেশে মৌসুমি বায়ুর জুয়া খেলা বলা হয় কোনটিকে ?
ক. কৃষিকে✓   
খ. বাণিজ্যকে
গ. ব্যবসায়কে   
ঘ. শিল্পকে

১১। সর্বপ্রথম কখন স্বাস্থ্য বিমা চালু হয় ?
ক. ১৮৬৬ সালে✓   
খ. ১৮৮৩ সালে
গ. ১৮৯০ সালে   
ঘ. ১৯১২ সালে

১২। গবাদিপশুর বিমায় বিমা চুক্তির মেয়াদ সাধারণত কত বছরের জন্য হয় ?
ক. ১ বছর✓   
খ. ৩ বছর
গ. ৫ বছর   
ঘ. ১০ বছর

১৩। শস্য বিমা কৃষকদের-
i. মিতব্যয়ী করে তোলে
ii. আত্ননির্ভরশীল করে তোলে
iii. সহজে ঋণ প্রাপ্তিতে সহায়তা করে

নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii  (খ) i ও iii  (গ) ii ও iii✓ (ঘ) i, ii ও iii

১৪। শস্য বিমায় সামাজিক ঝুঁকির আওতাভূক্ত হলো-
i. চুরি,ডাকাতি,আত্নসাৎ
ii. পণ্য উৎপাদন ও সংরক্ষণকালে অগ্নিসংযোগ
iii. অবহেলা

নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii✓   (খ) i ও iii  (গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

১৫। শস্য বিমার অর্থনৈতিক ঝুঁকি হিসাবে গণ্য-
i. কাম্য উৎপাদন না হওয়া
ii. যুদ্ধ বিগ্রহ
iii. শস্যের ন্যায্য মূল্য না পাওয়া

নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii   (খ) i ও iii✓  (গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

►নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও।
মি. সাব্বির একজন প্রভাষক।তিনি দুর্ঘটনাজনিত আর্থিক মোকাবিলায় একটি বিমা কোম্পানির সাথে দশ লাখ টাকার একটি চুক্তি সম্পাদন করেছেন।

১৬। মি. সাব্বির কোন ধরনের বিমাপত্র করেছেন ?
ক. সম্পত্তির দুর্ঘটনা বিমা
খ. ব্যাক্তিগত দুর্ঘটনা বিমা✓
গ. স্বাস্থ বিমা
ঘ. সামাজিক বিমা

১৭। দুর্ঘটনা কবলিত হলে মি. করিম কতটুকু বিমা দাবি পাবেন?
ক. বিমাকৃত মূল্যের সমান
খ. যতটুকো আর্থিক ক্ষতি হয়েছে
গ. চুক্তিবদ্ধ মূল্যের সমান✓
ঘ. বাজারমূল্যের সমান

1 Comments

Previous Post Next Post