ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র অধ্যায়-১৩ সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
দ্বিতীয় পত্র

অধ্যায়-১৩: অগ্নিবিমা
জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর

প্রশ্ন ১। মূল্যায়িত বিমাপত্র কী?
উত্তর : যে বিমাপত্রে বিমাকৃত বিষয়বস্তুর মূল্য পূর্বেই নির্ধারণ করা হয়ে থাকে, তাকে মূল্যায়িত বিমাপত্র বলে।

প্রশ্ন ২। অগ্রি বিমা কী?
উত্তর : অগ্নি বিমা একটি ক্ষতিপূরণের চুক্তি যার মাধ্যমে বিমাগ্রহীতা একটি নির্দিষ্ট প্রিমিয়াম প্রদানের মাধ্যমে বিমাকারীর নিকট তার বিমাকৃত সম্পদ বা সম্পত্তির আর্থিক নিরাপত্তা আদায়ের অধিকার লাভ হয়।

প্রশ্ন ৩। গড় বিমাপত্র কী?
উত্তর : যে বিমাপত্র  দ্বারা বিমাকৃত সম্পত্তি ক্ষতিগ্রস্থ হলে গড় নিয়মে তা পূরণ করার প্রতিশ্রæতি দেওয়া হয়, তাকে গড় বিমাপত্র বলা হয়।

প্রশ্ন ৪। স্থলাভিষিক্তকরণ নীতি কী?
উত্তর : সম্পত্তি বিমার ক্ষেত্রে সম্পূর্ণ ক্ষতিপূরণের পর বিমাকৃত সম্পত্তির যদি কিছু অবিশিষ্ট থাকে বা এ সংক্রান্ত কোনো অধিকার থেকে থাকে তার মালিক হয় বিমা কোম্পানি এ নীতিকে স্থলাভিষিক্তকরণ নীতি বলে।

প্রশ্ন ৫। নৈতিক ঝুঁকি কী?
উত্তর : বিমাগ্রহীতার চরিত্র বা পার্শ্ববর্তী লোকদের কার্যকলাপ থেকে সৃষ্ট বিপদের ঝুঁকিকেই নৈতিক ঝুঁকি বলে।

প্রশ্ন ৬। ঘোষণাযুক্ত বিমাপত্র কী?
উত্তর : যে বিমাপত্রে বিমাগ্রহীতা তার রক্ষিত পণ্যের সম্ভাব্য সর্বাধিক পরিমাণের জন্য বিমাপত্র গ্রহণ করে এবং প্রিমিয়ামের ৭৫% অগ্রিম প্রদান করে, তাকে ঘোষণাযুক্ত বিমাপত্র বলে।


একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
দ্বিতীয় পত্র

অধ্যায়-১৩: অগ্নিবিমা
অনুধবানমূলক প্রশ্ন-উত্তর

প্রশ্ন ১। অগ্রিজনিত ক্ষতি বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর : অগ্নিকান্ডের ফলে সৃষ্ট ক্ষতিকে অগ্রিজনিত ক্ষতি বা অপচয় বলে।

মূলত অগ্নি বিমায় বিমাকৃত বিষয়বস্তু অগ্নি দ্বারা সংঘটিত হলে বিমাগ্রহীতা যে ক্ষতির সম্মুখীন হয়, তাই অগ্নিজনিত ক্ষতি বা অপচয় । প্রতিবর্ছই আগুণ দ্বারা কোটি কোটি টাকার স্থাবর, অস্থাবর সম্পদ-সম্পত্তি ভস্মীভূত হয়ে ব্যবসায়ীকে নিঃস্ব করে দেয়। তাই ব্যবসায়ীকে এরুপ দেউলিয়াত্বের হাত থেকে রক্ষার জন্য অগ্নি বিমার প্রচলন হয়েছে। অগ্নি ক্ষতি বা অপচয় কারণ দুটি যেমন- প্রত্যক্ষ ও পরোক্ষকারণ। আগ্নি অপচয়ের প্রত্যক্ষ কারণগুলো সরাসরি অগ্নিকান্ড সংঘটনে সহায়তা করে বিধায় এগুলোকে অগ্নি বিপত্তি বলা হয়। পরোক্ষ কারণগুলো অগ্নিকান্ড ব্যাপকহারে হারে সংঘটিত করে বিধায় অগ্নিজনিত ক্ষতি বা অপচয়ের পরিমাণ ও বেশি হয়।

প্রশ্ন ২। নির্দিষ্ট বিমাপত্র বলতে কী বোঝায়?
উত্তর : যে অগ্নি বিমাপত্রে একটি নির্দিষ্ট পরিমাণ সম্পত্তির বিপক্ষে একটি নির্দিষ্ট পরিমাণ মূল্যের কথা উল্লেখ থাকে এবং ক্ষতি হলে বিমা কোম্পানি বিমাপত্রে উল্লিখিত পরিমাণ ক্ষতিপূরণ প্রদান করতে বাধ্য থাকে তাকে নির্দিষ্ট বিমাপত্র বলে।

প্রশ্ন ৩। মূল্যায়িত বিমাপত্র বলতে কী বোঝ?
উত্তর : যে বিমাচুক্তিতে বিমাকৃত সম্পত্তির মূল্য পূর্ব থেকে উভয়পক্ষের সম্মতিক্রমে নির্ধারণ র্পূবক বিমাপত্রে উল্লেখ করা হয়, তাকে মূল্যায়িত বিমাপত্র বলে।

মূল্যায়িত বিমাপত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এতে বিমাপত্রে বর্ণিত কোনো দুর্ঘটনা কারণে ক্ষতির উদ্ভব হলে সেক্ষেত্রে নতুন করে ক্ষতি মূল্যায়নের বা এ জন্য নতুন করে প্রমাণপত্র হাজির করার প্রয়োজন পড়ে না। এক্ষেত্রে সম্পত্তির কত অংশের ক্ষতি হয়েছে তা নির্ধারণ করে বিমাকৃত মূল্যেও বিচাওে আংশিক ক্ষতি নিরুপিত হয়।

প্রশ্ন ৪। অগ্নি বিমা কোন ধরনের চুক্তি? বুঝিয়ে লেখ।
উত্তর : অগ্নি বিমা একটি ক্ষতিপূরনের চুক্তি।

অগ্নিকান্ডের ফলে বিমাকৃত সম্পত্তি নষ্ট হলে চুক্তি অনুয়ায়ী বিমাকারী বিমাগ্রহীতাকে নির্দিষ্ট আর্থিক ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে। তবে চুক্তির অধিক ক্ষতিপূরণে বাধ্য নয়। এ কারণেই অগ্নি বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়।

প্রশ্ন ৫। ব্যক্তিগত দুর্ঘটনা বলতে কী বোঝ?
উত্তর : ব্যক্তিগত দুর্ঘটনা বিমা হলো বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে এমন একটি চুক্তি যেখানে বিমাগ্রহীতা কোন দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুবরণ করবে অথবা শারীরিক দিক থেকে সম্পূর্ণ বা আংশিক অক্ষম হয়ে পড়লে তাকে বা তার মনোনিত ব্যক্তিকে বিমাকারী চুক্তিতে উল্লেখিত পরিমাণ অর্থ পরিশোধ করার অঙ্গীকার প্রদান করে।


গ ও ঘ (গুরুত্বপূর্ণ টপিক)
প্রশ্নের ধরণ
✯ ‘অগ্নিবিমা ক্ষতিপূরণের চুক্তি’ - ব্যাখ্যা করো। 
✯ অগ্নিবিমা সম্পর্কে ধারণা দাও। 
✯ নির্দিষ্ট অগ্নি বিমাপত্র সম্পর্কে ধারণা দাও। 
✯ পুনঃস্থাপন বিমাপত্র সম্পর্কে ধারণা দাও। 
✯ মূল্যায়িত অগ্নি বিমাপত্র সম্পর্কে ধারণা দাও। 
✯ ভাসমান বিমাপত্র সম্পর্কে ধারণা দাও। 
✯ অগ্নিবিমা চুক্তির দাবি আদায় পদ্ধতি আলোচনা করো। 
✯ স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী অগ্নিবিমা চুক্তির দাবি আদায় পদ্ধতি আলোচনা করো। 
✯ গড়পড়তা হারে অগ্নিবিমা চুক্তির দাবি আদায় পদ্ধতি আলোচনা করো। 

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র অধ্যায়-১৩ সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
দ্বিতীয় পত্র

অধ্যায়-১৩: অগ্নিবিমা
বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর

১। আধুনিক অগ্নিবিমার জনক কে ?
ক. ম্যাক রবিনসন   
খ. নিকোলাস রবার্ট
গ. নিকোলাস বারবন✓   
ঘ. টমাস নিকোল

২। কোন অগ্নিজনিত প্রাকৃতিক ঝুঁকি ?
ক. বিশেষ কারণ   
খ. অসতর্কতা
গ. অবহেলা   
ঘ. বৈদ্যুতিক সংযোগে ত্রুটি

৩। কোন ধরনের বিমার ক্ষেত্রে স্থাবর ও অস্থাবর উভয় ধরনের সম্পত্তিই বিমা করা যায় ?
ক. নৌ   
খ. অগ্নি✓  
গ. দুর্ঘটনা  
ঘ. শস্যা

৪। সাধারণত কত সময়ের জন্য অগ্নিবিমা করা হয় ?
ক. ৪ বছরের বেশি সময়   
খ. ৪বছর
গ. ২ বছর  
ঘ. ১ বছর✓

৫। অগ্নিবিমার ক্ষেত্রে যে বিমাপত্রের বেলায় বিমা গ্রহনের পূর্বে বিষয়বস্তুর মূল্যায়ন করা হয় তাকে কী বলে ?
ক. মূল্যায়িত✓   
খ. অমূল্যায়িত
গ. গড়পড়তা   
ঘ. উদ্বৃত্ত

৬। নৈতিক ঝুঁকির পরিমাণ হ্রাসের ক্ষেত্রে কোন ধরণের অগ্নি বিমাপত্র উত্তম ?
ক. বাড়তি  
খ. ভাসমান
গ. নির্দিষ্ট  
ঘ. গড়পড়তা

৭। কোন ধরনের অগ্নি বিমা ব্যবস্থায় মোট প্রিমিয়ামের ৭৫ ভাগ অগ্রিম প্রদান করতে হয় ?
ক. ভাসমান বিমাপত্র   
খ. সুনির্দিষ্ট বিমাপত্র
গ. ঘোষণাযুক্ত বিমাপত্র✓  
ঘ. গড়পড়তা বিমাপত্র

৮। মানুষের অসততা, অসতর্কতা, স্বেচ্ছায় অগ্নি সংযোগ, অবহেলা প্রভৃতি কারণে কোন ধরনের ঝুঁকির উৎপত্তি হয় ?
ক. নৈতিক✓   
খ. প্রাকৃতিক
গ. সামাজিক   
ঘ. অর্থনৈতিক

৯। কোনটি অগ্নিসংযোগের পরোক্ষ কারণ ?
ক. অসতর্কতা
খ. নিম্নমানের উপকরণ ব্যবহার✓
গ. ইচ্ছাকৃত অগ্নিসংযোগ
ঘ. অবহেলা ও অজ্ঞতা

১০। মানুষের অবহেলার কারণে সৃষ্ট বিরূপ ফলাফলের জন্য কোন ধরনের ঝুঁকির সৃষ্টি হয় ?
ক. নৈতিক✓   
খ. প্রাকৃতিক
গ. সামাজিক    
ঘ. পারিবারিক

১১। অগ্নিবিমায় কোনটি নৈতিক ঝুঁকির মধ্যে পড়ে ?
ক. প্রতিষ্ঠানের প্রকৃতি  
খ. সম্পত্তির দাহ্য প্রকৃতি
গ. ত্রুটিপূর্ণ তাপ ব্যবস্থা   
ঘ. শত্রু দ্বারা অগ্নি সংযোগ

১২। অগ্নিবিমার বিষয়বস্তু হলো-
i. সম্পদ রক্ষা
ii. সচেতনতা বৃদ্ধি
iii. ঝুঁকি বণ্টন

নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii   (খ) i ও iii  (গ) ii ও iii✓ (ঘ) i, ii ও iii

১৩। অগ্নিবিমার সাধারণ উপাদান-
i. দুইটি পক্ষ
ii. ক্ষতিপূরণ
iii. স্বীকৃতি

নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii   (খ) i ও iii✓ (গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

১৪। অগ্নিবিমার নৈতিক ঝুঁকির বিষয়গুলো হলো-
i. শত্রু কর্তৃক অগ্নিসংযোগ
ii. স্বেচ্ছাপ্রণোদিত অগ্নিসংযোগ
iii. বিপজ্জনক প্রক্রিয়ার ব্যবহার

নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii✓   (খ) i ও iii  (গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

১৫। অগ্নি বিমার প্রত্যক্ষ কারণ হলো-
i. অগ্নি সংযোগ
ii. ত্রুটিপূর্ণ নির্মান কাটামো
iii. অসতর্কতা

নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii✓   (খ) i ও iii  (গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

►নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও।
মি. সফিক তার ৫,০০,০০০ টাকার যন্ত্রপাতির জন্য ৩,০০,০০০ টাকার একটি বিমা পলিসি গ্রহণ করেন।আগুনে যন্ত্রটির বেশ ক্ষতি হয়।যার মূল্য ২,০০,০০০ টাকা এবং সম্পুর্ণ যন্ত্রটির ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।

১৬। মি. সফিকের গৃহীত বিমা পলিসি কোন ধরনের ?
ক. নির্দিষ্ট   
খ. অনির্দিষ্ট
গ. মূল্যায়িত   
ঘ. গড়পড়তা✓

১৭। বিমা কোম্পানি কত টাকা ক্ষতিপূরণ দেবে ?
ক. ৫,০০,০০০ টাকা   
খ. ৩,০০,০০০ টাকা
গ. ২,০০,০০০ টাকা✓
ঘ. ১,২০,০০০ টাকা

Post a Comment

Previous Post Next Post