একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
দ্বিতীয় পত্র
অধ্যায়-০১: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা
জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর
প্রশ্ন ১। ব্যাংক কী?
উত্তর : যে আর্থিক মধ্যস্থব্যবসায় প্রতিষ্ঠান আমানত গ্রহণ, ঋণদান এবং অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সাম্পাদন করে তাকে ব্যাংক বলে।
প্রশ্ন ২ । তালিকাভুক্ত ব্যাংক কী?
উত্তর : যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম-নীতি পালনের শর্তে এর তালিকায় অন্তর্ভুক্ত হয়, তাকে তালিকাভুক্ত ব্যাংক বলা হয়।
প্রশ্ন ৩। বিশেষায়িত ব্যাংক কী?
উত্তর : যে সকল ব্যাংক গ্রাহকদের প্রয়োজন ও অর্থনীতির বিশেষ কোনো দিক নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে বিশেষায়িত ব্যাংক বলা হয়।
প্রশ্ন ৪। তারল্য কী?
উত্তর : চাহিবামাত্র গ্রাহকের অর্থ পরিশোধের সামর্থ্যকে তারল্য বলা হয়।
প্রশ্ন ৫। স্বায়ত্ত্বশাসিত ব্যাংক কী?
উত্তর : যে ব্যাংক সরকারের বিশেষ আইন বা অধ্যাদেশ বলে গঠিত ও পরিচালিত হয় তাকে স্বায়ত্তশাসিত ব্যাংক বলে।
প্রশ্ন ৬। ব্যাংকিং কী?
উত্তর : একজন ব্যাংকারের ব্যবসায় এবং ব্যাংক ব্যবসায়ের ব্যবস্থ্পানাই ব্যাংকিং।
একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
দ্বিতীয় পত্র
অধ্যায়-০১: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা
অনুধাবনমূলক প্রশ্ন-উত্তর
প্রশ্ন ১ । ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয় কেন?
উত্তর : ব্যাংক জনগণের নিকট থেকে কম লাভে অর্থ আমানত হিসেব গ্রহণ করে এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অধিক লাভে ঋণ দেয় তাই ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয়।
ব্যাংক একটি আর্থিক মধ্যস্থাব্যবসায় প্রতিষ্ঠান। এটি জনগণের সঞ্চিত অর্থ আমানত রাখে। আমানতের একটি অংশ গ্রাহকের দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য হাতে রেখে বাকি অংশ ঋণদান ও বিনিয়োগ করে। মূলত ব্যাংক আমানতকারীর অর্থ ধার হিসেবে গ্রহণ করে ঋণগ্রহীতাদেরকে ঋণ বাবদ প্রদানের মাধ্যমে মুনাফা আর্জন করে বিধায় ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয়।
প্রশ্ন ২ । শাখা ব্যাংক বলতে কী বোধায়?
উত্তর : যে ব্যাংকিং ব্যবস্থায় একটি প্রধান অফিসের অধীনে দেশে-বিদেশে শাখা প্রতিষ্ঠার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় তাকে শাখা ব্যাংক বলে।
শাখা ব্যাংক একটি বৃহাদয়তন ব্যাংকিং প্রতিষ্ঠান। কারণ এর আর্থিক সামর্থ্য বেশি থাকে। বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা সামগ্রিকভাবে শাখা ব্যাংকের অন্তর্ভূক্ত।
প্রশ্ন ৩। বাংলাদেশ কৃষি ব্যাংককে মিশ্র ব্যাংক বলা হয় কেন?
উত্তর : যে ব্যাংক ব্যবস্থায় বাণিজ্যিক ও বিশেষায়িত উভয় ধরনের সেবা পাওয়া যায় তাকে মিশ্র ব্যাংক বলা।
বাংলাদেশের কৃষির উন্নয়নের লক্ষে ব্যাংকটি বিশেষায়িত উভয় ধরনের ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয় কিন্তু ব্যাংকটি কৃষির পাশাপাশি বাণিজ্যিক খাতে ও ব্যাংকিং লেনদেন সম্পাদন করে। এজন্য কৃষি ব্যাংককে মিশ্র ব্যাংক বলা হয়।
প্রশ্ন ৪ । ব্যাংক কিভাবে পরের ধনের পোদ্দারী করে?
উত্তর : যে ব্যবসায় প্রতিষ্ঠান বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণ থেকে আমানত সংগ্রহ করে, ঋণ দেয়, বিনিময় মাধ্যম সৃষ্টিসহ গ্রাহকদের বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে তাকে ব্যাংক বলে। ব্যাংকের মুখ্য কাজ হলো আমনতকারীদের নিকট থেকে কম লাভে আমানত বা ধার সংগ্রহ করা এবং ঐ অর্থ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আধিক লাভে ঋণ দেওয়া। অর্থ ঋণ নেওয়া এবং এ অর্থ ধার দেওয়া ব্যাংকের মুখ্য কাজ হওয়ায় ব্যাংককে পরের ধনের পোদ্দারী বা ধার করা অর্থের ধারক বলে।
প্রশ্ন ৫। গারনিশি অর্ডার বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর : ইংরেজি ‘Garnishee’ শব্দটি ল্যাটিন শব্দ ‘Garnire’ হতে উদ্ভব হয়েছে। গারনিশি আদেশ মূলত আদালত কর্তৃক ব্যাংকের ওপর প্রদত্ত একটি আদেশ। এ আদেশবলে আদালত ব্যাংকের কোনো গ্রাহকের হিসাব ক্রোাক অথবা বন্ধ করে দিতে পারে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অপর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব বন্ধ বা ক্রোক করার উদ্দেশ্যে আদালতের মাধ্যমে এ আদেশ জারি করে থাকে। গারনিশি আদেশে তিনটি পক্ষ থাকে। প্রথম পক্ষ এক জন পাওনাদার, দ্বিতীয় পক্ষ একজন দেনাদার এবং তৃতীয় পক্ষ ব্যাংক।
গ ও ঘ (গুরুত্বপূর্ণ টপিক)
প্রশ্নের ধরণ
✯ দেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা আলোচনা করো।
✯ দেশের অর্থনৈতিক উন্নয়নে তালিকাভুক্ত ব্যাংকসমূহের ভূমিকা আলোচনা করো।
✯ দেশের অর্থনৈতিক উন্নয়নে শাখা ব্যাংকের ভূমিকা আলোচনা করো।
✯ শাখা ব্যাংক সম্পর্কে বর্ণনা করো।
✯ একক ব্যাংক সম্পর্কে আলোচনা করো।
✯ অ-তালিকাভুক্ত ব্যাংক সম্পর্কে বর্ণনা করো।
✯ বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে ধারণা দাও।
✯ কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে ধারণা দাও।
✯ শাখা ব্যাংকের সুবিধাসমূহ আলোচনা করো।
✯ শাখা ব্যাংক ও একক ব্যাংকের মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করো।
✯ গ্রুপ ব্যাংক সম্পর্কে বর্ণনা করো।
✯ চেইন ব্যাংক গঠনের উদ্দেশ্য আলোচনা করো।
✯ ব্যাংকের তারল্য সংকটে পড়ার কারণসমূহ বর্ণনা করো।
✯ বিশেষায়িত ব্যাংক সম্পর্কে বর্ণনা করো।
✯ কৃষি ব্যাংকের উদ্দেশ্য আলোচনা করো।
✯ শিল্প ব্যাংকের প্রয়োজনীয়তা আলোচনা করো।
✯ ব্যাসেল-১ ও ব্যাসেল-২ সম্পর্কে ধারণা দাও।
✯ ‘বাণিজ্যিক ব্যাংকসমূহ কেন্দ্র্রীয় ব্যাংকের কাছে দায়বদ্ধ’ - ব্যাখ্যা করো।
✯ ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্যাবলি বর্ণনা করো।
একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
দ্বিতীয় পত্র
অধ্যায়-০১: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা
বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর
১. কোন দেশের ব্যাসেল শহরকে কেন্দ্র করে ব্যাসেল ১ ও ২ নামকরণ করা হয়েছে?
ক. সুইজারল্যান্ড✓
খ. নেদারল্যান্ডস
গ. ডেনমার্ক
ঘ. গ্রেট ব্রিটেন
২. কখন কাগজী নোটের প্রচলন ঘটে?
ক. প্রাচীন যুগের শেষে
খ. মধ্যযুগের প্রথমে
গ. মধ্যযুগের মাঝামাঝিতে✓
ঘ. মধ্যুযুগের শেষে
৩. ব্যাংকের তারল্য সংরক্ষণ এ তরলে সম্পদ হলো-
i. ভন্টে রক্ষিত নগদ অর্থ
ii. কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত অর্থ
iii. ক্রয়রত সরকারী ট্রেজারি বিল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii✓
৪. কোনটি প্রথম সনদপ্রাপ্ত সরকারী ব্যাংক?
ক. ব্যাংক অব জেনোয়া
খ. ব্যাংক অব জাপান
গ. ব্যাংক অব ইংল্যান্ড
ঘ. রিকস ব্যাংক অব সুইডেন✓
৫. প্রথম আধুনিক ব্যাংক কোনটি?
ক. ব্যাংক অব ভেনিস
খ. ব্যাংক অব বার্সোলোনা
গ. রিকস ব্যাংক অব সুইডেন✓
ঘ. হিন্দুস্তান ব্যাংক
৬. শাখা ব্যাংকের আদি ভূমি কোথায়?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য✓
গ. ইতালি
ঘ. জার্মাানি
৭. আধুনিক অর্থনীতির জীবনীশক্তি কোন প্রতিষ্ঠান?
ক. বিমা
খ. কোম্পানি
গ. শিক্ষা প্রতিষ্ঠান
ঘ. ব্যাংক
৮. অভ্যান্তরীণ বাণিজ্য ব্যাংকের কোন ভূমিকাকে তুমি অধিকতর গুরুত্বপূর্ণ মনে করো?
ক. অর্থের নিরাপদ সংরক্ষণ
খ. দেনা-পাওনা নিষ্পত্তি
গ. মূলধন সরবরাহ✓
ঘ. শেয়ার ও ঋণপত্র বিক্রয়
৯. যুক্তরাষ্ট্রের অধিকাংশ ব্যাংক কোন ধরনের?
ক. শাখা ব্যাংক
খ. একক ব্যাংক✓
গ. চেইন ব্যাংক
ঘ. গ্রুপ-ব্যাংক
১০. ব্যাংককে ‘ধার করা অর্থের ধারক’ বলার পিছনে অধিকতর যৌক্তিক কারণ কোনটি?
ক. আমানতকৃত অর্থ ধারণ করে বলে
খ. আমানতকৃত অর্থ ধার দেয় বলে✓
গ. ব্যাংক থেকে ধার নিয়ে ধার দেয় বলে
ঘ. ঋণদাতাদের থেকে ঋণ দিয়ে ঋণ দেয় বলে
১১. ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্যাবলির অন্তর্ভূক্ত কোনটি?
ক. বিনিময়ের মাধ্যম সৃষ্টি
খ. গ্রাহকদের চেকের অর্থ সংগ্রহ✓
গ. ঋণদান
ঘ. আমানত সংগ্রহ
১২. নিচের কোনটি স্বায়ত্তশাসিত ব্যাংক?
ক. জনতা ব্যাংক
খ. উত্তরা ব্যাংক
গ. আরব-বাংলাদেশ ব্যাংক
ঘ. বাংলাদেশ ব্যাংক✓
১৩. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক কোন ধরনের ব্যাংক?
ক. বেসরকারি
খ. স্বায়ত্বশাসিত
গ. বিশেষায়িত✓
ঘ. বিদেশি
১৪. বাংলাদেশ এ ব্যাংক ব্যবস্থা গঠন, উন্নয়ন ও নিয়ন্ত্রিত হয় কোন আইনে?
ক. ব্যাংক কোম্পানি আইন ১৮৯১✓
খ. ব্যাংক কোম্পানি আইন ১৯৯২
গ. ব্যাংক কোম্পানি আইন ১৯৯৫
ঘ. ব্যাংক কোম্পানি আইন ২০১৫
১৫. ব্যাসেল-২ বাস্তবায়নের দায়িত্ব কোন প্রতিষ্ঠানের ওপর ন্যাস্ত?
ক. কেন্দ্রীয় ব্যাংক✓
খ. সরকার
গ. অর্থ মন্ত্রণালয়
ঘ. বাণিজ্যিক ব্যাংক
১৬. ব্যাংকিং ব্যবসায় সুসম্পর্ক থাকা উচিত কার সাথে?
ক. অবলেখকদের সাথে
খ. ব্যাংকের গ্রাহকদের সাথে✓
গ. শেয়ারহোল্ডারদের সাথে
ঘ. নিরাপত্তা কর্মীদের সাথে
১৭. ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংকের অবস্থা কার কাছাকাছি হওয়া উচিত?
ক. গ্রাহকদের কাছাকাছি✓
খ. সরকারের কাছাকাছি
গ. ব্যাংকের কাছাকাছি
ঘ. ম্যানেজারের কাছাকাছি
১৮. ব্যাংক কার পক্ষে স্বীকৃতি প্রদান করে দেনা-পাওনা নিষ্পত্তিতে সহায়তা করে?
ক. আমদানিকারকের পক্ষে✓
খ. রপ্তানিকারকের পক্ষে
গ. পুরোহিতদের পক্ষে
ঘ. কর্মরত কর্মচারীদের পক্ষে
১৯. ব্যাংক ব্যবসায়ের পূর্বসূরী-
i. স্বর্ণকার
ii. ব্যবসায়ী
iii. পেশাজীবী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii✓ খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. বিশেষায়িত ব্যাংক-
i. কৃষি ব্যাংক
ii. বিডিবিএল ব্যাংক
iii. গ্রামীণ ব্যাংক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii✓ খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১. যেসব ব্যাংক বিশেষ ধরনের গ্রাহক ও সেবা নিয়ে কাজ করে, তা হলো-
i. মার্চেন্ট ব্যাংক
ii. আমদানি-রপ্তানি ব্যাংক
iii. গৃহসংস্থান ব্যাংক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii✓
২২. সোনলী ব্যাংক অভ্যন্তরীণ বাণিজ্য যে সুবিধা প্রদান করে-
i. প্রত্যয়পত্র ইস্যু
ii. মূলধন সরবরাহ
iii. শেয়ার বিক্রয়ে সাহায্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii* ঘ. i, ii ও iii
►নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও।
মধুমিতা ব্যাংক একটি সদ্য প্রতিষ্ঠিত ব্যাংক। এ ব্যাংকের আমানত গ্রহণ, ঋণদানসহ সকল কর্মকান্ড এ প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে। তবে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ব্যাংকটিকে আরো দূরদর্শী হতে হবে।
২৩. মধুমিতা ব্যাংকটি কোন ধরনের ব্যাংক?
ক. চেইন ব্যাংক
খ. গ্রুপ ব্যাংক
গ. মিশ্র ব্যাংক
ঘ. বাণিজ্যিক ব্যাংক✓
২৪. মধুমিতা ব্যাংকের দীর্ঘমেয়াদে ভালো করার জন্য পরামর্শ হলো-
i. ঋণদানের নতুন ক্ষেত্র সৃষ্টি
ii. আমানত সংগ্রহ সামর্থ্য বৃদ্ধি
iii. গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিতকরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii✓