মেসি-নেইমারদের খেলা আজ দেখবেন কোথায়?

 

পার্ক দে প্রিন্সেসে পিএসজির হয়ে অভিষেক হবে লিওনেল মেসির, এমন একটা কথা শোনা যাচ্ছিল। কিন্তু মেসির ম্যাচ ফিট হওয়ার অপেক্ষায় বেশ কিছু সময় কেটে গেছে। আর আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততার কারণে পিএসজির নিজেদের মাঠের খেলা হতে হতে ১২ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এত বড় এক তারকাকে দলে টেনে এনে এত দিন তো আর অপেক্ষায় থাকা যায় না। তাই রেঁসের মাঠে আজ পিএসজির ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে মেসিকে।

ফ্রেঞ্চ সংবাদমাধ্যমের কথা সত্য হলে শুধু ম্যাচ স্কোয়াডেই থাকছেন না মেসি, আজ পিএসজির হয়ে অভিষেকও হয়ে যাবে তাঁর। রেঁসের স্তাদ অগোস্ত-দোলন স্টেডিয়ামই হবে সে ইতিহাসের সাক্ষী। ওদিকে নেইমারও এই মৌসুমে প্রথমবারের মতো মাঠে নামবেন আজ। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে এই ম্যাচ।

Post a Comment

Previous Post Next Post