একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
দ্বিতীয় পত্র
অধ্যায়-০৩: বাণিজ্যিক ব্যাংক
জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর
প্রশ্ন ১। বাণিজ্যিক ব্যাংক কী?
উত্তর : যে ব্যাংক জনসাধারণের আমানত গ্রহণ ও ঋণদানের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।
প্রশ্ন ২। বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য কী?
উত্তর : বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলো ‘মুনাফা অর্জন’।
প্রশ্ন ৩।তারল্য নীতি কী?
উত্তর : গ্রাহকের চেকের অর্থ চাহিবামাত্র পরিশোধের সামর্থ্য ধরে রাখার জন্য কাম্য পরিমাণ তরল সম্পত্তি সংরক্ষণের কৌশলকেই তারল্য নীতি বলে।
প্রশ্ন ৪। ব্যাংকের আজ্ঞাপত্র কী?
উত্তর : যে দলিলের মাধ্যমে কোনো ব্যাংক তার অন্য কোনো শাখা বা অন্য কোনো ব্যাংককে নির্দিষ্ট ব্যক্তি অথবা ধারককে নির্দিষ্ট পরিমাণ অর্থ চাহিবামাত্র প্রদানের নির্দেশ দিয়ে থাকে, তাকে ব্যাংকের আজ্ঞাপত্র বলে।
প্রশ্ন ৫। বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কোনটি?
উত্তর : বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস হলো আমানতকারীদের জমাকৃত অর্থ।
প্রশ্ন ৬। ব্যাংকের মুনাফার নীতি কী?
উত্তর : তারল্য অবস্থা সংরক্ষণপূর্বক অতিরিক্ত তহবিল নিরাপদ ও লাভজনক খাতে ঋণদান বা বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জন করতে পারার নীতিকেই ব্যাংকেরে মুনাফা অর্জনের নীতি বলে।
একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
দ্বিতীয় পত্র
অধ্যায়-০৩: বাণিজ্যিক ব্যাংক
অনুধাবনমূলক প্রশ্ন-উত্তর
প্রশ্ন ১। বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত সৃষ্টির কৌশল উল্লেখ কর।
অথবা, বাণিজ্যিক ব্যাংক কীভাবে ঋণ আমানত সৃষ্টি করে?
অথবা, “ বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে”- ব্যাখ্যা কর।
উত্তর : যে অভিনব পন্থায় বাণিজ্যিক ব্যাংক সরাসরি নগদে ঋণ না দিয়ে তা ঋণগ্রহীতার আমানত হিসেবে স্থানান্তর করে নতুন ঋণের সৃষ্টি করে, তাকে বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত সৃষ্টি বলে।
বাণিজ্যিক ব্যাংকর কাউকে ঋণ দিলে সরাসরি না দিয়ে গ্রাহকের হিসাবে জমা করে। এতে ঋণ আমানত সৃষ্টি হয়। আবার আমানত থেকে তারল্য সংরক্ষণ করে বাকিটা ঋণ দেয়। এভাবেই ঋণ থেকে আমানত এবং আমানত থেকে ঋণ সৃষ্টি হয়।
প্রশ্ন ২। বাণিজ্যিক ব্যাংককে মুদ্রাবাজারে মধ্যমণি বলা হয় কেন?
উত্তর : মধ্যমণি বলতে মধ্য অবস্থান বা কেন্দ্রীয় বা জনপ্রিয় অবস্থানকে বোঝায়। বাণিজ্যিক ব্যাংককে মুদ্রাবাজারে মধ্যমণি বলা হয়। কারণ জনগণের সঞ্চিত অর্থ এ ব্যাংক বিভিন্নি হিসাবের মাধ্যমে সংগ্রহ করে, অর্থের নিরাপত্তা দেয়। নিরাপদে অর্থ স্থানান্তর করে। লেনদেন সহজ ও নিরাপদ করার লক্ষে অর্থের বিকল্প মাধ্যম সৃষ্টি করে। ঋণদানের মাধ্যমে অর্থেও উপযোগ বৃদ্ধি করে।
প্রশ্ন ৩। বাণিজ্যিক ব্যাংক দীর্ঘমেয়াদি ঋণ দেয় না কেন?
উত্তর : বাণিজ্যিক ব্যাংক গ্রাহকের নিকট হতে সঞ্চিত আমানত গ্রহণের মাধ্যমে তহবিল গঠন করে এবং তা হতেই ঋণদান করে। গ্রাহক যে কোন সময় সঞ্চিত অর্থ ফেরত চাইলেই প্রদান করতে বাণিজ্যিক ব্যাংক বাধ্য থাকে। গ্রাহক চাইলেই যেন অর্থ ফেরত দেওয়া যায় সেজন্য বণিজ্যিক ব্যাংককে পর্যাপ্ত অর্থ নগদ তহবিলে জমা রাখতে হয়। তাই বাণিজ্যিক ব্যাংক দীর্ঘমেয়াদি ঋণ দেয় না।
প্রশ্ন ৪। বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে?
উত্তর : চেক, ড্রাফট, বিনিময়, হুন্ডি ইত্যাদি ইস্যু করার মাধ্যমে বাণিজ্যিক ব্যঅংক বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে।
নোট বিনিময়ের সবচেয়ে সহজ মাধ্যম হিসেবে বিবেচিত হয়। কিন্তু বাণিজ্যিক ব্যাংকসমূহ নোট ইস্্ুয করতে পাওে না তার বিভিন্ন পত্রের মাধ্যমে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে\ এসব পত্রের মধ্যে চক, ড্রাফট, বিনিময়, হুন্ডি অন্যতম। এগুলোর সাহায্যে জনগন অতি সহজেই তাদের লেনদেন নিষ্পত্তি করতে পারে। ফলে দেশে অর্থনৈতিক লেনদেনের পরিমাণ বৃদ্ধি পায় ও উন্নয়ন ত্বরান্বিত হয়।
প্রশ্ন ৫। ব্যাংক কিভাবে মূলধন গঠনে সহায়তা করে?
উত্তর : ব্যাংক জনগণের বিক্ষিপ্ত সঞ্চয়গুলোকে আমানত হিসেবে গ্রহণ করে মূলধন গঠনে সহায়তা করে।
দেশের শিল্প ও অর্থনৈতিক অগ্রগতির জন্য বিপুল পরিমাণ মূলধনের প্রয়োজন হয়। অর্থবাজারের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ব্যাংক গ্রাহকদেও সঞ্চয় অর্থ থেকে মূলধন গঠন কওে অর্থ সংস্থান করে। ব্যাংক বিশেষত বাণিজ্যিক ব্যঅংক দেশের সর্বত্র শাখা প্রতিষ্টা ম াধমে জনগণকে সঞ্চয় উদ্বুদ্ধ কওে ও আমানত সংগ্রহের চেষ্ট চালঅয় এতে দেশে সঞ্চয় বাড়ে ও তা ব্যাংকে এসে মূলধনে রুপান্তিত হয়। এককথায় জনসাধারণ বিক্ষিপ্তভাবে ব্যাংকে যে সঞ্চয় করে, ব্যাংক তা একত্রিত করে মূলধন গঠন করে থাকে।
প্রশ্ন ৬। বিনিময়ের মাধ্যম সৃষ্টি কী বোঝায়?
উত্তর : বাণিজ্যিক ব্যাংক কর্তৃক মুদ্রা বিনিময়ের বিভিন্ন মাধ্যম সৃষ্টির কৌশলই হলো বিনিময় মাধ্যম সৃষ্টি।
মুদ্রা বিনিময়ের অন্যতম মাধ্যম হলেও বিনিময়ের বিকল্প হিসেবে বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ধরণের মাধ্যম সৃষ্টি করে, যাকে বিনিময় মাধ্যম বলে। পূর্বে বাণিজ্যিক ব্যাংকসমূহের কাগজি নোট প্রচলনের ক্ষমতা ছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন দেশে কেন্দ্রীয় ব্যাংক ব্যাবস্থা প্রবর্তনের পর বাণিজ্যিক ব্যাংক সমূহ কাগজি নোট প্রচলের ক্ষমতা রতিহত বা বন্ধ হয়ে যায়। তবে বাণিজ্যিক ব্যাংকসমূহ তাদের কর্মকান্ড অব্যাহত রাখার জন্য তথা দেশের ব্যবসা-বাণিজ্যের সুবিধার্তে কাগজি নোটের বিকল্প হিসেবে চেক, ড্রাফট, পে-অর্ডার, ক্রেডিট কার্ড, ব্যাংক গ্যারান্টি প্রভৃতি বিনিময় মাধ্যম সৃষ্টি করে। যা বর্তমানে ব্যাপকভাবে প্রচলিত।
প্রশ্ন ৭। বাণিজ্যিক ব্যাংকসমূহ কীভাবে তারল্য বজায় রাখে?
উত্তর : বাণিজ্যিক ব্যাংক সর্বদাই আমানতকারীদের আমানতকৃত অর্থেও কিছু অংশ তরল সম্পদ হিসেবে সংরক্ষণ করে যাতে আমনতকারী চাহিবামাত্র ব্যাংক তার অর্থ ফেরত দিতে পারে। কেননা আমানতকারিগণ দাবি করা মাত্র ব্যাংক অর্থ প্রদানে বাধ্য থাকে। তাছাড়া গ্রাহক অর্থ উত্তোলনের ব্যর্থ হলে ব্যাংক সুনাম নষ্ট হয়। তাই গ্রাহকদরে জমাকৃত অর্থ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ তারল্য হিসেবে জমা রাখে।
গ ও ঘ (গুরুত্বপূর্ণ টপিক)-০৩
প্রশ্নের ধরণ
✯ বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে ধারণা দাও।
✯ ব্যাংক ও গ্রাহকের মধ্যকার সম্পর্ক বর্ণনা করো।
✯ কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যকার তুলনামূলক পার্থক্য আলোচনা করো।
✯ অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের প্রয়োজনীয়তা বর্ণনা করো।
✯ ‘বাণিজ্যিক ব্যাংক স্বল্পমেয়াদি ঋণের ব্যবসায়ী’ - ব্যাখ্যা করো।
✯ অর্থ প্রাপ্তিতে বাণিজ্যিক ব্যাংকের নিশ্চয়তা সনদের প্রয়োজনীয়তা বর্ণনা করো।
✯ বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ও বিনিয়োগ নীতি অনুসরণের কারণসমূহ আলোচনা করো।
✯ বাণিজ্যিক ব্যাংকের নীতিসমূহ আলোচনা করো।
✯ বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত সৃষ্টির কৌশল বর্ণনা করো।
একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
দ্বিতীয় পত্র
অধ্যায়-০৩: বাণিজ্যিক ব্যাংক
বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর
১। উপমহাদেশের প্রথম বাণিজ্যিক ব্যাংক কোনটি?
ক. দি হিন্দুস্থান ব্যাংক
খ. দি জেনারেল ব্যাংক অব ইন্ডিয়া
গ. হাবিব ব্যাংক✓
ঘ. রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া
২। বাংলাদেশে সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক কোনটি?
ক. রূপালী ব্যাংক
খ. সোনালী ব্যাংক✓
গ. ইসলামী ব্যাংক বাংলাদেশ
ঘ. জনতা ব্যাংক
৩। কোন নীতি বিবেচনায় বাণিজ্যিক ব্যাংক সব সময় ভল্টে নগদ অর্থ সংরক্ষণ করে?
ক. তারল্য✓
খ. নিরাপত্তা
গ. সচ্ছলতা
ঘ. মিতব্যয়িতা
৪। বাণিজ্যিক ব্যাংক-কে পরিশোধিত মূলধন ৪০০ কোটি টাকা সংরক্ষণ করতে হয় কোন নীতি অনুসারে?
ক. তারল্যের নীতি
খ. নিরাপত্তার নীতি
গ. সচ্ছলতার নীতি✓
ঘ. মুনাফার নীতি
৫। বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সাথে কোন নীতি অনুসরণ করে?
ক. সহযোগিতার নীতি✓
খ. প্রতিযোগীতার নীতি
গ. বিনিয়োগকারীর নীতি
ঘ. প্রচারের নীতি
৬। বিভিন্ন শিল্পভূক্ত ফার্মে ঋণদান বাণিজ্যিক ব্যাংকের কোন নীতির সাথে সঙ্গতিপূর্ণ?
ক. সচ্ছলতার নীতি
খ. মুনাফার নীতি
গ. বৈচিত্রায়নের নীতি✓
ঘ. দক্ষতার নীহি
৭। ঋণ আমানত সৃষ্টি প্রক্রিয়া বাধাগ্রস্থ হয় কখন?
ক. দেশে মুদ্রাস্ফীতি হলে
খ. বিদেশি বিনিয়োগ কমলে
গ. কেন্দ্রীয় ব্যাংক জমার হার বৃদ্ধি করলে✓
ঘ. জনসংখ্যা বাড়লে
৮। বাণিজ্যিক ব্যাংকের সর্বাধিক প্রচলিত ঋণ কোনটি?
ক. স্বল্পমেয়াদি ঋণ✓
খ. মধ্যমেয়াদি ঋণ
গ. স্বল্প ও মধ্যমেয়াদি ঋণ
ঘ. দীর্ঘমেয়াদি ঋণ
৯। বাণিজ্যিক ব্যাংকের সুনাম ও সাফল্য কীসের ওপর নির্ভর করে?
ক. ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রনের ওপর
খ. নিকাশঘরের দায়িত্ব রক্ষার ওপর
গ. আমানতকারীর আস্থা রক্ষার ওপর✓
ঘ. মূল্যস্তরের স্থিতিশীলতা রক্ষার ওপর
১০। জনাব জুনাইদকে ১,০০,০০০ টাকা ঋণ মঞ্জুর করা হলো।এক্ষেত্রে, ব্যাংকের নগদ জমার হার ৫% ও বিধিবদ্ধ তারল্য সঞ্চিতির হার ১৫% হলে, ঋণকৃত অর্থ অর্থনীতিতে কত টাকার ঋণ আমানত সৃষ্টি করবে?
ক. ২০,০০০ টাকা
খ. ৬,৬৬,৬৬৭ টাকা✓
গ. ২০,০০,০০০ টাকা
ঘ. ৫,০০,০০০ টাকা
১১। ঋণ আমানত সৃষ্টির সকল অনুমতি শর্ত বহার থাকা সাপেক্ষে ১,০০০ টাকার প্রাথমিক আমানত ব্যাংকিং ব্যবস্থায় কত টাকার ঋণে পরিণত হবে, যদি বাধ্যতামূলক সঞ্চিতির হার ২০% হয়?
ক. ১,০০০ টাকা
খ. ৪,০০০ টাকা
গ. ৫,০০০ টাকা✓
ঘ. ২০,০০০ টাকা
১২। ব্যাংক নিজস্ব তহবিল সংগ্রহ করে কোথা থেকে?
ক. জনগণ থেকে
খ. সরকার থেকে
গ. শেয়ার বিক্রয় ও মুনাফা হতে✓
ঘ. অন্যান্য ব্যাংক হতে
১৩। অর্থ বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের উপাদান?
ক. বাণিজ্যিক উপাদান
খ. অবাণিজ্যিক উপাদান
গ. ব্যবসায়িক উপাদান✓
ঘ. অব্যবসায়িক উপাদান
১৪। বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টির কৌশল হিসেবে কী ক্রয় করে?
ক. শেয়ার
খ. বিহিত মুদ্রা✓
গ. বৈদেশিক মুদ্রা
ঘ. সরকারি তহবিল
১৫। বাণিজ্যিক ব্যাংক কীভাবে সুষম অর্থনৈতিক উন্নয়ন করে?
ক. প্রশিক্ষন দিয়ে
খ. বড় শিল্পে ঋণ দিয়ে
গ. ভোক্তাদের ঋণ দিয়ে
ঘ. সব শ্রেণীকে ব্যাংকিং সুবিধা দিয়ে✓
১৬। বাণিজ্যিক ব্যাংক স্বল্পমেয়াদি ঋণের ব্যবসায়ী কারণ-
i. দীর্ঘমেয়াদী ঋণ দিতে আইনের বাধা আছে
ii. সঞ্চয়ী ও চলতি হিসাবের আধিক্য রয়েছে
iii. ব্যাংক পরের অর্থে ব্যবসা করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii✓ (ঘ) i, ii ও iii
১৭। ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যায়-
i. বিদ্যুৎ বিল
ii. নাস্তার বিল
iii. গ্যাস বিল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii* (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৮। বাণিজ্যিক ব্যাংকের যে সকল আধুনিক সুবিধা গ্রাহক সেবার মান বৃদ্ধিতে ভূমিকা রেখেছে, তা হলো-
i. এটিএম বুথ
ii. লকার ভাড়া
iii. অনলাইন ব্যাংকিং
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii✓ (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৯। অধিক তারল্য সংরক্ষণ করার ফলে ব্যাংকের ঋণদান ক্ষমতা-
i. হ্রাস পায়
ii. বৃদ্ধি পায়
iii. অপরিবর্তিত থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) র✓ (খ) রর (গ) iii (ঘ) i, ii ও iii
২০। বাণিজ্যিক ব্যাংক কর্তৃক ইস্যুকৃত দলিল-
i. বিনিয়োগের মাধ্যম সৃষ্টি
ii. আমানত থেকে ঋণ সৃষ্টি
iii. ঋণ হতে আমানত সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii✓ (ঘ) i, ii ও iii
২১। বাণিজ্যিক ব্যাংক কর্তৃক ইস্যুকৃত দলিল-
i. প্রত্যয় পত্র
ii. ব্যাংক আজ্ঞাপত্র
iii. ট্রেজারি বিল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii✓ (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২২। ‘সুপার ব্যাংক’ একটি বাণিজ্যিক ব্যাংক।ব্যাংকটি চেক, ড্রাফট ও ঋণপত্র ক্রয় বিক্রয়ের প্রতিনিধি হিসেবে কাজ করে-
i. জনগণের
ii. সরকারের
iii. কেন্দ্রীয় ব্যাংকের
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii✓ (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৩। বাণিজ্যিক ব্যাংকের অভ্যন্তরীণ বাণিজ্যের ভূমিকার মধ্যে পড়ে-
i. মূলধন সরবরাহ
ii. প্রত্যয়পত্র ইস্যু
iii. কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii✓ (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
►নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও।
ঋতু চাকরির জন্য পত্রিকায় একটি বিজ্ঞাপন দেখল। সে চাকরির ইন্টারভিউতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিল। ইন্টারভিউ ফরমের ফি ব্যাংরেক মাধ্যমে পে-অর্ডার করে পাঠাতে হবে।তাই সে ‘খ’ ব্যাংকে গিয়ে পে-অর্ডারের মাধ্যমে ৩০০ টাকা ঐ কোম্পানিতে পাটালো।
২৪। ‘খ’ ব্যাংক ঋতুর নিকট কী হিসেবে কাজ করছে?
ক. গ্রাহকের প্রতিনিধি
খ. নিরাপত্তার প্রতীক
গ. বিশ্বস্ততার প্রতীক
ঘ. মূলধন স্থানান্তর✓
২৫। পে-অর্ডার ইস্যুর মাধ্যমে ‘খ’ ব্যাংক কোন ধরনের কার্য সম্পাদন করেছে?
ক. গোপনীয়তা
খ. বিশ্বস্ততার প্রতীক
গ. নিরাপত্তা
ঘ. সেবা বিক্রয়✓