ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র অধ্যায়-১০ সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
দ্বিতীয় পত্র

অধ্যায়-১০: বিমা সম্পর্কে মৌলিক ধারণা
জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর

প্রশ্ন ১। বিমা কী?
উত্তর : মানুষের জীবন ও সম্পত্তিকে ঘিরে যে বিপদ বা ঝুঁকি বিদ্যমান তার বিরুদ্ধে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থাই হলো বিমা।

প্রশ্ন ২। বিমাযোগ্য স্বার্থ কী?
উত্তর : বিমাযোগ্য স্বার্থ বলতে বিমার বিষয়বস্তুর ওপর বিমাগ্রহীতার এমন আর্থিক স্বার্থ বোঝায়, যার উপস্থিতি বিমাগ্রহীতাকে লাভজনক এবং অনুপস্থিতি তাকে ক্ষতিগ্রস্থ করে।

প্রশ্ন ৩। প্রিমিয়ার কী?
উত্তর : বিমার ক্ষেত্রে বিমাগ্রহীতার ঝুঁকি বহন করার জন্য বিমাকারীর যে বিনিময় মূল্য প্রদান করতে হয় তাকে প্রিমিয়াম বলে।

প্রশ্ন ৪। বিশুদ্ধ ঝুঁকি কী?
উত্তর : যে সকল সম্ভাব্য বিপজ্জনক বা ঝুঁকিগত অবস্থায় অথবা কোনো দুর্ঘটনায় ব্যক্তি বা প্রতিষ্ঠান নিশ্চিতভাবেই ক্ষতির সম্মখীন হয়, তাকে বিশুদ্ধ ঝুঁকি বলে।

প্রশ্ন ৫। ব্যবসায়িক ঝুঁকি কী?
উত্তর : ব্যবসায় পরিচালনাসংক্রান্ত অসুবিধার কারণে সৃষ্ট ঝুঁকিই হলো ব্যবসায়িক ঝুঁকি।


গ ও ঘ (গুরুত্বপূর্ণ টপিক)
প্রশ্নের ধরণ
✯ আর্থিক ঝুঁকি সম্পর্কে ধারণা দাও। 
✯ বিমা ব্যবসায়ের ‘সদ্বিশ্বাসের নীতি’ সম্পর্কে আলোচনা করো। 
✯ বিমা ব্যবসায়ের ‘স্থলাভিষিক্তকরণের নীতি’ সম্পর্কে বর্ণনা করো। 
✯ সমন্বিত আনুপাতিক ক্ষতি নির্ণয়ের প্রক্রিয়া আলোচনা করো। 
✯ বিমা ব্যবসায়ের ‘আর্থিক ক্ষতিপূরণের নীতি’ সম্পর্কে আলোচনা করো। 
✯ বিমা চুক্তিতে ‘বিমাযোগ্য স্বার্থ’ উপাদানটি সম্পর্কে বর্ণনা করো। 
✯ যানবাহন বা মোটর বিমা সম্পর্কে ধারণা দাও। 

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র অধ্যায়-১০ সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
দ্বিতীয় পত্র

অধ্যায়-১০: বিমা সম্পর্কে মৌলিক ধারণা
জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর 
 
১। আর্থিক নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে সম্পাদিত চুক্তি কোনটি?
ক. বৈধ চুক্তি   
খ. সঞ্চয় চুক্তি✓
গ. লিখিত চুক্তি    
ঘ. বিমাচ্যুতি

২। কখন বিমা কোম্পানি অর্থ প্রদান করতে বাধ্য থাকে?
ক. চুক্তি সম্পাদিত হলে
খ. বিমাকৃত কারণে ক্ষতি হলে✓
গ. ঋণ গ্রহণ করলে
ঘ. ঝুঁকি হ্রাস করলে

৩। কোন বিমার সাথে স্থলাবিষিক্ততার নীতি সম্পর্কহীন?
ক. নৌ   
খ. জীবন✓  
গ. সম্পত্তি   
ঘ. অগ্নি

৪। সর্বপ্রথম কোন বিমার প্রচলন হয়?
ক. জীবন বিমা   
খ. নৌ বিমা✓
গ. অগ্নিবিমা    
ঘ. দুর্ঘটনা বিমা

৫। কোন ঝুকির বিপক্ষে বিমার মাধ্যমে আর্থিক প্রতিরক্ষার সুযোগ নেয়া যায়?
ক. বিমারযোগ্য ঝুঁকি✓   
খ. মৌলিক ঝুঁকি
গ. নির্দিষ্ট ঝুঁকি    
ঘ. ফটকা ঝুঁকি

৬। কোন নীতির ভিত্তিতে একই সম্পত্তি একাধিক বিমাকারীর নিকট বিমা করা যায়?
ক. প্রত্যক্ষকরণ নীতি
খ. আনুপাতিক অংশগ্রহন নীতি✓
গ. স্থালাবিষিক্তকরণ নীতি
ঘ. আর্থিক ক্ষতি পূরণ নীতি

৭। সদ্বিশ্বাসের সম্পর্ক সৃষ্টিতে বিমাচুক্তিতে উভয়পক্ষের করণীয় কী?
ক. প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা✓
খ. প্রতিশ্রæতি অনুযায়ী প্রিমিয়াম সঠিক সময়ে প্রদান করা
গ. চুক্তির গোপনীয়তা রক্ষা করা
ঘ. চুক্তি সঠিকভাবে মান্য করে চলে

৮। ‘বাজি চুক্তি’ চুক্তি নয় কেন?
ক. এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই
খ. এটিতে কোনো প্রতিদান নেই
গ. অবৈধ ও জনস্বার্থ বিরোধী✓
ঘ. সামাজিক গ্রহণযোগ্যতা নেই

৯। বিমাচুক্তি সম্পাদনে যোগ্য কোন ব্যক্তি?
ক. ১৮ বছরের কম বয়সী
খ. দেউলিয়া ঘোষিত ব্যক্তি
গ. বিকৃত মস্তিষ্কসম্পন্ন ব্যক্তি
ঘ. সরকারী কর্মকর্তা✓

১০। বিমাচুক্তিসম্পাদনে সর্বপ্রথম বিবেচ্য কোনটি?
ক. বিমাকৃত অঙ্ক   
খ. বিমাযোগ্য স্বার্থ✓
গ. বিমাপত্রের মেয়াদ   
ঘ. বিমাকৃত ঝুঁকি

১১। বিমার উদ্দেশ্য হলো-
i. ঝুঁকি হ্রাস
ii. পুনর্গঠন
iii. মূলধন গঠন

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii   (খ) i ও iii✓  (গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

১২। ঋণ ঝুঁকি ব্যবস্থাপনার ধাপগুলো হলো-
i. ঝুঁকি নির্ধারণ
ii. ঝুঁকি মূল্যায়ন
iii. ঝুঁকি পর্যবেক্ষণ

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii   (খ) i ও iii  (গ) ii ও iii   (ঘ) i, ii ও iii✓

১৩। বিমা ব্যবসায় সংশ্লিষ্ট মূলনীতির মধ্যে পড়ে-
i. বিমাযোগ্য স্বার্থের নীতি
ii. সঞ্চয় ও বিনিয়োগ নীতি
iii. স্থলাবিষিক্তকরণ নীতি

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii   (খ) i ও iii✓  (গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

১৪। বিমাপত্রের উল্ল্যেখ থাকে-
i. চুক্তির লক্ষ্য
ii. চুক্তির বিষয়বস্তু
iii. চুক্তির শর্তাদি

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii   (খ) i ও iii  (গ) ii ও iii   (ঘ) i, ii ও iii✓

১৫। বিমাচুক্তির অপরিহার্য উপাদান হলো-
i. দুটি পক্ষ
ii. সঞ্চয়ের সুবিধা
iii. বিমাযোগ্য স্বার্থ

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii   (খ) i ও iii✓  (গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

►নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও।
১৬৯৬ সালের দিকে লন্ডনে এক ব্যক্তি কফি বিক্রি করতেন। তার দোকানে নাবিকদের আনাগোনা ছিল।তিনি ব্যক্তিগত উৎসাহে বিভিন্ন জাহাজ সম্পর্কিত তথ্য সংগ্রহ করতেন।এক সময় তার এই কফিখানাটি বিমা কেন্দ্র হয়ে ওঠে।

১৬। উদ্দীপকে কোন ব্যক্তির কথা বলা হয়েছে-
ক. এডওয়ার্ড লয়েড✓
খ. নিকোলাস বারবন
গ. এম.এন মিশ্র
ঘ. এ্যডাম এম. লয়েডস

১৭। উদ্দীকের ব্যক্তি যে বিমার সাথে জগিত ছিলেন তার গুরুত্ব হলো-
i. নিরাপত্তা বিধান
ii. বাণিজ্যের সম্প্রসারণ
iii. ব্যবসায় গতিশীলতা বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii   (খ) i ও iii  (গ) ii ও iii   (ঘ) i, ii ও iii✓

Post a Comment

Previous Post Next Post