কিছু একান্ত গল্প কথা!



 যৌবন বয়সে হাজারো মেয়ের সাথে চুটিয়ে প্রেম করা ছেলেটাও একদিন শুধু একজনের প্রেমে পড়ে। হাজারো মেয়ের মন ভাঙ্গা ছেলেটির মনেও একদিন শুধু একটি মেয়ে কড়া নাড়ে। শুধুমাত্র সেই মেয়েকে তুমুল ভাবে ভালোবাসে সে। এতোটাই ভালোবাসে যে, তার জন্য বোহেমিয়ান যুবকটি নিজেকে পুরোপুরি বদলে ফেলে। অগোছালো ছেলেটি নিজেকে একদম পরিপাটি করে ফেলে। 


তারপর সেই মেয়েটির সাথেই চোখে এক আকাশ পরিমান স্বপ্ন নিয়ে সংসার পাতে সে। দারুণ আড্ডাবাজ মানুষটি নিত্য দিনের নুন তেলের হিসাব করে তার বৌয়ের সাথে।  সারাদিন ঘরের বাইরে থাকা ছেলেটির একদিন এমন সময়ও আসে যে, সে কেবল কাজের জন্য বাইরে থাকে। আর কাজ শেষে ঘরে ফেরার জন্য ছটফট করে বৌয়ের সাথে সময় কাটাবে বলে। 


এরপর সে একদিন সন্তানের বাবা হয়। একদম কেয়ারলেস ছেলেটি একদিন কেয়ারিং বাবা হয়। যে ছেলেটি একদিন ঘর সংসারের মানে কিছুই বুঝতো না, সেই ছেলেটিই একদিন পুরো সাংসারিক একজন মানুষ হয়ে যায়। যার পৃথিবী কেবল তার বউ আর সন্তানকে ঘিরেই আবর্তিত হয়। 


মানুষ বদলে যায়। সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে। আজকের উড়নচণ্ডী ছেলেটি কালকে কারো সত্যিকারের প্রেমে পড়ে, নিজেকে বদলে ফেলে।  

Post a Comment

Previous Post Next Post