০১. মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
ক. চিত্র
খ. লেখা
গ. ভাষা
ঘ. ইঙ্গিত
উত্তরঃ গ. ভাষা
০২.ভাষার জগতে বাংলার স্থান কততম?
ক. ৭ম
খ. ৬ষ্ঠ
গ. ৫ম
ঘ. ৪র্থ
উত্তরঃ ক. ৭ম
০৩. বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে?
ক. মান্দারিন
খ. ফ্রেঞ্চ
গ. ইংরেজি
ঘ. হিন্দি
উত্তরঃ ক. মান্দারিন
০8. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম?
ক. বঙ্গ-কামরূপী
খ. সংস্কৃত
গ. হিন্দি
ঘ. উড়িয়া
উত্তরঃ ক. বঙ্গ-কামরূপী
০৫. বাংলা ভাষার উৎস কোনটি?
ক. ইন্দো-এশিয়ান
খ. ইন্দো-আফ্রিকান
গ. ইন্দো-ইউরোপীয়
ঘ.ইন্দো-ভারতীয়
উত্তরঃ ক. ইন্দো-এশিয়ান
০৬. পৃথিবীর অধিকাংশ ভাষায় সাধারণত কয়টি রূপ পরিলক্ষিত হয়?
ক. তিনটি
খ. একটি
গ. দুটি
ঘ. চারটি
উত্তরঃ গ. দুটি
০৭. সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন কোন পদে বেশি পরিলক্ষিত?
ক. বিশেষণ ও ক্রিয়া
খ.বিশেষ্য ও বিশেষণ
গ. বিশেষ্য ও সর্বনাম
ঘ. ক্রিয়া ও সর্বনাম
উত্তরঃ ঘ. ক্রিয়া ও সর্বনাম
০৮. 'একদা মরণ-সমুদ্রের বেলাভূমিতে দাড়াইয়া কোন এক আরবীয় সাধক বলিয়াছিলেন'-এ বাক্যাংশটি কোন রীতিতে দিন-
ক. চলিত রীতি
খ. সাধুরীতি
গ. মিশ্র রীতি
ঘ. বিদেশী রীতি
উত্তরঃ খ. সাধুরীতি
০৯. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি
উত্তরঃ ঘ. ৭টি
১০. নির্দিষ্ট পরিবেশের মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি?
ক. ভাষা
খ. শব্দ
গ. ধ্বনি
ঘ. বাক্য
উত্তরঃ ক. ভাষা
১১. মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে-
ক. বর্ণ
খ. শব্দ
গ. বাক্য
ঘ. ভাষা
উত্তরঃ ঘ. ভাষা
১২. ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে?
ক. ব্যাকরণ
খ. ভাষা
গ. ব্যাকরণ ও ভাষা উভয়ই একসাথে
ঘ. কোনোটিইনয়
উত্তরঃ খ. ভাষা
১৩. কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়?
ক. অর্থদ্যোতকতা
খ. ইশারা বা অঙ্গভঙ্গি
গ. মানুষের কণ্ঠনিঃসৃত ধ্বনি
ঘ. জনসমাজে ব্যবহার যোগ্যতা
উত্তরঃ খ. ইশারা বা অঙ্গভঙ্গি
১৪. উপভাষা Dialect. কোনটি?
ক. সাহিত্যের ভাষা
খ. পাঠ্যপুস্তকেরভাষা
গ. অঞ্চলবিশেষের মানুষের মুখের ভাষা
ঘ. লেখ্য ভাষা
উত্তরঃ গ. অঞ্চলবিশেষের মানুষের মুখের ভাষা
আরো পড়ুনঃ
বাংলা ২য় পত্রের বাছাইকৃত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৫. দেশ-কাল ও পরিবেশভেদে কিসের পার্থক্য ঘটে?
ক. ধ্বনির
খ. ভাষার
গ. অর্থের
ঘ. শব্দের
উত্তরঃ খ. ভাষার
১৬. ভাষার মৌলিক অংশ কয়টি?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৬টি
উত্তরঃ গ. ৪টি
১৭. প্রত্যেক ভাষারই তিনটি মৌলিক অংশ হলো-
ক. ধ্বনি,শব্দ, বাক্য
খ. শব্দ, সন্ধি, সমাস
গ. ধ্বনি, শব্দ, বর্ণ
ঘ. অনুসর্গ, উপসর্গ, শব্দ
উত্তরঃ ক. ধ্বনি,শব্দ, বাক্য
১৮. কোন অঞ্চলের মৌলিক ভাষাকে ভিত্তি করে চলিত ভাষা গড়ে উঠেছে?
ক. যশোর
খ. ঢাকা
গ. কলকাতা
ঘ. বিহার
উত্তরঃ গ. কলকাতা
১৯. নিচের কোনটি সাধুরীতির উদাহরণ?
ক. তখন গভীর ছায়া নেমে আসে সর্বত্র
খ. তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে
গ. তখন গভীর ছায়া নামিয়া আসে সর্বত্র
ঘ. তখন গভীর ছায়ায় সর্বত্র ঢেকে গিয়েছে
উত্তরঃ খ. তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে
২০. বাংলা ভাষার কোনরীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী?
ক. সাধুরীতি
খ. চলিত রীতি
গ. কথ্য রীতি
ঘ. লেখ্য রীতি
উত্তরঃ ক. সাধুরীতি
২১. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট-
ক. চলিত ভাষা
খ. কথ্য ভাষা
গ. লেখ্য ভাষা
ঘ. সাধু ভাষা
উত্তরঃ ঘ. সাধু ভাষা
২২. ভাষার কোন রীতি পরিবর্তনশীল?
ক. সাধু রীতি
খ. চলিত রীতি
গ. কথ্য রীতি
ঘ. লেখ্য রীতি
উত্তরঃ গ. কথ্য রীতি
২৩. চলিত ভাষার রীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?
ক. পরিবর্তনশীল
খ. আভিজাত্যের অধিকারী
গ. গুরুগম্ভীর
ঘ. অপরিবর্তনীয়
উত্তরঃ ক. পরিবর্তনশীল
২৪. বাংলা ভাষার চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি?
ক. আভিজাত্য
খ. পদবিন্যাস সুনির্দিষ্ট
গ. কাঠামো অপরিবর্তিত
ঘ. কৃত্রিমতাবর্জিত
উত্তরঃ ঘ. কৃত্রিমতাবর্জিত
২৫. ভাষার কোনরীতি কৃত্রিমতা বর্জিত?
ক. কথ্য রীতি
খ. আঞ্চলিক রীতি
গ. চলিত রীতি
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ গ. চলিত রীতি
২৬. তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?
ক. চলিত রীতি
খ. সাধুরীতি
গ. মিশ্র রীতি
ঘ. আঞ্চলিক রীতি
উত্তরঃ খ. সাধুরীতি
২৭. ভাষার কোনরীতি তদ্ভব শব্দবহুল?
ক. সাধু রীতি
খ. চলিত রীতি
গ. কথ্য রীতি
ঘ. বানানরীতি
উত্তরঃ খ. চলিত রীতি
২৮. সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়-
ক. অব্যয়
খ. সম্বোধন পদ
গ. সর্বনাম
ঘ. ক্রিয়া
উত্তরঃ ক. অব্যয়
২৯. সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয়না?
ক. বিশেষ্য
খ. সর্বনাম
গ. অব্যয়
ঘ. ক্রিয়া
উত্তরঃ গ. অব্যয়
৩০. বাংলা ভাষার মধ্যযুগ কোনটি?
ক.৬৫০-১২০০ সাল
খ.৮০০-১২০০ সাল
গ.১২০০-১৬০০ সাল
ঘ.১২০১-১৮০০ সাল
উত্তরঃ ঘ.১২০১-১৮০০ সাল
৩১. বাংলা ভাষার প্রাচীন যুগ কোনটি?
ক. ৬৫০-১২০০ সাল
খ. ৮০০-১২০০ সাল
গ.১২০০-১৬০০ সাল
ঘ. ১২০১-১৮০০ সাল
উত্তরঃ ক. ৬৫০-১২০০ সাল
৩২. বাংলা ভাষার আধুনিক যুগ কোনটি?
ক. ৬৫০-১২০০ সাল
খ. ৮০০-১২০০ সাল
গ. ১২০০-১৬০০ সাল
ঘ. ১৮০০-বর্তমান
উত্তরঃ ঘ. ১৮০০-বর্তমান
৩৩. প্রাচীন বাংলা গদ্য সাহিত্য কোন ভাষায় রচিত?
ক. উপভাষা
খ. চলিত ভাষা
গ. সাধু ভাষা
ঘ. হিন্দি ভাষা
উত্তরঃ গ. সাধু ভাষা
আরো পড়ুনঃ
বাংলা ২য় পত্রের বাছাইকৃত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর