আচ্ছা এবার আসুন একটু অন্যভাবে আমরা চিন্তা করি।



ধরে নিন ভবনধ্বস সাভারের রানা প্লাজায় হয়নি হয়েছে সংসদ ভবনে। হুম ! লুই আই কান পরিকল্পিত/নির্মিত সংসদ ভবনে। আহা ! বিরক্ত হবেন না। জাস্ট ধরে নিন। আমরা ধরে নিচ্ছি সেই সংসদ ভবনে সরকারি পক্ষের এবং বিপক্ষের দুই ধরনের সদস্যরাও ছিল! তাদের উপস্থিতির হার অবশ্য ১০০ % ছিল না। ছিল ৫০% । জি! ধরে নিন। হঠাৎ দেশের মানুষ জানল যে সংসদ ভবন ধ্বসে গেছে ! কি ভাবছেন ? সাধারণ মানুষ তাদের উদ্ধার করতে যাবে না ? ভুল ভাবছেন। এমন অবস্থায় সাধারণ মানুষ তাদের রাজনীতিবিদ হিসেবে ভাববে না। ভাববে মানুষ হিসেবে। যে মমতা নিয়ে তারা সাভারের ভবন ধ্বসে চাপা পড়া মানুষদের উদ্ধার করেছে ঠিক সেই মমতায় তারা ঐ রাজনীতিবিদদের উদ্ধার করবে ! কারন তারা মানুষ , রাজনীতিবিদ নয় ! সাভারের হতভাগা মানুষদের জন্য অক্সিজেন ভিক্ষা করতে হয়েছে, সিম্পল ওষুধ ভিক্ষা করতে হয়েছে ! আর এই দুর্ঘটনাটা যদি সংসদে হত তাহলে ঐ যে ৫০% রাজনীতিবিদ যারা সংসদে উপস্থিত না থাকার কারনে বেঁচে গেছে, তারা ধ্বসে যাওয়া সংসদ ভবনের পাশে অক্সিজেন তৈরির কারখানা স্থাপন করত। বেক্সিমকো , স্কয়ারের মালিকেরা ট্র্যাক ট্র্যাক ভর্তি ওষুধ নিয়ে হাজির হত ! হাতুরির জন্য তখন হা হাপিত্যেস করতে হতনা। দেশের সব লোহা গলিয়ে ১৬ কোটি হাতুরি বানিয়ে ১৬ কোটি মানুষের হাতে দিয়ে দেয়া হত ! আহতদের সেবা দেয়ার জন্য মেডিক্যালের স্টুডেন্টরা না , বাঘা বাঘা স্পেশালিষ্টরা হেলিকপ্টার দিয়ে সংসদ ভবনে যেত! ধরে নিন ৭২ ঘণ্টা পার হয়ে গেছে । ৯০ ভাগ রাজনীতিবিদকে জীবিত উদ্ধার করা হয়েছে ! বাকি ১০ ভাগ এখনো জীবিত নাকি মৃত আছে বোঝা যাচ্ছে না। এমন অবস্থায় উদ্ধার কাজ কি বন্ধ করে দেয়া হবে ? এমন অবস্থায় ওখানে আগুন লাগিয়ে হতভাগি মা শাহিনার মত ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া রাজনীতিবিদদের মেরে ফেলা হবে ? না। কখনি না। সে অবস্থায় আমেরিকা থেকে উদ্ধারের জন্য স্পেশালিষ্ট এপাচি হেলিকপ্টার দিয়ে নিয়ে আসা হবে। তাদের সহায়তায় বাকি ১০% রাজনীতিবিদদের উদ্ধার করা হবে। হুম। গুল মারছি না। ১০০% রাজনীতিবিদ বেঁচে গেছেন। কারন তারা গার্মেন্টসের কর্মী না। তারা পলিটিশিয়ান। তাদের আছে কই মাছের প্রাণ। ৭৫০০ শ্রমিক নাকি রানা প্লাজায় ঢুকেছিল ! মারা গেছেন ৪০০+ উদ্ধার করা হয়েছে ২৫০০+ বাকিরা কোথায় ? জবাব চাই। ও আচ্ছা আরেকটা কথা ! সাভার ট্র্যাজেডির যে মূল হোতা রানা , তাকে নাকি গ্রেপ্তারের পর হেলিকপ্টার দিয়ে ঢাকা আনা হয়েছে! সংসদ ভবন যদি ধ্বসে যেত তাহলে ভবনের পরিকল্পনাকারী লুই আই কানকে কি করা হত ? সেটা আপনারাই বলেন।

Post a Comment

Previous Post Next Post