আর্সেনাল সমর্থকেরা আজ লিডস বা ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক বনে দেখতে পারেন। রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের দুটি ম্যাচে লিডস খেলবে বার্নলির বিপক্ষে, ওদিকে ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে উলভারহ্যাম্পটনের বিপক্ষে। এই দুই ম্যাচে দুটি সমীকরণ মিললে একটু স্বস্তি মিলবে আর্সেনাল। একটি বড় লজ্জার হাত থেকে রেহাই মিলবে তাদের।
প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডের সব ম্যাচ এখনও শেষ হয়নি। ৭ ম্যাচ শেষে এখন যে অবস্থা, তাতে সবার শেষে আছে আর্সেনাল। ম্যানচেস্টার আর লিডস আজ কতটা দাপট দেখাতে পারে, সেটার ওপর নির্ভর করছে আজ দিন শেষেও সে অবস্থান থাকবে কিনা আর্সেনালের। যদি অবস্থার পরিবর্তন না হয়, তবে প্রিমিয়ার লিগ ইতিহাসে নতুন এক স্বাদ পাবে আর্সেনাল।
এবারের প্রিমিয়ার লিগের শুরুটা ভয়াবহ হয়েছে আর্সেনালের। প্রথম ম্যাচে সাত দশক পর শীর্ষ পর্যায়ে উঠে আসা ব্রেন্টফোর্ডের কাছে হেরেছে আর্সেনাল। পরের ম্যাচে হেরেছে চেলসির কাছে। আর গতকাল ম্যানচেস্টার সিটির কাছেও হয়েছে চূড়ান্ত ভরাডুবি। এই তিন ম্যাচে কোনো গোল দিতে পারেনি আর্সেনাল। আর নিজেরা গোল খেয়েছে ৯টি। নেতিবাচক ৯ গোল ব্যবধানের সুবাদে লিগে এখন ২০তম আছে।
তিন ম্যাচ শেষে নেতিবাচক গোল ব্যবধানে আর্সেনালের সঙ্গে আছে নরউইচ সিটিও।
কিন্তু গতকাল লেস্টারের বিপক্ষে একটি গোল করেছে বলে সেদিক থেকে আর্সেনালের চেয়ে এগিয়ে আছে নরউইচ। এদিকে প্রথম দুই ম্যাচে হেরেছে বার্নলি ও উলভারহ্যাম্পটন। আজ লিডসের কাছে যদি বার্নলি হারে আর সেটা যদি ৭ গোলের ব্যবধানে হয়, তাহলে তারা আর্সেনালকে পেছনে ফেলে দেবে। প্রথম দুই ম্যাচে ন্যূনতম ব্যবধানে হারা উলভারহ্যাম্পটনের জন্য কাজটা আরেকটু কঠিন। আর্সেনালকে লজ্জা থেকে বাঁচাতে হলে ইউনাইটেডকে আজ জিততে হবে ৮ গোলের ব্যবধান!