ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র অধ্যায়-১ সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
প্রথম পত্র

অধ্যায়-০১: অর্থায়নের সূচনা
বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর

১. অর্থসংক্রান্ত সকল কার্যক্রমের সমষ্টিকে কী বলে?
ক. পরিকল্পনা   
খ. অর্থায়ন✓
গ. মূলধন বাজেটিং    
ঘ. তহবিল ব্যবস্থাপনা

২. ব্যবসায়ের জীবনীশক্তি কোনটি?
ক. অর্থ✓   
খ. পণ্য   
গ. বাজার    
ঘ. লেনদেন

৩. সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে কী বলা হয়?
ক. মিউনিসিপ্যাল বন্ড   
খ. ট্রেজারি বন্ড✓
গ. কর্পোরেট বন্ড  
ঘ. জাঙ্ক বন্ড

৪. ফিন্যান্স বিষয়ের প্রথম বই ‘কর্পোরেশন ফিন্যান্স’ বইটি কখন প্রকাশিত হয়?
ক. ১৮৯০   
খ. ১৮৯৭✓
গ. ১৯৫২    
ঘ. ১৯৬০

৫. ব্যবসায়ের মৌলিক উপকরণ কী?
ক. পুজি✓    
খ. পরিকল্পনা
গ. বাজার    
ঘ. পরিবহণ

৬. অর্থায়নের সনাতন ধারা অনুযায়ী অর্থায়ন বলতে কী বোঝায়?
ক. তহবিল সংগ্রহ✓    
খ. তহবিল বণ্টন
গ. তহবিল সংগ্রহ বণ্টন   
ঘ. অর্থের লেনদেন

৭. কোথায়, কীভাবে বিনিয়োগ করতে হবে তা নির্ধারণ করে কোনটি?
ক. ব্যবস্থাপনা    
খ. হিসাববিজ্ঞান
গ. অর্থনীতিতে     
ঘ. অর্থায়ন ✓

৮. কে ‘অপশন থিয়েরি’ আবিষ্কার করেন?
ক. Markwitz  
খ. Sharpe
গ. Black and Scholes✓    
ঘ. Linter

৯. মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল উদ্ভাবন করেন কে?
ক. মিলার    
খ. ব্লাক   
গ. শার্প✓   
ঘ. ইট ম্যান

১০. কোন দশকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়?
ক. ১৯৪০-৫০    
খ. ১৯৫০-৬০✓
গ. ১৯৬০-৭০   
ঘ. ১৯৭০-৮০

১১. স্বল্পমেয়াদি সম্পদ ব্যবস্থাপনার কাজ কোনটি?
ক. যন্ত্রপাতি ক্রয়   
খ. আসবাবপত্র ক্রয়
গ. ব্যবসায় সম্প্রসারণ   
ঘ. প্রশাসনিক খরচ সম্প্রাদন✓

১২. জনাব শফিক একজন উৎপাদনমুখী প্রতিষ্ঠানের মালিক। তিনি শ্রমিক কর্মীদের মজুরি প্রদানের জন্য আলাদা একটি তহবিল গঠন করেন। জনাব শফিকের কাজটিকে কোন ধরনের ব্যবস্থাপনা বলা যায়?
ক. মধ্যমেয়াদি তহবিল   
খ. দীর্ঘমেয়াদী তহবিল
গ. স্বল্পমেয়াদি তহবিল✓    
ঘ. পরিশোধিত মূলধন

১৩. নিচের কোনটি সর্বাধিক তরল সম্পদ রূপে বিবেচনা করা হয়?
ক. প্রাপ্য বিল   
খ. ঋণপত্র
গ. নগদ অর্থ ✓    
ঘ. স্বর্ণ

১৪. অর্থনীতি একটি দেশের চালিকাশক্তি। এ শক্তির মূল উৎস কী?
ক. ব্যবসায় বাণিজ্য✓  
খ. আমদানি বাণিজ্য
গ. রপ্তানি বাণিজ্য   
ঘ. শক্তিশালী বন্ড বাজার

১৫. রাষ্ট্রের সমগ্রিক চাহিদা কীসের অর্ন্তভূক্ত?
ক. ব্যষ্টিক অর্থনীতি   
খ. সামষ্টিক অর্থনীতি✓
গ. যোগান   
ঘ. চাহিদা

১৬. একটি জাপানি কোম্পানি বাংলাদেশের সরকারের অনুমতি নিয়ে বাংলাদেশের একটি প্রকল্প তৈরি করে। এটি কোন ধরনের অর্থায়ন?
ক. অভ্যন্তরীন অর্থায়ন   
খ. বাহ্যিক অর্থায়ন
গ. ব্যক্তিগত অর্থায়ন    
ঘ. আন্তর্জাতিক অর্থায়ন✓

১৭. একটি কোম্পানির মূল লক্ষ কী?
ক. মুনাফা সর্বাধিকরণ
খ. সম্পদ সর্বাধিকরণ✓
গ. সামাজিক মর্যাদা অর্জন
ঘ. ব্যবসায়ের সুনাম বৃদ্ধি

১৮. ব্যাংক তৎক্ষণাৎ অর্থ পরিশোধে অপারগ হয় কেন?
ক. কর্মকর্তাদের ব্যস্ততা থাকায়?
খ. দীর্ঘ আনুষ্ঠানিকতা থাকায়
গ. ব্যাংক কর্তৃপক্ষ অনীহ থাকায়
ঘ. তারল্যসংকট থাকায়✓

১৯. প্রতিবেদন অবশ্যই সহজ, সুন্দর ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপিত হতে হবে কোন নীতি অনুযায়ী?
ক. সমন্বয় সাধন নীতি
খ. স্বল্পতা ও জবাবদিহিতা নীতি✓
গ. লভ্যাংশ বণ্টন নীতি
ঘ. উপযুক্ততার নীতি

২০. ব্যবস্থাপকীয় অর্থনীতির প্রধান বিষয়সমূহ কয়টি?
ক. ৩টি✓   
খ. ৪টি   
গ. ৫টি   
ঘ. ৬টি

২১. মুনাফা বৃদ্ধিকরণের সীমাবদ্ধতা দূর হয় কোনটি দ্বারা?
ক. মুনাফা অর্জন দ্বারা
খ. সম্পদ সর্বাধিকরণ দ্বারা✓
গ. লেনদেন বৃদ্ধিকরণ দ্বারা
ঘ. ক্রেতার আস্থা অর্জন দ্বারা

২২. সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে নিচের কোনটি হ্রাস পেলে ফার্মের শেয়ারের বর্তমান মূল্য বৃদ্ধি পাবে?
ক. নগদ প্রবাহের পরিমাণ   
খ. বাট্টার হার✓
গ. বিক্রয়ের পরিমাণ   
ঘ. সুদের পরিমাণ

২৩. সম্পদ সর্বাধিকরণে সম্পদের নির্দেশক কোনটি?
ক. বন্ডের বর্তমান বাজারমূল্য
খ. শেয়ারের গত বছরের মূল্য
গ. বন্ডের গত বছরের বাজারমূল্য
ঘ. শেয়ারের বর্তমান বাজার মূল্য✓

২৪. সমাজের প্রতি মানুষের যেসব দায়-দায়িত্ব আছে তাকে বলা হয়?
ক. সামাজিক মূল্যবোধ  
খ. নৈতিক দায়িত্ববোধ
গ. সামাজিক দায়বদ্ধতা✓     
ঘ. অবশ্যপালনীয় কর্তব্য

২৫. ব্যবসায় অর্থায়ন হলো-
i. মুনাফা অর্জন
ii. তারল্য বৃদ্ধি
iii. মূলধন সংগ্রহ

নিচের কোনটি সঠিক?
খ. i ও ii   খ. i ও iii✓   গ. ii ও iii  ঘ. i, ii ও iii

২৬. তারল্য বৃদ্ধি পেলে-
i. মুনাফা হ্রাস পায়
ii. মুনাফা বৃদ্ধি পায়
iii. ব্যয় হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?
খ. i ও ii   খ. i ও iii✓   গ. ii ও iii  ঘ. i, ii ও iii

২৭. অর্থায়নের অন্তর্ভূক্ত বিষয় হলো-
i. অর্থের প্রয়োজনীয়তা নির্ধারণ
ii. অর্থের যথাযথ ব্যবহার
iii. অর্থপ্রবাহ নিয়ন্ত্রন

নিচের কোনটি সঠিক?
খ. i ও ii   খ. i ও iii
গ. ii ও iii   ঘ. i, ii ও iii✓

২৮. সম্পত্তির মূল্যায়ন মডেলের উন্নতির ফলে উদ্ভব ঘটে যেসব বিষয়ের, তা হলো-
i. মূলধন বাজেটিং-এর
ii. লভ্যাংশ নীতির
iii. মূলধন কাঠামো বিশ্লেষণের

নিচের কোনটি সঠিক?
খ. i ও ii  খ. i ও iii
গ. ii ও iii✓   ঘ. i, ii ও iii

২৯. অর্থায়নকে বাহ্যিক সংযোগ রক্ষা করতে হয়-
i. সরকারী সংস্থানসমূহের সাথে
ii. আর্থিক প্রতিষ্ঠানের সাথে
iii. মূলধন বাজারের সাথে

নিচের কোনটি সঠিক?
খ. i ও ii   খ. i ও iii
গ. ii ও iii    ঘ. i, ii ও iii✓

৩০. প্রাতিষ্ঠানিক অর্থায়নের উৎস হলো-
i. বাণিজ্যিক ব্যাংক
ii. বিমা কোম্পানি
iii. অবচয় তহবিল

নিচের কোনটি সঠিক?
খ. i ও ii✓   খ. i ও iii   গ. ii ও iii  ঘ. i, ii ও iii

৩১. ব্যাংকে তারল্য সংকট থাকলে-
i. সুনাম হ্রাস পায়
ii. গ্রাহকের আস্থা বৃদ্ধি পায়
iii. আমানত সংগ্রহের হার কম হয়

নিচের কোনটি সঠিক?
খ. i ও ii   খ. i ও iii✓   গ. ii ও iii  ঘ. i, ii ও iii

৩২. সামাজিক দায়িত্ব হিসেবে আর্থিক ব্যবস্থাপক করেন-
i. মানসম্পন্ন পণ্য উৎপাদন
ii. নিরাপদ কর্মক্ষেত্র তৈরি
iii. ন্যায্য মজুরি কাঠামো

নিচের কোনটি সঠিক?
খ. i ও ii   খ. i ও iii   গ. ii ও iii  ঘ. i, ii ও iii✓

৩৩. মুনাফা সর্বাধিকরণের উপায় হচ্ছে-
i. বিক্রয় বৃদ্ধি করা
ii. শেয়ার মূল্য বৃদ্ধি করা
iii. পণ্যমূল্য বৃদ্ধি করা

নিচের কোনটি সঠিক?
খ. i ও ii   খ. i ও iii✓   গ. ii ও iii  ঘ. i, ii ও iii

►নিচের উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও।
ডাচ-বাংলা ব্যাংক প্রতিবছর গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করে। এর ফলে উক্ত প্রতিষ্ঠানটির দেশব্যপী সুনাম বৃদ্ধি পাচ্ছে।

৩৪. ডাচ-বাংলা কী ধরণের প্রতিষ্ঠান?
ক. সরকারী   
খ. বেসরকারী✓
গ. আধাসরকারী   
ঘ. স্বায়ত্বশাসিত

৩৫. ডাচ-বাংলা ব্যাংক কর্তৃক গৃহীত উদ্যোগ কোনটির সাথে সম্পর্কযুক্ত?
ক. সামাজিক দায়বদ্ধতার✓    
খ. নৈতিকতার
গ. মূল্যবোধের    
ঘ. সম্পদ সর্বাধিকারণের

►নিচের উদ্দীপকটি পড়ে ৩৬ ও ৩৭ নং প্রশ্নের উত্তর দাও।
আলফা কোম্পানি গত দশ বছর যাবৎ সফলতার সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। কোম্পানির শেয়ারের বাজারমূল্য দিন দিন বৃদ্ধি পেয়েছে।কোম্পানির আর্থিক ব্যবস্থাপক চিন্তা করেছেন কোম্পানির শেয়ার প্রতি আয় কীভাবে বাড়ানো যায়।

৩৬. উদ্দীপকে আর্থিক ব্যবস্থাপক কোন বিষয়টির কথা ভাবছেন?
ক. সম্পদ সর্বাধিকরণ   
খ. মুনাফা সর্বাধিকরণ✓
গ. শেয়ারের মূল্য বৃদ্ধিকরণ    
ঘ. ব্যয় হ্রাসকরণ

৩৭. উদ্দীপকে আর্থিক ব্যবস্থাপক যে উদ্দেশ্য নিয়ে চিন্তাভাবনা করেছেন তার সীমাবদ্ধতা হলো-
i. নগদ প্রবাহ বিবেচনা করা হয় না
ii. মুনাফা বিবেচনা করা হয় না
iii. ঝুঁকি বিবেচনা করা হয় না

নিচের কোনটি সঠিক?
খ. i ও ii   খ. i ও iii✓   গ. ii ও iii  ঘ. i, ii ও iii


একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
প্রথম পত্র

অধ্যায়-০১: অর্থায়নের সূচনা
জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর
 
প্রশ্ন ১। ব্যবসায় অর্থায়ন কী? [ঢা. বো. ১৮, ১৭, রা. বো. ১৮, য. বো. ১৮, সি. বো. ১৮, দি. বো. ১৮, চ. বো. ১৭]
উত্তর : ব্যবসায় প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার কওে তাকে ব্যবসায় অর্থায়ন বলে।

প্রশ্ন ২। কাম্য মূলধন কাঠামো কী? [কু. বো. ১৮, চ. বো. ১৮, ব. বো. ১৮]
উত্তর : যে মূলধন কাঠামোতে গড় মূলধন ব্যয় সর্বনি¤œ হয়, তাকে কাম্য মূলধন বলে।

প্রশ্ন ৩। অর্থায়ন কী? [য. বো. ১৬, কু. বো. ১৬, ব. বো. ১৭, দি. বো. ১৭]
উত্তর : প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থের পরিকল্পনা, সংস্থান, ব্যবহার এবং নিয়ন্ত্রণ সম্পর্কীয় কার‌্যাবলিকে অর্থায়ন বলে।

প্রশ্ন ৪। তারল্য কী?  [ঢা. বো. ১৬, ১৭]
উত্তর : কোনো প্রতিষ্ঠানের সল্পমেয়াদি দায় পরিশোধ করার কক্ষমতাকে তারল্য বলে।

প্রশ্ন ৫। সরকারি অর্থায়ন কী? [চ. বো. ১৬]
উত্তর : সরকারি অর্থাঢয়ন বলতে সরকারের বার্ষিক ব্যয় কোন কোন খাতে কী পরিমাণ হবে এবং সেই অর্থ কোন কোন উৎস হতো সংগ্রহ করা হবে তা নির্ধারণ করাকে বোঝায়।

প্রশ্ন ৬। অর্থায়নের সামাজিক দায়িত্ব কী? [নটরডেম কলেজ]
উত্তর : অর্থায়নের সামজিক দায়িত্ব বলতে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে জড়িত বিভিন্ন পক্ষ যেমন- শেয়ারমালিক, ব্যবস্থাপনা, ভোক্তা কাঁচামাল সরবরাহকারী, কর্মকর্তা-কর্মচারী, সরকার ও ঋণদাতা প্রভৃতির স্বার্থরক্ষা করে প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরণকে বোঝায়।


একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
প্রথম পত্র

অধ্যায়-০১: অর্থায়নের সূচনা
অনুধাবনমূলক প্রশ্ন-উত্তর

প্রশ্ন ১। সম্পদ সর্বাধিকরণ কীভাবে করা যায়? ব্যাখ্যা কর। [ঢা. বো. ১৮; রা. বো. ১৮; সি. বো. ১৮; য. বো. ১৮; দি. বো. ১৮]
উত্তর : একটি ব্যবসায় প্রতিষ্ঠান দুইভাবে সম্পদ সর্বাধিকরণ করতে পারে। প্রথমত, কোম্পানির শেয়ারের বাজারমূল্য সর্বোচ্চকরণের মাধ্যমে। কারন শেয়ারহোল্ডাররা কোম্পানির মালিক। তাই শেয়ারের বাজারমূল্য বৃদ্ধি পেলে শেয়ারহোল্ডারদের সম্পদই বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, প্রকল্পের নিট বর্তমান মূল্য সর্বোচ্চকরণের মাধ্যমে। কারণ নিট বর্তমান মূল্য দ্বারা সম্পদের পরিমাপ করা যায়।

প্রশ্ন ২। ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝায়? [ঢা. বো. ১৮; রা. বো. ১৮; সি. বো. ১৮; য. বো. ১৮; দি. বো. ১৮]
উত্তর : ব্যবসায় নৈতিকতা বলতে ব্যবসায়ের কোন কাজ করা উচিত বা কেমন আচরণ প্রদর্শন করা উচিত এবং কোন কাজ করা উচিত নয় এ সংক্রান্ত বিষয়কে বোঝায়।
ব্যবসায়ীরা নৈতিকতা মেনে ব্যবসায় করলে এর সাথে জড়িত বিভিন্ন পক্ষ যেমন- ক্রেতা ও ভোক্তা, স্ব-গোত্রীয় ব্যবসায়ী, কর্মকর্তা ও কর্মচারী, সরকারসহ সবাই উপকৃত হয়। কারণ ব্যবসায় নৈতিকতা উত্তম আচরণ ও সুষ্ঠু ব্যবসায় পরিবেশ সুষ্টিতে সহায়তা করে।

প্রশ্ন ৩। “উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প নির্বাচন সর্বদাই গ্রহণযোগ্য নয়।”- উক্তিটি ব্যাখ্যা কর। [কু. বো. ১৮; চ. বো. ১৮; ব. বো. ১৮]
উত্তর : “উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প নির্বাচন সর্বদাই গ্রহণযোগ্য নয়।”- উক্তিটি সঠিক।
প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে মুনাফা সর্বাধিকরণকে অধিকতর গুরুত্ব না দিয়ে সম্পদ বৃদ্ধিকরণের দিকে নজর দিয়ে প্রকল্প নির্বাচন করলে প্রতিষ্ঠানের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। কারণ মুনাফার বিষয়টিবে প্রাধান্য দিয়ে প্রকল্প নির্বাচন করলে সেক্ষেত্রে নগদ প্রবাহ, ঝুঁকি এবং অর্থেে সময়মূল্য এ গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনা করা হয় না। তাই “উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প নির্বাচন সর্বদাই গ্রহণযোগ্য নয়।”

প্রশ্ন ৪। সামাজিক দায়বদ্ধতা বলতে কী বোঝায়? [ঢা. বো. ১৭; ব. বো. ১৬]
উত্তর : সমাজের প্রতি ব্যবসার দায়িত্বকেই সামাজিক দায়বদ্ধতা বলে।
ব্যবসায়ের সাথে বিভিন্ন পক্ষ যুক্ত থাকে। যেমন- শেয়ারমালিক, ভোক্তা, কাঁচামাল সরবরাহকারী, ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী, সরকার, ঋণদাতা প্রভৃতি। এ সকল স্বার্থসংশ্লিষ্ঠ পক্ষের স্বার্থ রক্ষা করে প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরণের যে দায়বদ্ধতা তাকে অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা বলে।

প্রশ্ন ৫। তারল্য ও মুনাফার মধ্যে সম্পর্ক ব্যখ্যা কর। [ব. বো. ১৭]
উত্তর : তারল্য ও মুনাফার মধ্যে ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। 
কোনো প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদি দায় পরিশোধ করার ক্ষমতাকে তারল্য বলে। আর লাভজনক খাতে বিনিয়োগ করে আয় উপার্জন হলো মুনাফা। তারল্য হ্রাস পেলে মুনাফা বৃদ্ধি পায় এবং তারল্য বৃদ্ধি পেলে মুনাফা হ্রাস পায়।

প্রশ্ন ৬। ঝুঁকি ও মুনাফার সম্পর্ক ব্যখ্যা কর। [ঢা. বো. ১৬]
উত্তর : প্রত্যাশিত আয়ের থেকে প্রকৃত আয় কম হওয়ার যে সম্ভাবনা, তাকে ঝুঁকি বলে। অপরদিকে বিনিয়োগ হতে প্রাপ্ত নগদ সুবিধাকে মুনাফা বলে। কোনো কোম্পানি যদি তার সংগৃহিত তহবিল ঝুঁকিমুক্ত প্রকল্পে বিনিয়োগ করে তবে মুনাফার পরিমাণ কম হবে। কিন্তু কোম্পানি যদি তার মূলধন অধিক ঝুঁকিপূর্ণ প্রকল্পে বিনিয়োগ করে তবে মুনাফার পরিমাণ যেমন বেশি হওয়ার সম্ভাবনা তেমনি ঝুঁকির পরিমাণও অনেক বেশি। তাই ঝুঁকি ও মুনাফার মধ্যে ধনাত্মক বা সমমূখী সম্পর্ক বিদ্যমান।

প্রশ্ন ৭। অর্থ ও অর্থায়নের মধ্যে সম্পর্ক কী?  [য. বো. ১৬]
উত্তর : অর্থ বলতে নগদ অর্থ বা ব্যাংকে জমা রাখা অর্থকে বোঝায়। এক্ষেত্রে অর্থ দিয়েই অর্থায়ন করা হয় বিধায় এটি অর্থায়নের সাথে সম্পর্কিত। 
অর্থের পরিকল্পনা, সংস্থান, সংরক্ষণ, ব্যবহার এবং নিয়ন্ত্রণসংক্রান্ত কার‌্যাবলিকেই অর্থায়ন বলে। অর্থায়ন অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে। কীভাবে, কোন উৎস থেকে, কখন অর্থ সংগ্রহ করলে সর্বোত্তম ব্যবহার অর্থান সেই পথ দেখায়। সুতরাং বলা যায় অর্থ ও অর্থায়ন একে অপরের পরিপূরক।

প্রশ্ন ৮। সম্পদ সর্বাধিকীকরণ বলতে কী বোঝায়?  [চ, বো. ১৬]
উত্তর : সম্পদ সর্বাধিকরণ বলতে কোম্পানির নিট বর্তমান মূল্য সর্বাধিকরণকে বুঝায়। কে কার্যক্রমের দ্বারা শেয়ারের নিট বর্তমান মূল্য বৃদ্ধি পায়, তাকে সম্পদ সর্বাধিকরণ বলে। কোম্পানির মালিকদের সম্পদ পরিমাপ করা হয় শেয়ারের বর্তমান বাজার মূল্য দ্বারা। সম্পদ সর্বাধিকরণ কোম্পানির মূল্য লক্ষ্য হওয়ার কারণ হলো এটি অর্থের সময় মূল্য, নগদ প্রবাহ ও ঝুকি বিবেচনা করে। 

প্রশ্ন ৯। অর্থায়নের দৃষ্টিতে একটি ফার্মের ‘সম্পদ সর্বাধিকরণ’ মূল লক্ষ্য হওয়ার কারণ কী?  [নটর ডেম কলেজ]
উত্তর : আর্থিক ব্যবস্থাপক তার বিনিয়োগ সর্বোচ্চকরল ও আর্থিক সিদ্ধান্তের  কার্যকারিতা নিশ্চিতকরণের জন্য যা করে থাকে তাকে সম্পদ সর্বাধিকরণ বলে। প্রবৃদ্ধি অর্জনের জন্য কোম্পানি সম্পদ সর্বাধিকরণের উপরে জোর দিতে পারে। সম্পদ সর্বাধিকরণ প্রক্রিয়ায় বর্ধিতা মুনাফা সহায়ক হিসেবে কাজ করে। প্রত্যাশিত পরিকল্পনা অনুযায়ী সম্পদ বাড়াতে পারলে তা প্রতিষ্ঠানের মুনাফা সৃষ্টির ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয়। পণ্যসারি বৃদ্ধি বা বাজার সম্প্রসারণ সম্পদ সর্বাধিকরণের আলাকেই করা হয়ে থাকে। তাই সম্পদ সর্বাধিকরণ একটি ফার্মের মূল লক্ষ্য হিসেবে বিবেচিত।

প্রশ্ন ১০। ব্যবসায় অর্থায়ন বলতে কী বোঝায়?  [বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ]
উত্তর : ব্যবসায় প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ এবং বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে তাকে ব্যবসায় অর্থায়ন বলে।
ব্যবসায় অর্থায়ন বলতে একটি ব্যবসায় সুষ্ঠুভাবে পারিচালনার জন্য প্রয়োজনীয় মূলধনের পরিমাণ, উৎস নিশ্চিতকরণ ও কোন কোন খাতে বিনিয়োগ করা হবে তাকে বোঝায়। অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে ব্যাবসায় অর্থায়ন।

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র অধ্যায়-১ সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড

বিগত বোর্ড প্রশ্ন:
১. মি. কাজল এবং মি. রতন দুই বন্ধু একটি প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্ত আন্ড ব্যাংকিং বিষয়ে পড়শোনা কররছেন। দারা দুজন মিলে সিদ্ধান্ত নিলেন যে, টিউশনি করে অর্জিত টাকা দিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন। মি. কাজল তার পুজি দিয়ে একটি কোম্পানির শেয়ার কিনলেন। অন্যদিকে মি. রতন তার পুঁজি দিয়ে সাতটি কোম্পানির শেয়ার কিনলেন।                              [ঢা.বো.,রা.বো.,দি.বো.,সি.বো.,য.বো. ২০১৮] 
গ) মি. রতন বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের আলোকে শেয়ারবাজারের বিনিয়োগের ক্ষেত্রে কার বিনিয়োগকে বেশি যৌক্তিক বলে তুমি মনে করো? বিশ্লেষণ করে মতামত দাও। 

২.  মি. বাকির একজন সফল ব্যবসায়ী। তিনি বিভিন্ন খাতে যেমন: টেক্সটাইল, ভোগ্যপণ, ফার্মাসিউটিক্যাল, স্টিল ইত্যাদিতে বিনিয়োগ করেন। গত বছর তিনি একটি সিমেন্ট ফ্যাক্টরি প্রতিষ্ঠার ব্যাপারে চিন্তা করেছিলেন। ব্যবসা শুরু করার জন্য তার ৪০ কোটি টাকা প্রয়োজন ছিলো। তার বিনিয়োগকৃত আর্থিক ব্যবস্থাপক তাকে দ্রæত বিনিয়োগ ফেরত পাওয়া এবং মুনাফা সর্বোকরণের ব্যাপারে নজর দেওয়ার পরামর্শ দিলেন। তার মুল্য লক্ষ্য ছিলো সম্পদ সর্বোচ্চকরণ, মুনাফা সর্বোচকরণ নয়। তিনি এ লক্ষ্য অর্জনে প্রয়োজনে কিছু মানাফা ত্যাগ করতেও তৈরি ছিলেন।[ঢা.বো.২০১৭]    
গ) কোন নীতি অনুযায়ী মি. বাকির নতুন ব্যবসায় শুরু করতে চেয়েছিলেন? ব্যাখ্যা কর।
ঘ) মি. বাকিবের গৃহিত সম্পদ সর্বোচ্চকরণ সিদ্ধান্তটির সাথে তুমি কি একমত? উক্তির পক্ষে যুক্তি দেখাও। 

৩. আশা লি: খেলনা উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রথিস্ঠানের ব্যবস্থাপক জনাব হাসান ব্যবসায় সম্প্রসারণের জন্য নতুন তিনটি বিনিয়োগ ক্ষেত্র চিহ্নিত করেছেন, সেগুলো হলো বারবিডল, টমক্যাট ও মিকিমাউস। প্রকল্পে বিনিয়োগের জন্য জনাব হাসান ১০% চক্রবৃদ্ধি সুদে ১০ বছরের জন্য ৩০ লক্ষ টাকা ’ক’ ব্যাংক থেকে ঋণ নেন। তিনি ঋণের সম্পূর্ণ টাকা টমক্যাট প্রকল্পে বিনিয়োগের জন্য পরিচালনা পর্ষদে প্রস্তাব উপস্থাপন বরেন। পরিচালনা পর্ষদ জনাব হাসানের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরিচালনা পর্ষদ জনাব হাসানের প্রস্তাব প্রত্যাখ্যা করে তিনটি প্রকল্পেই বিনিয়োগের সুপারিশ করে।                        [ঢা.বো.২০১৬] 
গ) উদ্দীপকে বর্ণিত জনাব হাসান অর্থায়নের কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করেছেন? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে বর্ণিত পরিচালনা পর্ষদ জনাব হাসানের প্রস্তাব প্রত্যাখ্যান করে অর্থায়নের যে নতি নেওয়ার সুপারিশ করেছেন তা বিশ্লেষণ কর। 

৪. জনাব আলী তার সঞ্চিত ১০ লক্ষ টাকা ব্যাংকে জমা না রেখে ঝুঁকিমুক্ত কোনো প্রকল্পে বিনিয়োগ করতে চান এবং নিদির্ষিট হারে নিশ্চিত মুনাফা আশা করেন। কিন্তি জনাব হক বেশি মুনাফার আশায় বেশি ঝুঁকি নিতেও প্রস্তুত।                       [রা.বো.২০১৭]
গ) জনাব আলী যদি আর্থিক বাজারের সিকিউরিটিজ বিনিয়োগ করতে চান, তবে তিনি কোন ধরনের সিউিরিটিজ কিনবেন তা ব্যাখ্যা কর।
ঘ) ইদ্দীপকের জনাব হকের গৃহিত বিনিয়োগ সিদ্ধান্তটি অর্থায়নের কোন নীতির অন্তর্ভুক্ত? জানাব আলী ও জনাব হকের বিনিয়োগ সিদ্ধানত 
    তুলনামূলক চিত বিশ্লেষণ কর। 

৫. জেনম কোং লি. আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কর্মীদের ভবিষ্যৎ তহবিল, চিকিৎসা সুবিধা, সন্তানদের শিক্ষার ব্যবস্থাসহ অন্যান্য নানা ধরনের সেবা দিয়ে থাকে। এছাড়া প্রতিষ্ঠানটি তার স্থায়ী সম্পদের অবচয় যথোপযুক্তোভাবে সংরক্ষন করে। পক্ষেন্তরে হানিম কোং লি. একটি বিখ্যাত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কর্মীদের সুযোগ-সুবিধার দিকে তেমন মনোযোগ নেই। তওে প্রতিবছর শেয়ারহোল্ডারদের লভ্যাংশ সঠিকভাবে দেয়। উভয় প্রতিষ্ঠান নতুন প্রকল্প চিহ্নিত করে ব্যবসায় সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মূলধনের চাহিদা সৃষ্টি হচ্ছে।                            [রা.বো.২০১৭] 
গ) উদ্দীপকের হানিম কোং লি. তার নতুন প্রকল্পের জন্য মূলধন কীভাবে সংগ্রহ করতে তা ব্যাখ্যা কর।
ঘ) দুটি প্রতিষ্ঠানের মধ্যে কার মুলধন সংগ্রহ করা সুবিধাজনক এবং সেই সাথে ব্যয় কম হবে বলে তুমি মনো করো? উদ্দীপকের আলোকে তা ব্যাখ্যা কর। 

৬. ‘অ’ কোম্পানি শুধু মিনিপ্যাক শ্যাম্পু বিপণন করে থাকে এবং সুনাম বাড়ানো ও ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে তারা তাদের মোট লাভের ২৫% লভ্যাংশ হিসেবে শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে। অপরদিকে ‘ই’ কোম্পানি মিনিপ্যাক শ্যা¤পুর পাশাপাশি ফ্যামিলি সাইজ শ্যাম্পু, রোতলজাত শ্যাম্পু, হারবাল শ্যাম্পু বিপণন করে এবং তাদের মোট লাভের ৮% লভ্যাংশ হিসেবে শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে।                                                   [রা.বো.২০১৬]                 
 গ) ‘ই’ কোম্পানি ঝুঁকি কমাতে অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেছে? ব্যাখ্যা কর।
 ঘ) উদ্দীপকের কোন কোম্পানিটি অর্থায়নের সম্পদ সর্বাধিকরণের লক্ষ্যটি অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে তা বিশ্লেষণপূবক আলোচনা কর।

৭. AT লি. একটি চামড়া প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান। এ কাজে ব্যবহৃত কেমিক্যাল এবং বর্জ্য বুড়িগঙ্গা নদীতে গিয়ে মেশে। প্রতিষ্ঠানটি নদীর পানি, মাটি ও পরিবেশের কথা বিবেচনা করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নেয়। এজন্য তাদের  ২৫ লক্ষ টাকা প্রয়োজন। প্রতিষ্ঠানটি মূলধন সংগ্রহওে জন্য এমন উৎসের কথা বিবেচনা করছে যেখান থেকে কর সুবিধা পাওয়া যাবে এবং মূলধন সরবরাহকারীরা প্রতিষ্ঠানের প্রকৃত মালিক হতে পারবে না।        [দি.বো.২০১৭]  
গ) উদ্দীপকের উল্লিখিত AT লি. কোন ধরনের মূলধন সংগ্রহের কথা ভাবছে? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে উল্লিথিক প্রকল্পে বিনিয়োগটি অর্থায়নের কোন ধারণার সাথে সম্পর্কযুক্ত এবং কেন? মূল্যায়ন কর। 

৮. সান লি. এবং মুন লি. উভয়ই উৎপাদনকারী প্রতিষ্ঠান। সান প্রতিষ্ঠানটি জামানতের ভিত্তিদে ঋণ নেয় এবং অর্থের প্রাপ্যতা অনুসারে ব্যয় নির্ধারণ করে। অন্যদিকে মুন প্রতিষ্ঠানটি জামানত ছাড়াই ঋণ নেয় এবং ব্যয নির্ধারণ করে অর্থসংস্থান করে।                                          [দি.বো.২০১৬]
গ) সান লি. কোন ধরনের অর্থসংস্থান করে? ব্যাখ্যা কর।
ঘ) সান লি. ও মুন লি. এর মধ্যে কোন প্রতিষ্ঠানটি জনগণের কল্যাণ সাধনের জন্য বেশি ভূমিকা রাখে? 

৯. একতা লি. কয়েক বছর ধরে তাদের ব্যবসায় সুনামের সাথে পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি তাদের স্বার্থসংশ্লিষ্ট সব পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে চলে। গত বছর প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হয়। এছাড়া একতা লি. তাদের শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসার জন্য একটি হাসপাতা প্রতিষ্ঠা করেছে। শ্রমিক সন্তুষ্টির মাধ্যমে একটা লি. এর উৎপাদন ও মুনাফা বাড়ে, যার মাধ্যমে প্রতিষ্ঠানটি শেয়ারপ্রতি লভ্যাংশের পরিমাণ বাড়ায়। এর ফলে প্রতিষ্ঠানের শেয়ার দাম আগের তুলনায় বেড়েছে।                                     [কু.বো.২০১৭]
গ) একতা লি. অর্থায়নের কোন লক্ষ্য অর্জন করত পেরেছে? ব্যাখ্যা কর।
ঘ) একতা লি. হাসপাতাল প্রতিষ্ঠা করে সামাজিক দায়বদ্ধতা পালন করেছে- তুমি কি একমত? যুক্তিসহ মতামত দাও। 

১০. রাহাত কোম্পানি লি. একটি চামড়া প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান। এটি তুরাগ নদের তীরে অবস্থিত। প্রক্রিয়াজাতকরণের সময় এর বর্জ্য ও দূষিত পানি নদীতে পড়ায় পানি, বায়ু ও মাটি দূষিত হচ্ছে। এর জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি পানি পরিশোধন যন্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে। যন্ত্রটি কেনার জন্য ৫ কোটি টাকা প্রয়োজন। এর আয়ষ্কাল ১৫ বছর। প্রতিষ্ঠানটি প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকে।                           [কু.বো.২০১৬]
গ) পানি পরিশোধনকারী যন্ত্র কেনা অর্থায়ংনের কোন কাজের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে রাহাত কোম্পানি লি. এর বিনিয়োগ সিদ্ধান্তটি অর্থায়নের কোন ধারণার সাথে সস্পকৃত? বিশ্লেষণ কর। 

১১. জনাব কুয়াশা ও জনাব শিশির দু’জন পাইকারী ব্যবসায়ী। জনাব কুয়াশা শুধু কাপড়ের ব্যবসায় করেন। অন্যদিকে জনাব শিশির কাপড়ের পাশাপাশি জুতার ব্যবসায় করেন। কেননা শিশির মনে করেন তাপড়ের ব্যবসায় যদি ক্ষতি হয়, জুতার ব্যবসায় থেকে মুনাফা অর্জন করা যাবে। জনাব কুয়াশা বেশি মুনাফার আশায় সর্বদা নগদ অর্থ হাতে কম রেখে বিনিয়োগ করেন।                               [চ.বো.২০১৭] 
গ) জনাব শিশির অর্থায়নের অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।
ঘ) জনাব কুয়াশার বেশি অর্থ বিনিয়োগ তার ব্যবসায়ে কী প্রভাব ফেলতে পারে? বিশ্লেষণ কর। 

১২. জনাব শামীম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সম্প্রতি তিনি একটি নতুন প্রকল্পে বিনিয়োগের কথা ভাবছেন। এজন্য তিনি তার একজন বন্ধু জনাব আতিকের কাছে পরামর্শ নেন। তিনি তাকে কাম্য পরিমাণ মূলধন বিনিয়োগের পরামর্শ দেন। কিন্তু তিনি বেশি লাভের আশায় সমুদয় মূলধন উক্ত প্রকল্পে বিনিয়োগ করেন এবং তার মূলধন ক্ষতিগ্রস্থ হয়। এজন্য তিনি বেশি চিন্তিত।                                   [চ.বো.২০১৬]
গ) জনাব শামীমকে তার বন্ধু অর্থায়নের যে নীতি অনুসরণের পরামর্শ দিয়েছিলেন তা ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে বর্ণিত সম্পূর্ণ মূলধন বিনিয়োগের ক্ষেত্রে উপরোক্ত নীতির যোক্তিকতা কতটুকু? বিশ্লেষণ কর। 

১৩. সাঈদ হাসান তার নিজ এলাকায় একটি দাতব্য চিকিৎসা কেন্দ্র গড়ে তোলেন। সমাজের বিভিন্ন ধর্ন ব্যক্তিদের সহযোগিতার সেবাকেন্দ্রটি পরিচালিত হয়ে আসছে। সেবাকেন্দ্রটি যাতে আরও ভালোভাবে পরিচালিত হতে পারে তার জন্য বিভিন্ন বিদেশি সংস্থার কাছে তিনি সহযোগিতা চান। উক্ত প্রতিষ্ঠানের সম্পূর্ণ আয় মানবসেবায় ব্যয় করা হয়।                                        [সি.বো.২০১৭]
গ) উদ্দীপকে উল্লিখিত সেবা প্রতিষ্ঠানে অর্থায়নের ফলে সমাজে কীরূপ প্রভাব পড়ে? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে উল্লিখিত আয় মানবসেবায় খরচ করা অর্থায়নের সামাজিক দায়বদ্ধতার আলোকে বিশ্লেষণ কর। 

১৪. জনাব শাহীন একজন নতুন বিনিয়োগকারী। তিনি ২৫,০০,০০০ টাকা মূলধন নিয়ে শেয়ার ব্যবসায় শুরু করেন। ২৫,০০,০০০ টাকা দিয়ে তিনি আশা কোম্পানির শেয়ার কেনেন। পোশাক শিল্পে অগ্নিকান্ডোর ফলে জনাব শাহীনরে লাভের পরিবর্তে মূলধন কমে। আর্থিক অবস্থার কথা ভেবে একজন বিনিয়োগ পরামর্শদাতার কাছে পরামর্শ চাইলে তিনি পরবর্তীতে একাধিক প্রকল্পে বিনিয়োগ করার পরামর্শ দেন।                       [ব.বো.২০১৭]
গ) শাহীনের বিনিয়োগে অর্থায়নের কোন নীতিটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ) জনাব শাহীনকে একাধিক প্রকল্পে বিনিয়োগের পরামর্শ কতটা যৌক্তিক বলে তুমি মনে করো? বিশ্লেষণ কর। 

১৫. মি.রহমান BBC কোম্পানির আর্থিক ব্যবস্থাপক, যিনি সর্বধা কোম্পানির মুনাফা বাড়ানোর কথাই চিন্তা করেন। তাই তিনি কোম্পানির উৎপাদিত পণ্যের গুণগতমানের দিক খেয়াল না রেখে পণ্যের মূল বাড়ানো মাধ্যমে মুনাফা দিকেই বেশি মনোযোগ দেন। পক্ষান্তরে মি.হারুন MAXWELL কোম্পানির আর্থিক ব্যবস্থাপক। তিনি তার কোম্পানির উৎপাদিত পণ্যের গুণগতমানের যথাযতভাবে নিয়ন্ত্রণ করেন। ভোক্তার স্বার্থের দিকটা মাথায় রেখে তিনি সীমিত মুনাফা করেন। এতে MAXWELL কোম্পানির উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারিত হয়। মি হারুন কোম্পানির সংশ্লিষ্ট সবার স্বার্থের দিক মাথায় রেখে কোম্পানির সম্পদ বাড়ার দিক নজর দেন।                     [য.বো.২০১৬]
গ) উদ্দীপকে কোম্পানির অর্থায়নের কোন লক্ষ্যের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে দুটি কোম্পানির মধ্যে কোন কোম্পানিটি দীর্ঘমেয়াদী টিকে থাকবে বলে তুমি মনে করো? যুক্তি দাও। 

১৬. মিসেস হেলেনের ‘সুরুচি আচার’ নামে একটি আচারের ব্যবসায় আছে। তিনি গ্রীষ্মকালে একই সাথে কুল, আমসহ বেশ কয়েক প্রকারের আচার তৈরি এবং বাজরজাত করন। ফলে এ সময় তার ব্যবসায়ের তারল্য সংকট দেখা দেয়। অপরপক্ষে, মিসেস পারভীনের ‘টক-ঝাল’ নামে একটি আচার  ও জেলির ব্যবসায় আছে। তিনি সারা বছর ধরে বিভিন্ন ফলের আচার ও জলি তৈরি ও বাজারজাত করেন। মিসেস পারভীন তার ব্যবসায় দীর্ঘকাল ধরে সুন্দরভাবে পরিচালনা করে আসছেন।                       [য.বো.২০১৬]
গ) উদ্দীপকে মিসেস হেলেনের ব্যবসায়ে আর্থিক সংকটের কারণ কী? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের মিসেস পারভীনের ব্যবসায়ের কেন কোনো আর্থিক সংকট দেখা যায় না, তা বিশ্লেষণ কর। 

১৭. মি. রাকিব ও মি. সাকিব দুজনই চাকরিজীবী। রাকিবের কর্মরত প্রতিষ্ঠানটি মূলত জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত। জনঘনের জন্য প্রতিষ্ঠানটি সেতু, রাস্তাঘাট, ফ্ল্যাইওভার নির্মাণ করে। এই প্রতিষ্ঠানের আয়ের উৎস জনগেরণর পরিশোধিত ভ্যাট, ট্যাক্স, শুল্ক ইত্যাদি। অন্যদিকে সাকিবের প্রতিষ্ঠানটি স্বনামধন্য ওষুধ উৎপাদক। সাকিব উক্ত প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক। সম্প্রতি সাকিব ওষুধ উৎপাদনের পাশাপাশি খাদ্যপণ্য, তেল, সাবান ও শ্যাম্পু উৎপাদনেরও গুরুত্বারোপ করেন।                       [রা.বো.২০১৭]
গ) উদ্দীপকের মি রাকিবের প্রতিষ্ঠানের অর্থায়নের ধরণ ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের মি সাকিবের প্রস্তাবটি অর্থায়নের নীতিমালার আলোকে বিশ্লেষণ কর।


Post a Comment

Previous Post Next Post